হোম /খবর /ব্যবসা-বাণিজ্য /
গ্রামীণ ভারতে জোর দিয়েই অর্থনীতির হাল ফেরানোর পথে হাঁটল মোদি সরকার

#Budget2020: গ্রামীণ ভারতে জোর দিয়েই অর্থনীতির হাল ফেরানোর পথে হাঁটল মোদি সরকার

গ্রামীণ ভারত কে সাথ সবকা বিকাশ ৷ বাজেট বক্ততার ঠিক ৪৫ মিনিটের মাথায় গ্রামীণ ভারত নিয়ে ঘোষণা শুরু করেন অর্থমন্ত্রী।

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: গ্রামীণ ভারতে জোর দিয়েই অর্থনীতির হাল ফেরানোর পথে হাঁটল মোদি সরকার। গ্রামে পরিকাঠামো উন্নয়ন থেকে কৃষিতে নতুন প্রকল্প - ভোটে দেওয়া প্রতিশ্রুতি পূরণেরই বার্তা বাজেটের পাতায় পাতায়।

গ্রামীণ ভারত কে সাথ সবকা বিকাশ ৷ বাজেট বক্ততার ঠিক ৪৫ মিনিটের মাথায় গ্রামীণ ভারত নিয়ে ঘোষণা শুরু করেন অর্থমন্ত্রী। থামলেন প্রায় ৩৫ মিনিট পর। শিল্পী যেমন ক্যানভাসে তুলির টান দেন, অনেকটা তেমন করেই গ্রামীণ ভারতের রূপরেখা পেশ করলেন। কৃষি, গ্রামীণ পরিকাঠামো ও গ্রামীণ ভারতে জীবনযাত্রার মান বাড়াতে - একের পর এক প্রস্তাব ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ৷

কৃষকদের আয় বাড়াতে বাজেটে কৃষিগুদাম, কৃষাণ রেল, কৃষি উড়ানের প্রস্তাব দেওয়া হয়েছে। আয় বাড়াতে জোর দেওয়া হয়েছে পর্যটনে। তবে মূলত গ্রামীণ স্তরে পরিকাঠামো উন্নত করায় জোর দিয়েছেন অর্থমন্ত্রী।গ্রামীণ পরিকাঠামোয় ২.৩৩ লক্ষ কোটি টাকাকৃষি ও সেচের বাইরে এই টাকা খরচ করার প্রস্তাব

২০২৪ সালের মধ্যে সব গ্রামে পাকা রাস্তা১০০ শতাংশ গ্রামে পানীয় জল সরবরাহস্বচ্ছ ভারতের ৫০ শতাংশ গ্রামের জন্য বরাদ্দ

কেন্দ্র চাইছে, নিজের ফসল সরাসরি ক্ষেত থেকে ওয়ারহাউসে রাখুন কৃষক। সেখান নিজের ফসল বাজারে বিক্রির সুযোগ পাবেন তিনি।

বাজেট অর্থমন্ত্রীর ঘোষণা,১৫ লাখ কৃষককে সৌরচালিত হ্যান্ডপাম্প দেওয়া হবে ৷সরাসরি সরকারি দরে সার কিনতে পারবেন ছোট চাষী ৷ কৃষিতে ঋণ দিতে নাবার্ডকে বাড়তি বরাদ্দ ৷

২০২৪ সালের মধ্যে সব গ্রামে পানীয় জল সরবরাহের ব্যবস্থা করতে চায় কেন্দ্র। এজন্য ১০০টি খরাপ্রবণ জেলা ও ২৫০০ গ্রামকে চিহ্নিত করা হয়েছে ৷জলজীবন প্রকল্পের ৩ লক্ষ ৬০ কোটি টাকার মধ্যে ২ লক্ষ কোটি টাকাই গ্রামের জন্য তুলে রাখার প্রস্তাব ৷ গ্রামীণ রাস্তা তৈরিতেও ২ হাজার ২০০ কোটি টাকা বরাদ্দ বেড়েছে ৷

এইসব পরিকল্পনা গ্রামীণ ভারতের ভোল বদলে দিতে পারে। কিন্তু ঘোষণার কতটা বাস্তবে দেখা যাবে, সেই প্রশ্ন থাকছেই। ওয়াকিবহাল মহলের প্রশ্ন, লোকসভা ভোটে বিপুল সাফল্যের পর বিধানসভা ভোটে ধাক্কা। মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডে গ্রামীণ এলাকায় ধাক্কা খেয়েই কি গ্রামে নজর নরেন্দ্র মোদির?

Published by:Dolon Chattopadhyay
First published:

Tags: Budget 2020, Finance Minister, Nirmala Sitharaman