Education Loan: সরকারি না কি বেসরকারি ব্যাঙ্ক? কোথা থেকে নেওয়া উচিত এডুকেশন লোন? জেনে নিন বিস্তারিত!
- Published by:Ankita Tripathi
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
কিন্তু কোথা থেকে লোন নিলে সুবিধা হবে, সেটা বুঝে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাহলে পদে পদে ঠকতে হবে।
সন্তানকে উচ্চশিক্ষা দিতে চায় সকল অভিভাবকই। কিন্তু খরচ যে হারে বাড়ছে, তাতে হিমশিম খাচ্ছে মধ্যবিত্ত মানুষ। আর বিদেশে পড়াশোনা করতে চাইলে তো কথাই নেই। এই সব ক্ষেত্রে এডুকেশন লোন বা শিক্ষা ঋণই একমাত্র ভরসা। কিন্তু কোথা থেকে লোন নিলে সুবিধা হবে, সেটা বুঝে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাহলে পদে পদে ঠকতে হবে। যেমন – পাবলিক সেক্টর ব্যাঙ্কগুলোতে সুদের হার কম। আবার বেসরকারি প্রতিষ্ঠানে সুযোগ-সুবিধা তো বেশিই, আর লোন পাওয়া যায়ও তাড়াতাড়ি।
বেশির ভাগ ব্যাঙ্কই নামী বিশ্ববিদ্যালয়ে দীর্ঘমেয়াদী প্রফেশনাল এবং টেকনিক্যাল কোর্সের জন্যে শিক্ষা ঋণ দিয়ে থাকে। কিন্তু সঙ্গীত, চারুকলা, রন্ধন সম্পর্কিত কোর্স করতে চাইলে সরকারি ব্যাঙ্ক থেকে ঋণ পেতে অসুবিধা হয়। এসএজি ইনফোটেকের এমডি অমিত গুপ্তা বলেছেন, বেসরকারি খাতের ব্যাঙ্ক এবং নন-ব্যাঙ্কিং ফিনান্স কোম্পানিগুলি (এনবিএফসি) এই ধরনের অফবিট কোর্সের জন্য ঋণ দেয়।মাইফান্ডবাজার-এর সিইও এবং প্রতিষ্ঠাতা বিনীত খান্দারে বলছেন, ‘পিএসইউ ব্যাঙ্কগুলিতে সুদের হার কম। কিন্তু খুব বেশি টাকা ঋণ মেলে না। অন্যদিকে বেসরকারি ব্যাঙ্কগুলিতে সুদের হার বেশি হলেও মোটা অঙ্কের টাকা ঋণ হিসেবে পাওয়া যায়’।
advertisement
advertisement
কম সুদের হার:
সরকারি খাতের ব্যাঙ্কগুলো সাধারণত বেসরকারি ব্যাঙ্কের তুলনায় কম সুদের হারে শিক্ষা ঋণ দেয়। যাইহোক, সুদের হার আর্থিক অবস্থা, ক্রেডিট স্কোর এবং প্রতিষ্ঠানের খ্যাতির মতো বিষয়গুলির উপর নির্ভর করে। ব্যাঙ্কগুলি একটি প্রসেসিং ফি-ও নিতে পারে, যা সাধারণত সরকারি ব্যাঙ্কগুলিতে কম হয়।
কোল্যাটেরাল রিকোয়্যারমেন্ট:
পাবলিক এবং বেসরকারি খাতের ঋণদাতাদের মধ্যে কোল্যাটেরাল রিকোয়্যারমেন্ট পরিবর্তিত হয়। পাবলিক সেক্টর ব্যাঙ্কগুলি প্রায়ই একটি নির্দিষ্ট পরিমাণের বেশি অঙ্কের ঋণের জন্য জামানত চায়। বেসরকারি ব্যাঙ্কগুলি কোনও রকম জামানত ছাড়াই মোটা অঙ্কের ঋণ দেয়। পাবলিক সেক্টর ব্যাঙ্কগুলিও মার্জিন মানি চাইতে পারে, বেসরকারি ব্যাঙ্কগুলি সাধারণত তা করে না।
advertisement
পাবলিক ব্যাঙ্কে সুদের হার:
এসবিআই-তে এডুকেশন লোনের সুদের হার শুরু হয় ৮.২ শতাংশ থেকে। ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে সুদের হার যথাক্রমে ৮.৮৫ এবং ৮.৫৫ শতাংশ থেকে শুরু।
advertisement
বেসরকারি ব্যাঙ্কে সুদের হার:
আইসিআইসিআই ব্যাঙ্কে ৯.৮৫ শতাংশ, এইচডিএফসি ব্যাঙ্কে ৯.৫৫ শতাংশ এবং অ্যাক্সিস ব্যাঙ্কে ১৩.৭ শতাংশ থেকে শুরু হচ্ছে এই সুদের হার।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 20, 2023 4:23 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Education Loan: সরকারি না কি বেসরকারি ব্যাঙ্ক? কোথা থেকে নেওয়া উচিত এডুকেশন লোন? জেনে নিন বিস্তারিত!