হোম /খবর /ব্যবসা-বাণিজ্য /
সুখবর! ১ অক্টোবর থেকে বেসিক স্যালারি ১৫০০০ থেকে বেড়ে ২১০০০ টাকা হতে পারে

বেসরকারি সংস্থার কর্মীদের জন্য সুখবর! ১ অক্টোবর থেকে বেসিক স্যালারি ১৫০০০ থেকে বেড়ে ২১০০০ টাকা হতে পারে

নয়া ড্রাফ্ট রুল অনুযায়ী, বেসিক স্যালারি মোট বেতনের ৫০ শতাংশ বা তার বেশি হত হবে ৷

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: কোটি কোটি কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছে মোদি সরকার ৷ সূত্রের খবর অনুযায়ী, ১ অক্টোবর থেকে কেন্দ্র সরকার লেবর কোডের (Labour Code Rules) নিয়ম লাগু করতে চলেছে ৷ মিডিয়া রিপোর্টস অনুযায়ী, সরকার ১ জুলাই থেকে লেবর কোডের নিয়ম জারি করতে চেয়েছিল কেন্দ্র সরকার ৷ কিন্তু রাজ্য সরকারগুলি প্রস্তুত না থাকায় ১ অক্টোবর থেকে নিয়ম লাগু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ নিয়ম লাগু করা হলে কর্মচারীদের বেসিক স্যালারি ১৫০০০ টাকা থেকে বেড়ে ২১০০০ টাকা হতে পারে ৷

লেবর কোডের নিয়ম নিয়ে লেবর ইউনিয়নের তরফে দাবি করা হয় কর্মীদের বেসিক স্যালারি ১৫০০০ টাকা থেকে বাড়িয়ে ২১০০০ টাকা করা হোক ৷ এর জেরে অনেকটাই বাড়তে চলেছে কর্মীদের বেতন ৷ নয়া ড্রাফ্ট রুল অনুযায়ী, বেসিক স্যালারি মোট বেতনের ৫০ শতাংশ বা তার বেশি হত হবে ৷ বেশিরভাগ কর্মীদের স্যালারি স্ট্রাকচার বদলাতে চলেছে ৷ বেসিক স্যালারি বাড়লে পিএফ ও গ্র্যাচিউটির জন্য যে বেশি টাকা কাটা হয় ৷ ফলে আপনার টেক হোম স্যালারি কমে যাবে তবে রিটায়েরমেন্টের পর যে পিএফ ও গ্র্যাচিউটি মিলবে সেটা বেড়ে যাবে ৷

লেবর মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সরকার লেবর কোড নিয়ম ১ জুলাই থেকে নোটিফাই করতে চাই ৷ কিন্তু রাজ্যগুলির তরফে এর জন্য সময় চাওয়া হয়েছে ৷ লেবর মন্ত্রকের তরফে এই নিয়ম ১ অক্টোবর থেকে লাগু করা হতে পারে ৷

Published by:Dolon Chattopadhyay
First published:

Tags: Basic Salary, Central government