বেসরকারি সংস্থার কর্মীদের জন্য সুখবর! ১ অক্টোবর থেকে বেসিক স্যালারি ১৫০০০ থেকে বেড়ে ২১০০০ টাকা হতে পারে

Last Updated:

নয়া ড্রাফ্ট রুল অনুযায়ী, বেসিক স্যালারি মোট বেতনের ৫০ শতাংশ বা তার বেশি হত হবে ৷

#নয়াদিল্লি: কোটি কোটি কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছে মোদি সরকার ৷ সূত্রের খবর অনুযায়ী, ১ অক্টোবর থেকে কেন্দ্র সরকার লেবর কোডের (Labour Code Rules) নিয়ম লাগু করতে চলেছে ৷ মিডিয়া রিপোর্টস অনুযায়ী, সরকার ১ জুলাই থেকে লেবর কোডের নিয়ম জারি করতে চেয়েছিল কেন্দ্র সরকার ৷ কিন্তু রাজ্য সরকারগুলি প্রস্তুত না থাকায় ১ অক্টোবর থেকে নিয়ম লাগু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ নিয়ম লাগু করা হলে কর্মচারীদের বেসিক স্যালারি ১৫০০০ টাকা থেকে বেড়ে ২১০০০ টাকা হতে পারে ৷
লেবর কোডের নিয়ম নিয়ে লেবর ইউনিয়নের তরফে দাবি করা হয় কর্মীদের বেসিক স্যালারি ১৫০০০ টাকা থেকে বাড়িয়ে ২১০০০ টাকা করা হোক ৷ এর জেরে অনেকটাই বাড়তে চলেছে কর্মীদের বেতন ৷ নয়া ড্রাফ্ট রুল অনুযায়ী, বেসিক স্যালারি মোট বেতনের ৫০ শতাংশ বা তার বেশি হত হবে ৷ বেশিরভাগ কর্মীদের স্যালারি স্ট্রাকচার বদলাতে চলেছে ৷ বেসিক স্যালারি বাড়লে পিএফ ও গ্র্যাচিউটির জন্য যে বেশি টাকা কাটা হয় ৷ ফলে আপনার টেক হোম স্যালারি কমে যাবে তবে রিটায়েরমেন্টের পর যে পিএফ ও গ্র্যাচিউটি মিলবে সেটা বেড়ে যাবে ৷
advertisement
লেবর মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সরকার লেবর কোড নিয়ম ১ জুলাই থেকে নোটিফাই করতে চাই ৷ কিন্তু রাজ্যগুলির তরফে এর জন্য সময় চাওয়া হয়েছে ৷ লেবর মন্ত্রকের তরফে এই নিয়ম ১ অক্টোবর থেকে লাগু করা হতে পারে ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
বেসরকারি সংস্থার কর্মীদের জন্য সুখবর! ১ অক্টোবর থেকে বেসিক স্যালারি ১৫০০০ থেকে বেড়ে ২১০০০ টাকা হতে পারে
Next Article
advertisement
সঞ্জীব কুমারকে ভালবেসেছিলেন, কিন্তু বিয়ে হয়নি, নিয়তির আশ্চর্য সমাপতন, নায়কের মৃত্যুদিনেই শেষ নিশ্বাস ফেললেন আজীবনের প্রেমিকা সুলক্ষণা পণ্ডিত
সঞ্জীব কুমারকে ভালবেসেও বিয়ে হয়নি,নায়কের মৃত্যুদিনেই শেষ নিশ্বাস ফেললেন আজীবনের প্রেমিকা
  • সঞ্জীব কুমারকে ভালবেসেছিলেন, কিন্তু বিয়ে হয়নি

  • নিয়তির আশ্চর্য সমাপতন

  • নায়কের মৃত্যুদিনেই শেষ নিশ্বাস ফেললেন আজীবনের প্রেমিকা

VIEW MORE
advertisement
advertisement