Jhargram News: মাসে মাসে আসবে মোটা টাকা, রোজগার বাড়াতে এই কাজ করছেন জঙ্গলমহলের কৃষকরা

Last Updated:

Jhargram News: জঙ্গলমহলের জঙ্গল লাগোয়া গ্রাম এবং রুক্ষ জমির কৃষকদের স্বনির্ভর করতে জঙ্গলমহলে শুরু হয়েছে বিকল্প চাষ। মৌমাছি প্রতিপালন, ফলের বাগান ও মাছ চাষের মাধ্যমে আয় বৃদ্ধি করতে চলেছে কৃষকরা।

+
মৌমাছি

মৌমাছি প্রতিপালন শুরু হয়েছে জঙ্গলমহলে

ঝাড়গ্রাম: জঙ্গলমহলের অপেক্ষাকৃত অনুন্নত, বৃষ্টি নির্ভর এলাকায় বিজ্ঞান ভিত্তিক বিকল্প চাষে ফিরবে চাষিদের অর্থনৈতিক অবস্থা । এমনই লক্ষ্য নিয়ে ‘চাষিদের ক্লাস্টার’ তৈরি করে বিকল্প চাষের সামগ্রী প্রদান থেকে শুরু করে প্রশিক্ষণ এর ব্যবস্থা করছে গোপীবল্লভপুর ১ নম্বর ব্লক কৃষি দফতর। “সয়েল সার্ভে মেদিনীপুর’ এর তত্ত্বাবধানে গোপীবল্লভপুর ব্লকের চারটি অঞ্চলের প্রায় ৬০০ জন চাষিকে নিয়ে শুরু হয়েছে মৌমাছি প্রতিপালন,মাছ চাষ, বিভিন্ন ফলের চাষ। ক্লাস্টারের অন্তর্ভুক্ত চাষিদের নিয়ে প্রশিক্ষণ শিবিরও আয়োজন করা হচ্ছে।
উল্লেখ্য, ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের সুবর্ণরেখা নদী তীরবর্তী এলাকা বাদে বেশিরভাগ জায়গার কৃষিকাজ বর্ষার জলে নির্ভর করে। স্বাভাবিক ভাবেই জঙ্গল লাগোয়া গ্রামগুলোর চাষিদের অর্থনৈতিক অবস্থা খারাপ। এরকম পরিস্থিতিতে গোপীবল্লভপুর ১ ব্লক কৃষি দফতরের উদ্যোগে চাষিরা বিকল্প চাষের কাজ শুরু করেছেন।
advertisement
advertisement
সয়েল সার্ভে মেদিনীপুর এর তত্ত্বাবধানে ব্লকের ভেন্ডুডিহি, নড়িশোল, মাঠাসাহি এবং চুনঘাটি এলাকার চাষিদের নিয়ে তৈরি করা হয়েছে চারটি ক্লাস্টার। প্রতিটি ক্লাসটারে ১৪৪ জন করে চাষি অন্তর্ভুক্ত হয়েছেন। সয়েল সার্ভে মেদিনীপুর এর তত্ত্বাবধানে “রেড় সিসি” প্রকল্পের মাধ্যমে চাষিরা মৌমাছি প্রতিপালন এর পাশাপাশি বিভিন্ন বিকল্প চাষ করতে শুরু করেছেন।
advertisement
চাষিদের উৎপাদন ইতিমধ্যেই পরিদর্শন করেছেন কৃষি দফতরের আধিকারিক ও জনপ্রতিনিধিরা । কৃষি দপ্তরের দাবি মৌমাছি প্রতিপালন-সহ অনাবৃষ্টি ও রুক্ষ জায়গায় বিকল্প চাষের মাধ্যমে আর্থিক অবস্থা সচ্ছল হবে জঙ্গলমহলের প্রান্তিক কৃষকদের।
বুদ্ধদেব বেরা
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Jhargram News: মাসে মাসে আসবে মোটা টাকা, রোজগার বাড়াতে এই কাজ করছেন জঙ্গলমহলের কৃষকরা
Next Article
advertisement
Parineeti Chopra's Baby Name: ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের, ছেলের কী নাম রাখলেন দেখে নিন
ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের, ছেলের কী নাম রাখলেন দেখে নিন
  • ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের

  • ছেলের কী নাম রাখলেন দেখে নিন

  • নামের অর্থ জানুন

VIEW MORE
advertisement
advertisement