টানা ৫ দিন বন্ধ ব্যাঙ্ক, গ্রাহকদের ভোগান্তির আশঙ্কা
Last Updated:
#কলকাতা: এই সপ্তাহে টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক পরিষেবা ৷ এর জেরে ভোগান্তির মুখে পড়তে হতে পারে গ্রাহকদের ৷ বুধবার থেকে রাজ্যে বন্ধ থাকবে ব্যাঙ্ক পরিষেবা ৷ বুধবার দোলযাত্রা, বৃহস্পতিবার হোলি, শুক্রবার গুড ফ্রাইডে উপলক্ষে ছুটি থাকবে ৷ শনিবার এই মাসের দ্বিতীয় শনিবার ৷ নিয়ম অনুযায়ী দ্বিতীয় ও চতুর্থ শনিবার ছুটি থাকে ব্যাঙ্ক কর্মীদের ৷ তাই এই শনিবারও বন্ধ ব্যাঙ্ক এবং পরে দিন রবিবার ৷ তাই ব্যাঙ্ক বন্ধ থাকবে টানা পাঁচ দিন ৷ এর ফলে এটিএমগুলিতে ও টাকা ভরা হবে না এই পাঁচদিন ৷ তাই টাকা তুলতে সমস্যায় পড়তে পারেন গ্রাহকরা বলে আশঙ্কা করা হচ্ছে ৷ তবে গ্রাহকরা যাতে কোনও অসুবিধার সম্মুখিন হতে না হয়, তার জন্য সমস্ত এটিএমগুলি পুরো ভর্তি রাখা হবে বলে আশ্বাস দিয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ ৷
#কলকাতা: এই সপ্তাহে টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক পরিষেবা ৷ এর জেরে ভোগান্তির মুখে পড়তে হতে পারে গ্রাহকদের ৷ বুধবার থেকে রাজ্যে বন্ধ থাকবে ব্যাঙ্ক পরিষেবা ৷ বুধবার দোলযাত্রা, বৃহস্পতিবার হোলি, শুক্রবার গুড ফ্রাইডে উপলক্ষে ছুটি থাকবে ৷ শনিবার ২৬ তারিখ মানে এই মাসের দ্বিতীয় শনিবার ৷ নিয়ম অনুযায়ী যে কোনও মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার ছুটি থাকে ব্যাঙ্ক কর্মীদের ৷ তাই এই শনিবারও বন্ধ ব্যাঙ্ক এবং পরে দিন রবিবার ৷ তাই ব্যাঙ্ক বন্ধ থাকবে টানা পাঁচ দিন ৷ এর ফলে এটিএমগুলিতেও টাকা ভরা হবে না এই পাঁচদিন ৷ তাই টাকা তুলতে সমস্যায় পড়তে পারেন গ্রাহকরা বলে আশঙ্কা করা হচ্ছে ৷ তবে গ্রাহকদের যাতে কোনও অসুবিধার সম্মুখিন হতে না হয়, তার জন্য সমস্ত এটিএমগুলি পুরো ভর্তি রাখা হবে বলে আশ্বাস দিয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 23, 2016 11:57 AM IST