Bank Holidays: আজ থেকে রবিবার পর্যন্ত বন্ধ থাকবে ব্যাঙ্ক, দেখে নিন ছুটির পুরো লিস্ট

Last Updated:

ব্যাঙ্কে যাওয়ার আগে অবশ্যই ছুটির লিস্ট (Bank Holidays in September 2021) দেখে নিন ৷

#নয়াদিল্লি: লকডাউনের পর থেকেই সাধারণের মধ্যে ডিজিটাল লেনদেনের প্রবনতা বেড়েছে ৷ অ্যাকাউন্ট খোলা থেকে কেওয়াইসি জমা, এখন ব্যাঙ্কের বেশির ভাগ কাজই নেট বা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমেই করা যায় ৷ কিন্তু তা সত্ত্বেও বেশ কিছু কাজ রয়েছে যা ব্যাঙ্কের শাখায় গিয়ে করতে হয় ৷ আপনার যদি এরকম কোনও ব্যাঙ্কের কাজ থাকে তাহলে এখন বেশ কয়েকদিন অপেক্ষা করতে হবে ৷ ৮ সেপ্টেম্বর অর্থাৎ বুধবার থেকে লাগাতার ৫দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে ৷ বিভিন্ন শহরের উৎসব ও গুরুত্বপূর্ণ দিন উপলক্ষ্যে আলাদা আলাদা দিন বন্ধ থাকে ব্যাঙ্ক ৷ প্রতি মাসে রিজার্ভ ব্যাঙ্কের তরফে ব্যাঙ্কের ছুটির লিস্ট জারি করা হয়ে থাকে ৷ ফলে ব্যাঙ্কে যাওয়ার আগে অবশ্যই ছুটির লিস্ট (Bank Holidays in September 2021) দেখে নিন ৷
ছুটির লিস্ট অনুযায়ী, আগামী ৫দিন বিভিন্ন শহরে ব্যাঙ্কের কাজকর্ম বন্ধ থাকবে ৷ ব্যাঙ্কের শাখা বন্ধ থাকলেও এটিএম ও অনলাইন ব্যাঙ্কিং পরিষেবা জারি থাকবে ৷
৮ সেপ্টেম্বর বন্ধ থাকবে ব্যাঙ্ক (Bank holiday on 8 September 2021)
advertisement
৮ সেপ্টেম্বর- শ্রীমন্ত শঙ্করদেবা তিথিএই উৎসবের জেরে গুয়াহাটিতে ব্যাঙ্কের কোনও কাজ হবে না
advertisement
৯ সেপ্টেম্বর বন্ধ থাকবে ব্যাঙ্ক (Bank holiday on 9 September 2021)৯ সেপ্টেম্বর -তীজ হরিতালিকাহরিতালিকা তীজ ও ইন্দ্রযাত্রা উপলক্ষ্যে গ্যাংটকে ৯ ও ১০ সেপ্টেম্বর ব্যাঙ্কের কাজকর্ম বন্ধ থাকবে
১০ সেপ্টেম্বর বন্ধ থাকবে ব্যাঙ্ক (Bank holiday on 10 September 2021) ১০ সেপ্টেম্বর ২০২১- গণেশ চতুর্থীগণেশ চতুর্থী উপলক্ষ্যে ব্যাঙ্কের কাজ বন্ধ থাকবে ৷ এদিন বেলাপুর, বেঙ্গালুরু, ভুবনেশ্বর, চেন্নাই, হায়দরাবাদ, মুম্বই, নাগপুর ও পানাজিতে বন্ধ থাকবে ব্যাঙ্ক
advertisement
১১. সেপ্টেম্বর বন্ধ থাকবে ব্যাঙ্ক (Bank holiday on 11 September 2021)১১ সেপ্টেম্বর ২০২১- মাসের দ্বিতীয় শনিবার ও গণেশ চতুর্থীর দ্বিতীয় দিনমাসের দ্বিতীয় শনিবার হওয়ায় বন্ধ থাকবে ব্যাঙ্ক ৷ এছাড়া গণেশ চতুর্থীর দ্বিতীয় দিন হওয়ায় পানাজিতে বন্ধ থাকবে ব্যাঙ্ক
১২ সেপ্টেম্বর বন্ধ থাকবে ব্যাঙ্ক (Bank holiday on 12 September 2021)১২ সেপ্টেম্বর রবিবার হওয়ায় বন্ধ থাকবে ব্যাঙ্ক
advertisement
রিজার্ভ ব্যাঙ্কের ওয়েবসাইটে দেওয়া ছুটির লিস্ট অনুযায়ী (Bank Holidays List September 2021), সেপ্টেম্বরে মোট ১২দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক ৷ এর মধ্যে সাপ্তাহিক ছুটি সামিল রয়েছে ৷ ব্যাঙ্ক হলিডে-র পুরো লিস্ট দেখার জন্য https://rbi.org.in/Scripts/HolidayMatrixDisplay.aspx লিঙ্কে ভিজিট করতে হবে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Bank Holidays: আজ থেকে রবিবার পর্যন্ত বন্ধ থাকবে ব্যাঙ্ক, দেখে নিন ছুটির পুরো লিস্ট
Next Article
advertisement
Birbhum News: তিন বছরের প্রেম, বিয়ে করলেন নমিতা-সুস্মিতা! ভিড় উপচে পড়ল দুবরাজপুরের শিব মন্দিরে
তিন বছরের প্রেম, বিয়ে করলেন নমিতা-সুস্মিতা! ভিড় উপচে পড়ল দুবরাজপুরের শিব মন্দিরে
  • সামাজিক মাধ্যমে শুরু হয়েছিল পরিচয়, তারপর গড়ে ওঠে গভীর প্রেম। সেই সম্পর্কের বাঁধন এবার রূপ নিল বিবাহে। বীরভূমের দুবরাজপুরে শিব মন্দিরে সাতপাক ঘুরে নয়, সিঁথিতে সিঁদুর পরিয়ে পরস্পরের জীবনসঙ্গী হলেন দুই মহিলা৷

VIEW MORE
advertisement
advertisement