কম খরচে সেরা রিচার্জ প্ল্যান কোনগুলি ? দেখে নিন Jio-র প্রিপেড রিচার্জ প্ল্যানের তালিকা

Last Updated:

২৮ দিন ভ্যালিডিটি থেকে এক বছর ভ্যালিড থাকবে এমন ৪জি ডেটা এবং আনলিমিটেড কলিংয়ের প্ল্যান রয়েছে জিও-র ৷ দেখে নিন সেই রিচার্জ প্ল্যানগুলি ৷

#কলকাতা: লকডাউনে বাড়িতে কাজের জন্য হোক বা সময় কাটাতে, দরকার অনেক বেশি পরিমাণে ইন্টারনেট ৷ আর তার জন্য সেরা বিকল্প অবশ্যই রিলায়েন্স জিও ৷ মুকেশ আম্বানির টেলিকম সংস্থার প্রি পেড গ্রাহকদের জন্য রয়েছে একাধিক রিচার্জ প্ল্যান ৷ করোনার জেরে ‘কোয়ারেন্টাইন ২০২০’-র জন্য সবচেয়ে ভাল রিচার্জ প্ল্যান কোনগুলি, তা অবশ্যই জানার প্রয়োজন রয়েছে ৷ জিও-র সবচেয়ে সস্তা ১৪৯ টাকা থেকে শুরু করে ৪৯৯৯ টাকা পর্যন্ত রিচার্জ প্ল্যান রয়েছে ৷ এখন আপনার প্রয়োজন মতো বাছাই করে রিচার্জ করলেই হবে ৷ ২৮ দিন ভ্যালিডিটি থেকে এক বছর ভ্যালিড থাকবে এমন ৪জি ডেটা এবং আনলিমিটেড কলিংয়ের প্ল্যান রয়েছে জিও-র ৷ দেখে নিন সেই রিচার্জ প্ল্যানগুলি ৷
২০০ টাকার মধ্যে সেরা রিচার্জ প্ল্যানগুলি হল-
সবচেয়ে সস্তার জিও রিচার্জ প্ল্যান ১৪৯ টাকার ৷ এই প্ল্যানে আপনি ২৪ দিনের জন্য প্রতিদিন ১ জিবি করে ডেটা, অর্থাৎ ২৪ জিবি ডেটা পাবেন ৷ এর পাশাপাশি জিও টু জিও আনলিমিটেড ফ্রি কল রয়েছে ৷ জিও থেকে নন জিও নম্বরে কলিংয়ের জন্য ৩০০ মিনিট দেওয়া রয়েছে ৷ পাশাপাশি জিও অ্যাপের কমপ্লিমেন্টারি সাবস্ক্রিপশন এবং ১০০টি এসএমএস-ও পাওয়া যাবে প্রতিদিন এই রিচার্জে ৷
advertisement
advertisement
জিও-র ১৯৯ টাকার প্ল্যান ভ্যালিড ২৮ দিনের জন্য ৷ এতে গ্রাহকরা প্রতিদিন ১.৫ ডিবি করে ডেটা, অর্থাৎ ৮ দিনে ৪২ জিবি ডেটা পাবেন ৷ এই প্ল্যানে জিও থেকে জিও আনলিমিটেড কলের পাশাপাশি নন জিও নম্বরে ১০০০ মিনিট পর্যন্ত কলিংয়ের সুবিধা রয়েছে ৷ রয়েছে প্রতিদিন ১০০টি করে এসএমএস এবং জিও অ্যাপের কমপ্লিমেন্টারি সাবস্ক্রিপশনও ৷
advertisement
৫০০ টাকার মধ্যে প্ল্যান
৩৯৯ টাকার রিচার্জ প্ল্যানে প্রতিদিন ১.৫ জিবি ডেটা বাবদ মোট ৮৪ জিবি ডেটা পাবেন গ্রাহকরা ৷ আনলিমিটেড জিও টু জিও কলিংয়ের পাশাপাশি ২০০০ মিনিট জিও থেকে অন্য নেটওয়ার্কে কলিংয়ের সুবিধা রয়েছে ৷ জিও অ্যাপের কমপ্লিমেন্টারি সাবস্ক্রিপশন ও প্রতিদিন ১০০টি এসএমএস-ও পাওয়া যাবে ৷ ভ্যালিডিটি ৫৬ দিনের জন্য ৷ এর পাশাপাশি রয়েছে ৪৪৪ টাকার রিচার্জ প্ল্যান ৷ যার ভ্যালিডিটি ৫৬ দিনের ৷
advertisement
৩৪৯ টাকার রিচার্জের ভ্যালিডিটি ২৮ দিনের জন্য ৷ পাওয়া যাবে প্রতিদিন ৩ জিবি করে মোট ৮৪ জিবি ডেটা ৷
৪০১ টাকার প্ল্যানে ২৮ দিনের জন্য প্রতিদিন ৩ জিবি করে ডেটা পাওয়া যাবে৷ পাশাপাশি ১ বছরের জন্য বিনামূল্যে হটস্টার ভিআইপি সাবস্ক্রিপশনও পাওয়া যাবে এই রিচার্জে ৷
১০০০ টাকার রিচার্জের প্ল্যান
advertisement
৫৯৯ টাকার রিচার্জে ১৬৮ জিবি ডেটা (প্রতিদিন ২ জিবি করে ডেটা ) ৷ আনলিমিটেড জিও টু জিও কলিং এবং জিও থেকে অন্য নেটওয়ার্কে ৩০০০ মিনিট কলিং ৷ ভ্যালিডিটি ৮৪ দিনের জন্য ৷
৯৯৯ টাকার রিচার্জ প্ল্যানে ৮৪ দিনের জন্য প্রতিদিন ৩ জিবি করে অর্থাৎ সবমিলিয়ে ২৫২ জিবি ডেটা পাবেন গ্রাহকরা ৷ জিও থেকে অন্য নেটওয়ার্কে ৩০০০ মিনিট কলিংয়ের সুবিধা রয়েছে ৷
advertisement
৩০০০ টাকার প্ল্যান
বাজেট একটু বেশি হলে গোটা বছরের জন্য রিচার্জ একবারেই করে নিতে পারেন গ্রাহকরা ৷ ২৫৯৯ টাকার বার্ষিক প্ল্যানে প্রতিদিন ২জিবি করে ডেটা পাওয়া যাবে ৷ জিও থেকে অন্য নেটওয়ার্কে ৩৬৫ দিনের জন্য ১২,০০০ মিনিট কলিংয়ের সুবিধা রয়েছে ৷ তাতেও না হলে ডেটা এবং কলিংয়ের জন্য আলাদা আলাদা টপ আপ রিচার্জ তো রয়েছেই ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
কম খরচে সেরা রিচার্জ প্ল্যান কোনগুলি ? দেখে নিন Jio-র প্রিপেড রিচার্জ প্ল্যানের তালিকা
Next Article
advertisement
Lionel Messi Team India Jersey: ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
  • ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি

  • এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের

  • দুর্দান্ত অনুষ্ঠান

VIEW MORE
advertisement
advertisement