Bandhan Bank: চারটি রাজ্যে ১৮টি নতুন ব্রাঞ্চ উদ্বোধন বন্ধন ব্যাঙ্কের, মোট ব্রাঞ্চের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭৪৯
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Bandhan Bank opens 18 new branches across 4 states: ব্যাঙ্কের এমডি ও সিইও পার্থ প্রতিম সেনগুপ্ত, এক্সিকিউটিভ ডিরেক্টর ও চিফ বিজনেস অফিসার রাজিন্দর কুমার বব্বর, এক্সিকিউটিভ ডিরেক্টর ও চিফ অপারেটিং অফিসার রতন কুমার কেশ এবং ব্যাঙ্কের অন্যান্য সিনিয়র আধিকারিকদের উপস্থিতিতে সোমবার এই নতুন ব্রাঞ্চগুলির উদ্বোধন করা হয়।
কলকাতা: বন্ধন ব্যাঙ্ক সোমবার জানিয়েছে যে, তারা সারা দেশে চারটি রাজ্যে একসঙ্গে ১৮টি নতুন ব্রাঞ্চ খুলল। এর মধ্যে ঝাড়খণ্ডে ৭টি, অন্ধ্রপ্রদেশে ৫টি এবং বিহার ও ওড়িশায় ৩টি করে ব্রাঞ্চ খোলা হয়েছে। ব্যাঙ্কের এমডি ও সিইও পার্থ প্রতিম সেনগুপ্ত, এক্সিকিউটিভ ডিরেক্টর ও চিফ বিজনেস অফিসার রাজিন্দর কুমার বব্বর, এক্সিকিউটিভ ডিরেক্টর ও চিফ অপারেটিং অফিসার রতন কুমার কেশ এবং ব্যাঙ্কের অন্যান্য সিনিয়র আধিকারিকদের উপস্থিতিতে সোমবার এই নতুন ব্রাঞ্চগুলির উদ্বোধন করা হয়।
নতুন ব্রাঞ্চগুলি বিহারের পশ্চিম চম্পারন (চাঁপাটিয়া ব্রাঞ্চ), নওয়াদা (রাজৌলি ব্রাঞ্চ), এবং ঔরঙ্গাবাদ (নবীনগর ব্রাঞ্চ)-এ খোলা হয়েছে। ঝাড়খণ্ডে নতুন ব্রাঞ্চগুলি সারাইকেলা-খারসাওয়ান (চান্ডিল ব্রাঞ্চ), রাঁচি (মেসরা ব্রাঞ্চ, কানকে ব্রাঞ্চ), হাজারিবাগ (বার্কাগাঁও ব্রাঞ্চ), গিরিডিহ (বাগোদার ব্রাঞ্চ, ধনওয়ার ব্রাঞ্চ), এবং বোকারো (গুমিয়া ব্রাঞ্চ)-তে খোলা হয়েছে। অন্ধ্রপ্রদেশে নতুন ব্রাঞ্চগুলি শ্রীকাকুলাম (নারাসান্নাপেটা ব্রাঞ্চ, টেক্কালি ব্রাঞ্চ), কাকিনাড়া (পেদ্দাপুরাম ব্রাঞ্চ), পূর্ব গোদাবরী (দেবরাপল্লে ব্রাঞ্চ), এবং ডঃ বি.আর. আমেদ জেলা (রামচন্দ্রপুরমে ব্রাঞ্চ)-এ খোলা হয়েছে। ওড়িশায় নতুন ব্রাঞ্চগুলি খোলা হয়েছে কন্ধমাল (বালিগুড়া ব্রাঞ্চ), বরগড় (বরপালি ব্রাঞ্চ), এবং বালাঙ্গির (কান্তাবাঞ্জি ব্রাঞ্চ)-এ।
advertisement
advertisement
সব নতুন ব্রাঞ্চগুলি রাজ্যের আধা-শহর এবং গ্রামাঞ্চলের মানুষকে পরিষেবা দেবে। ব্রাঞ্চ নেটওয়ার্কের এই সম্প্রসারণ, দেশের নানা প্রান্তে ব্যাঙ্কের উপস্থিতি আরও শক্তিশালী করার এবং ব্যাঙ্কের ব্যবসায়িক বৈচিত্র্য আনার কৌশলগত অঙ্গীকারেরই অংশ। দেশের বিভিন্ন জায়গায় পা বাড়িয়ে, ব্যাঙ্ক আধুনিক ও সুবিধাজনক ব্যাঙ্কিং পরিষেবা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে পারছে। এই ১৮টি নতুন শাখা চালুর ফলে সারা দেশে বন্ধন ব্যাঙ্কের মোট ব্রাঞ্চের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭৪৯। এখন দেশের ৬৩০০-র বেশি ব্যাঙ্কিং আউটলেটের শক্তিশালী নেটওয়ার্কের মাধ্যমে বন্ধন ব্যাঙ্ক তার গ্রাহকদের পরিষেবা দিচ্ছে।
advertisement
এই উপলক্ষে বন্ধন ব্যাঙ্কের এমডি ও সিইও পার্থ প্রতিম সেনগুপ্ত বলেন, ‘‘আমরা সবসময় গ্রাহকদের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উন্নত পরিষেবা দেওয়ার দিকে মনোযোগী। এই লক্ষ্যে, আমরা চারটি রাজ্যে একসঙ্গে ১৮টি নতুন ব্রাঞ্চ চালু করতে পেরে অত্যন্ত আনন্দিত। এর ফলে আমাদের নেটওয়ার্ক আরও মজবুত হবে এবং আমরা আরও দক্ষতার সঙ্গে গ্রাহকদের পরিষেবা দিতে পারব। সারা দেশে আমাদের সম্প্রসারণের সাথে, আমরা স্থিতিশীল বৃদ্ধি এবং গ্রাহকদের বদলে যাওয়া চাহিদা অনুযায়ী উদ্ভাবনী ও নমনীয় সমাধান প্রদান করার প্রতি মনোযোগী।’’ বন্ধন ব্যাঙ্ক বর্তমানে দেশের ৩৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে ৩৫টিতেই উপস্থিত রয়েছে।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 23, 2025 6:28 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Bandhan Bank: চারটি রাজ্যে ১৮টি নতুন ব্রাঞ্চ উদ্বোধন বন্ধন ব্যাঙ্কের, মোট ব্রাঞ্চের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭৪৯