স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের জন্য Big Alert, আজ মিলবে না এই পরিষেবাগুলি
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, এই আপগ্রেডশনের জেরে YONO অ্যাপ ও লাইটেও প্রভাব পড়বে ৷ তাই গ্রাহকদের পরামর্শ দেওয়া হয়েছে আগে থেকেই সমস্ত কাজ সেরে রাখতে ৷
#নয়াদিল্লি: আপনি কী স্টেট ব্যাঙ্কের গ্রাহক ? তাহলে এই খবরটি জেনে রাখা আপনার জন্য অত্যন্ত জরুরি ৷ নিজের কোটি কোটি গ্রাহকদের জন্য অ্যালার্ট জারি করল স্টেট ব্যাঙ্ক ৷ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, উৎসবের মরশুমে একদিনের জন্য সমস্ত রকমের অনলাইন ব্যাঙ্কিং পরিষেবা পাওয়া নাও যেতে পারে ৷ তবে হ্যাঁ এটিএমের মাধ্যমে আপনি আপনার কাজ করতে পারবেন ৷ এই বিষয়ে এসবিআই-এর তরফে একটি ট্যুইট করা হয়েছিল ৷
এসবিআই ট্যুইটে জানিয়েছিল, ‘গ্রাহকদের আরও উন্নত পরিষেবা দেওয়ার জন্য ইন্টারনেট ব্যাঙ্কিং প্ল্যাটফর্ম আরও আপগ্রেড করা হচ্ছে ৷ আপগ্রেড করার সময় ইন্টারনেট ব্যাঙ্কিং, YONO লাইটে 8 নভেম্বর ২০২০ কাজ না করতে পারে ৷ আপনাদের এই সমস্যার সম্মুখিন হওয়ার জন্য আমরা অত্যন্ত দুঃখিত ৷’
এসবিআই ট্যুইটের মাধ্যমে এই বিষয় জানিয়েছে যাতে গ্রাহকরা সেই হিসেবে নিজেদের কাজের প্ল্যানিং করতে পারেন ৷ এবং কোনও সমস্যায় যাতে না পড়তে হয় ৷ এদিন নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কোনও কাজ করতে চাইলে সমস্যায় পড়তে হতে পারে ৷
advertisement
advertisement
ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, এই আপগ্রেডশনের জেরে YONO অ্যাপ ও লাইটেও প্রভাব পড়বে ৷ তাই গ্রাহকদের পরামর্শ দেওয়া হয়েছে আগে থেকেই সমস্ত কাজ সেরে রাখতে ৷
We request our esteemed customers to bear with us as we upgrade our internet banking platform to provide for a better online banking experience.#SBI #StateBankOfIndia #ImportantNotice #InternetBanking #OnlineSBI pic.twitter.com/pYfiC3RJQl
— State Bank of India (@TheOfficialSBI) November 7, 2020
advertisement
এসবিআই-এ ব্যালেন্স জানার জন্য রেজিস্টার মোবাইল নম্বর থেকে 9223766666 টোল ফ্রি নম্বরে মিসড কল দিতে হবে ৷ এছাড়া ব্যালেন্স জানার জন্য 09223766666 নম্বরে 'BAL' লিখে এসএমএস করতে হবে ৷
এরপর ব্যালেন্সের বিষয়ে আপনাকে এসএমএস-এর মাধ্যমে জানানো হবে ৷ তবে এর জন্য আপনার মোবাইল নম্বর ব্যাঙ্কে রেজিস্টার থাকতে হবে ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 08, 2020 8:29 AM IST