Business Idea: এই চাষ করেই বিরাট 'মালামাল', সামান্য বিনিয়োগেই ডবল-এর বেশি লাভ, মাসে হাজার হাজার টাকা আয়

Last Updated:

Business Idea: বর্তমানে জেলার কৃষকেরা বাড়তি রোজগরের আশায় বিকল্প চাষ শুরু করেছে।আর এই বিকল্প হিসেবে বর্তমানে অনেকটাই জনপ্রিয় হয়ে উঠেছে বাদাম চাষ। এই চাষ করে অনেকেই লাভের মুখ দেখছে। কিছুটা হলেও বাড়তি রোজগার হচ্ছে।

+
বাদাম

বাদাম চাষ পুরুলিয়া

পুরুলিয়া: বিকল্প চাষ পুরুলিয়া জেলাতে সেভাবে হয় না। জেলার বেশিরভাগ জমি এক ফসলী। তাই এই জমিতে বিকল্প চাষ করা অনেকটাই কঠিন। কিন্তু বর্তমানে জেলার কৃষকেরা বাড়তি রোজগরের আশায় বিকল্প চাষ শুরু করেছে।আর এই বিকল্প হিসেবে বর্তমানে অনেকটাই জনপ্রিয় হয়ে উঠেছে বাদাম চাষ। এই চাষ করে অনেকেই লাভের মুখ দেখছে। কিছুটা হলেও বাড়তি রোজগার হচ্ছে।
অল্প পরিশ্রম করে অনেকখানি আয় হচ্ছে এই চাষ থেকে। এ বিষয়ে চাষিরা বলেন , অনেক বছর থেকে তারা এই চাষ করছেন।‌ বিকল্প হিসেবে এই চাষ যথেষ্ট জনপ্রিয়। কৃষি দফতরের পক্ষ থেকে তাদেরকে বাদামের বীজ দেওয়া হয়। মোটের উপর তাদের ফলন হয়েছে। বৃষ্টি কম হওয়ার কারণে এ-বছর তাদের বাদাম চাষেও কিছুটা কম লাভ হবে। যে সময় জমিতে বাদাম লাগানোর কথা ছিল সেই সময় বাদাম লাগানো হয়ে ওঠেনি।
advertisement
advertisement
তাই ফলনে কিছুটা হলেও ঘাটতি থাকবে। তবুও তারা আশা করে আছেন যদি কিছুটা হলেও লাভের মুখ দেখা যেতে পারে। বাদাম যথেষ্ট অর্থকারী একটি ফসল। কমবেশি সারা বছরই বাদামের চাহিদা থাকে। এ বাদাম চাষ বর্তমানে জনপ্রিয় একটি চাষ। এই চাষ করতে গেলে খুব বেশি পরিশ্রম করতে হয় না।
advertisement
কম খরচ ও কম পরিশ্রমে অধিক লাভ পাওয়া যায়। এই চাষিরা এই চাষsর দিকে অনেকটাই ঝুঁকছেন। এ বছরও পুরুলিয়ার বেশ কিছু সংখ্যক চাষি এই চাষ করেছেন। লাভের আশায় রয়েছেন তারা।
advertisement
শর্মিষ্ঠা ব্যানার্জি
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Business Idea: এই চাষ করেই বিরাট 'মালামাল', সামান্য বিনিয়োগেই ডবল-এর বেশি লাভ, মাসে হাজার হাজার টাকা আয়
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement