Business Idea: এই চাষ করেই বিরাট 'মালামাল', সামান্য বিনিয়োগেই ডবল-এর বেশি লাভ, মাসে হাজার হাজার টাকা আয়
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
Business Idea: বর্তমানে জেলার কৃষকেরা বাড়তি রোজগরের আশায় বিকল্প চাষ শুরু করেছে।আর এই বিকল্প হিসেবে বর্তমানে অনেকটাই জনপ্রিয় হয়ে উঠেছে বাদাম চাষ। এই চাষ করে অনেকেই লাভের মুখ দেখছে। কিছুটা হলেও বাড়তি রোজগার হচ্ছে।
পুরুলিয়া: বিকল্প চাষ পুরুলিয়া জেলাতে সেভাবে হয় না। জেলার বেশিরভাগ জমি এক ফসলী। তাই এই জমিতে বিকল্প চাষ করা অনেকটাই কঠিন। কিন্তু বর্তমানে জেলার কৃষকেরা বাড়তি রোজগরের আশায় বিকল্প চাষ শুরু করেছে।আর এই বিকল্প হিসেবে বর্তমানে অনেকটাই জনপ্রিয় হয়ে উঠেছে বাদাম চাষ। এই চাষ করে অনেকেই লাভের মুখ দেখছে। কিছুটা হলেও বাড়তি রোজগার হচ্ছে।
অল্প পরিশ্রম করে অনেকখানি আয় হচ্ছে এই চাষ থেকে। এ বিষয়ে চাষিরা বলেন , অনেক বছর থেকে তারা এই চাষ করছেন। বিকল্প হিসেবে এই চাষ যথেষ্ট জনপ্রিয়। কৃষি দফতরের পক্ষ থেকে তাদেরকে বাদামের বীজ দেওয়া হয়। মোটের উপর তাদের ফলন হয়েছে। বৃষ্টি কম হওয়ার কারণে এ-বছর তাদের বাদাম চাষেও কিছুটা কম লাভ হবে। যে সময় জমিতে বাদাম লাগানোর কথা ছিল সেই সময় বাদাম লাগানো হয়ে ওঠেনি।
advertisement
advertisement
তাই ফলনে কিছুটা হলেও ঘাটতি থাকবে। তবুও তারা আশা করে আছেন যদি কিছুটা হলেও লাভের মুখ দেখা যেতে পারে। বাদাম যথেষ্ট অর্থকারী একটি ফসল। কমবেশি সারা বছরই বাদামের চাহিদা থাকে। এ বাদাম চাষ বর্তমানে জনপ্রিয় একটি চাষ। এই চাষ করতে গেলে খুব বেশি পরিশ্রম করতে হয় না।
advertisement
কম খরচ ও কম পরিশ্রমে অধিক লাভ পাওয়া যায়। এই চাষিরা এই চাষsর দিকে অনেকটাই ঝুঁকছেন। এ বছরও পুরুলিয়ার বেশ কিছু সংখ্যক চাষি এই চাষ করেছেন। লাভের আশায় রয়েছেন তারা।
advertisement
শর্মিষ্ঠা ব্যানার্জি
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 16, 2024 12:52 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Business Idea: এই চাষ করেই বিরাট 'মালামাল', সামান্য বিনিয়োগেই ডবল-এর বেশি লাভ, মাসে হাজার হাজার টাকা আয়