জরুরি খবর! বদলাতে চলেছে এই ব্যাঙ্কের IFSC Code...

Last Updated:

দু’বছর আগে ২০১৯ সালে ব্যাঙ্ক অফ বরোদার সঙ্গে বিজয়া ব্যাঙ্ক ও দেনা ব্যাঙ্কের সংযুক্তিকরণ করা হয়েছিল ৷

#নয়াদিল্লি: ব্যাঙ্ক অফ বরোদার গ্রাহকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর ৷ সম্প্রতি ব্যাঙ্কের তরফে নতুন আইএফএসসি কোড (New IFSC Code) জারি করে দেওয়া হয়েছে ৷ তবে চিন্তার কোনও কারণ নেই ৷ আপনি বাড়িতে বসেই নতুন আইএফএসসি কোড পেয়ে যাবেন ৷ ব্যাঙ্ক সংযুক্তিকরণের কারণে কোড বদল করা হয়েছে ৷ ব্যাঙ্ক মার্জ হওয়ার পরও বেশ কয়েকদিন ছাড় দেওয়া হয়েছিল পুরনো কোড ব্যবহারে ৷ তবে ১ জুলাই ২০২১ থেকে পুরনো IFSC Code কাজ করবে না ৷
দু’বছর আগে ২০১৯ সালে ব্যাঙ্ক অফ বরোদার সঙ্গে বিজয়া ব্যাঙ্ক ও দেনা ব্যাঙ্কের সংযুক্তিকরণ করা হয়েছিল ৷ এর জেরে আইএফএসসি কোডে বদল করা হয়েছে ৷ ৩০ জুনের পর দেনা ও বিজয়া ব্যাঙ্কের গ্রাহকদের IFSC Code কাজ করবে না ৷ দেখে নিন কীভাবে জানবে নতুন কোড কী -
>> গ্রাহকরা ব্যাঙ্কের শাখায় গিয়ে নয়া IFSC Code জানতে পারবেন
advertisement
advertisement
>> ব্যাঙ্কের তরফে পাঠানো চিঠি, এসএমএস-এর মাধ্যমে নয়া কোড জানতে পারবেন
>> এছাড়া 18002584455/18001024455 টোল ফ্রি নম্বরে ফোন করে নতুন কোড জানতে পারবেন
>> পাশাপাশি এসএমএস-এর মাধ্যমেও নতুন কোড জানতে পারবেন
এসএমএস-এ কীভাবে জানবেন - এসএমএস-এর জন্য নিজের রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে MIGR

advertisement
এছাড়া https://www.bankofbaroda.in/amalgamation-migration.htm লিঙ্কে ক্লিক করেও নতুন কোড জানতে পারবেন ৷
কী এই IFSC Code? IFSC ১১ ডিজিটের একটি কোড যা RBI (Reserve Bank Of India) এর তরফে সমস্ত ব্যাঙ্ককে দেওয়া হয় ৷ ১১ ক্যারেক্টরের এই কোড ইলেক্ট্রনিক পেমেন্টে ব্যবহার করা হয়ে থাকে ৷ এর প্রথম ৪টি লেটারের মাধ্যমে ব্যাঙ্কের নাম জানা যায় ৷ পঞ্চম নম্বর শূন্য হয় ৷ বাকি ৬টি ডিজিট ব্যাঙ্কের কোড হয় ৷ BOB আইএফএসসি কোড BARB দিয়ে শুরু হয় ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
জরুরি খবর! বদলাতে চলেছে এই ব্যাঙ্কের IFSC Code...
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement