Indian Railway: বাতিল হয়েছে বিপুল সংখ্যক ট্রেন, চেক করে নিন বাতিল হওয়া ট্রেনের লিস্ট

Last Updated:

যে ট্রেনগুলি বাতিল করা হয়েছে তার মধ্যে প্যাসেঞ্জার, এক্সপ্রেস ও মেল ট্রেন সামিল রয়েছে ৷

#নয়াদিল্লি: সোমবার অর্থাৎ ১০ অক্টোবর ট্রেনে যাত্রা করার প্ল্যান থাকলে বাড়ি থেকে বেরনোর আগে অবশ্যই আপনার ট্রেনের স্টেটাস চেক করে নিন, না হলে পড়তে পারেন বড় সমস্যায় ৷ এদিন ভারতীয় রেলওয়ে ১৪৫ টি ট্রেন বাতিল করেছে ৷ এছাড়া একাধিক ট্রেন রিশিডিউল করা হয়েছে এবং বেশ কিছু ট্রেনের রুট বদল করা হয়েছে ৷
ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে, ১১৭টি ট্রেন বাতিল করা হয়েছে, ২৮টি ট্রেন আংশিক বাতিল করা হয়েছে ৷ এর পাশাপাশি ২১টি ট্রেন রিশিডিউল করা হয়েছে ৷ একাধিক ট্রেনের রাস্তা বদল করা হয়েছে ৷ যে ট্রেনগুলি বাতিল করা হয়েছে তার মধ্যে প্যাসেঞ্জার, এক্সপ্রেস ও মেল ট্রেন সামিল রয়েছে ৷
advertisement
advertisement
এই ভাবে চেক করে নিন বাতিল ট্রেনের লিস্ট -
ট্রেনের স্টেটাস জানার জন্য ভারতীয় রেলওয়ে ও IRCTC-র ওয়েবসাইটে পাওয়া যাবে ৷ এছাড়া NTES app-এ বাতিল হওয়া ট্রেনের বিষয়ে জানতে পারবেন ৷ যে কোনও ট্রেনের স্টেটাস জানার জন্য https://enquiry.indianrail.gov.in/mntes বা https://www.irctchelp.in/cancelled-trains-list/#list2 লিঙ্কে ক্লিক করতে হবে ৷ কীভাবে জানবেন স্টেটাস দেখে নিন ৷
advertisement
সবার প্রথম বাতিল ট্রেনের লিস্ট চেক করার জন্য enquiry.indianrail.gov.in/mntes/ যেতে হবে ৷
এরপর এখানে Exceptional Trains অপশন সিলেক্ট করতে হবে ৷
বাতিল, রিশিডিউল ও রুট বদল হওয়া ট্রেনের লিস্টে ক্লিক করতে হবে ৷
এখানে আপনি পুরো তথ্য পেয়ে যাবেন ৷
advertisement
পেয়ে যাবেন রিফান্ড-
ট্রেন বাতিল হয়ে গেলে যাত্রীরা টিকিটের টাকা ফেরত পেয়ে যাবেন ৷ আইআরসিটিসি-র ওয়েবসাইট থেকে ই-টিকিট বুক করিয়ে থাকা যাত্রীদের রিফান্ডের জন্য কিছু করতে হবে না ৷ ট্রেন বাতিল হতেই যাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ড বা ই-ওয়ালেটে টাকা রিফান্ড হয়ে যাবে ৷ রিজার্ভেশনে কাউন্টার থেকে টিকিট কেটে থাকলে ট্রেনের নির্ধারিত ডিপার্চারের ৭২ ঘণ্টার মধ্যে বাতিল করা যেতে পারে ৷ যাত্রীরা নিজে থেকেই টিকিট বাতিল করলে রিফান্ডের সময় কিছু চার্জ কাটা হয়ে থাকে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Indian Railway: বাতিল হয়েছে বিপুল সংখ্যক ট্রেন, চেক করে নিন বাতিল হওয়া ট্রেনের লিস্ট
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement