বিক্রি হয়ে যেতে চলেছে আরও একটি ব্যাঙ্ক, দেখে নিন অ্যাকাউন্ট হোল্ডারদের কী হবে
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
উত্তরপ্রদেশ, দিল্লি, হরিয়ানা ও রাজস্থানেও রয়েছে ব্যাঙ্কের শাখা ৷
#কলকাতা: এবার বিক্রি হতে চলেছে আরও একটি ব্যাঙ্ক ৷ নৈনিতাল ব্যাঙ্কে নিজেদের পুরো অংশীদারিত্ব বিক্রি করতে চলেছে ব্যাঙ্ক অফ বরোদা ৷ ১২ ডিসেম্বর ব্যাঙ্ক অফ বরোদার বোর্ড বৈঠকে নৈনিতাল ব্যাঙ্কে অংশীদারিত্ব বিক্রি করার অনুমোদন দিয়ে দিয়েছে ৷ ১৯২২ সালে নৈনিতাল ব্যাঙ্ক শুরু করা হয়েছিল ৷ গোবিন্দ বল্লভ পন্থ ও নৈনিতালের বেশি কিছু সম্ভ্রান্তশালী ব্যক্তিরা মিলে এই ব্যাঙ্কটি শুরু করেছিল ৷ এর জেরে এই ব্যাঙ্কের বেশির ভাগ শাখা উত্তরাখণ্ডে অবস্থিত ৷ এছাড়া উত্তরপ্রদেশ, দিল্লি, হরিয়ানা ও রাজস্থানেও রয়েছে ব্যাঙ্কের শাখা ৷
নৈনিতাল ব্যাঙ্কের নেটওয়ার্ক -
নৈনিতাল ব্যাঙ্ক লিমিটেডের নেট ওয়ার্থ ৬০৭ কোটি টাকা ৷ ব্যাঙ্কের ১৬৬টি ব্রাঞ্চ রয়েছে ৷ ৫ রাজ্যে এই ব্যাঙ্কের পরিষেবা দিতে মোট ৯৪১ জন কর্মচারী রয়েছে ৷
advertisement
advertisement
এবার কী হতে চলেছে ৷
১২ ডিসেম্বর হওয়া বৈঠকে নৈনিতাল ব্যাঙ্ক বিক্রি করার অনুমোদন দিয়ে দিয়েছে ব্যাঙ্ক অফ বরোদা ৷ BOB তাদের পুরো অংশীদারিত্ব বিক্রি করতে চলেছে ৷ নৈনিতাল ব্যাঙ্কে ব্যাঙ্ক অফ বরোদার মোট ৯৮.৫৭ শতাংশ অংশীদারিত্ব রয়েছে ৷ এর জন্য ব্যাঙ্কের তরফে বিড চাওয়া হয়েছে ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 15, 2022 1:37 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
বিক্রি হয়ে যেতে চলেছে আরও একটি ব্যাঙ্ক, দেখে নিন অ্যাকাউন্ট হোল্ডারদের কী হবে