Bandhan Bank: নেট ইন্টারেস্ট ইনকাম বাড়ল ০.৬%, লাভ ও ক্ষতি মিলিয়েই বন্ধন ব্যাঙ্কের দ্বিতীয় ত্রৈমাসিকের ফলাফল

Last Updated:

Bandhan Bank Q2FY22 Results: বন্ধন ব্যাঙ্ক ৬ বছরের মধ্যেই ৫,৬১৮টি আউটলেট খুলতে সক্ষম হয়েছে এবং তাদের গ্রাহক সংখ্যা প্রায় ২.৪৩ কোটি।

Bandhan Bank, the universal bank with inclusive banking at its core, today announced its financial results for the second quarter of financial year 2021-22
Bandhan Bank, the universal bank with inclusive banking at its core, today announced its financial results for the second quarter of financial year 2021-22
#কলকাতা: বন্ধন ব্যাঙ্ক (Bandhan Bank) ঘোষণা করেছে ২০২১ সালে তাদের লাভ ও ক্ষতির পরিমাণ। সম্প্রতি তারা জানিয়েছে ২০২১-২২ আর্থিক বর্ষের দ্বিতীয় কোয়ার্টারে তাদের ব্যাঙ্ক কী পরিমাণ ব্যবসা করতে পেরেছে। ২০২১ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত তাদের ব্যবসার কিছুটা বৃদ্ধি হলেও কয়েকটি ক্ষেত্রে ব্যাঙ্ক লোকসানের মুখেও পড়েছে (Bandhan Bank Q2FY22 Results) ।
লাভ ও ক্ষতি দু'টো মিলিয়েই ২০২১-২২ আর্থিক বর্ষের দ্বিতীয় কোয়ার্টার বন্ধন ব্যাঙ্কের পক্ষে ভালোই কেটেছে। বন্ধন ব্যাঙ্কের এমডি ও সিইও চন্দ্রশেখর ঘোষ (Chandra Shekhar Ghosh) জানিয়েছেন, ‘‘আমরা সকল গ্রাহকের কাছে খুবই কৃতজ্ঞ, কারণ তাঁরা আমাদের ব্যাঙ্কের ওপর ভরসা করেছেন। তাঁদের নিয়মিত সাহায্যের জন্যই বন্ধন ব্যাঙ্ক আজ এই জায়গায় পৌঁছতে পেরেছে। সকল গ্রাহকের জন্যই বন্ধন ব্যাঙ্কের এই বৃদ্ধি সম্ভব হয়েছে।’’
advertisement
advertisement
বন্ধন ব্যাঙ্কের মোট ব্যবসার পরিমাণ প্রতি বছর ১৫ শতাংশ হারে বেড়ে চলেছে, ২০২১ সালের সেপ্টেম্বরের ৩০ তারিখ পর্যন্ত এর পরিমাণ প্রায় ১.৬৪ লক্ষ কোটি। বন্ধন ব্যাঙ্ক ৬ বছরের মধ্যেই ৫,৬১৮টি আউটলেট খুলতে সক্ষম হয়েছে এবং তাদের গ্রাহক সংখ্যা প্রায় ২.৪৩ কোটি। এছাড়াও বন্ধন ব্যাঙ্কে কাজ করেন প্রায় ৫২,৯৭৬ জন কর্মচারী।
advertisement
২০২১-২২ অর্থ বর্ষের দ্বিতীয় কোয়ার্টারে বন্ধন ব্যাঙ্কের বৃদ্ধির পরিমাণ-
- মোট ডিপোজিটের পরিমাণ ২৩.৯ শতাংশ বেড়েছে, যা প্রায় ৮১,৮৯৮.৩ কোটি টাকা।
- লোন বুক ও নেট ইন্টারেস্টের পরিমাণ বেড়েছে ৬.৬ শতাংশ, যা প্রায় ৮১,৬৬১.২ কোটি টাকা।
- কাসা (CASA) গ্রোথের পরিমাণ ৪৫ শতাংশ।
advertisement
- কাসা রেশিওর (CASA) পরিমাণ ৪৪.৬ শতাংশ।
- রিটেল শেয়ারের টোটাল ডিপোজিটের পরিমাণ বেড়েছে প্রায় ৮৪ শতাংশ।
২০২১ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত অর্থাৎ ২০২১-২২ অর্থ বর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে বন্ধন ব্যাঙ্কের ক্ষতির পরিমাণ প্রায় ৩,০০৮.৬ কোটি টাকা। বন্ধন ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে যে ২০২০ সালের সেপ্টেম্বর মাসে তারা প্রায় ৯২০ কোটি টাকার প্রফিট করেছিল। ২০২১-২২ আর্থিক বর্ষের দ্বিতীয় কোয়ার্টারে বন্ধন ব্যাঙ্কের সুদ বাবদ আয় এবং সুদ বাবদ খরচের পরিমাণ বেড়েছে প্রায় ০.৬ শতাংশ, যার আর্থিক অঙ্ক প্রায় ১,৯৩৪.৫ কোটি টাকা। বন্ধন ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে যে কোভিড মহামারীর কারণে এই অর্থ বর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে তাদের ব্যবসার কিছুটা ক্ষতি হয়েছে। আগের আর্থিক বর্ষের দ্বিতীয় কোয়ার্টারে তারা ব্যবসায় লাভ করলেও এই বছর তারা সেই পরিমাণ ব্যবসা করতে পারেনি।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Bandhan Bank: নেট ইন্টারেস্ট ইনকাম বাড়ল ০.৬%, লাভ ও ক্ষতি মিলিয়েই বন্ধন ব্যাঙ্কের দ্বিতীয় ত্রৈমাসিকের ফলাফল
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement