Bandhan Bank: বন্ধন ব্যাঙ্ক প্রিমিয়াম গ্রাহকদের জন্য চালু করল এলিট প্লাস সেভিংস অ্যাকাউন্ট, এতে কী কী সুবিধা মিলবে?

Last Updated:

Bandhan Bank Launches Elite Plus Savings Account : এই নতুন সেভিংস অ্যাকাউন্টের মাধ্যমে গ্রাহকরা একটি প্রিমিয়াম ‘এলিট প্লাস ডেবিট কার্ড’-সহ একাধিক এক্সক্লুসিভ লাইফস্টাইল বেনিফিট পাবেন।

বন্ধন ব্যাঙ্ক প্রিমিয়াম গ্রাহকদের জন্য চালু করল এলিট প্লাস সেভিংস অ্যাকাউন্ট
বন্ধন ব্যাঙ্ক প্রিমিয়াম গ্রাহকদের জন্য চালু করল এলিট প্লাস সেভিংস অ্যাকাউন্ট
কলকাতা: সর্বভারতীয় সর্বজনীন ব্যাঙ্ক হিসেবে বন্ধন ব্যাঙ্ক সম্প্রতি তাদের প্রিমিয়াম গ্রাহকদের উন্নততর ও প্রিমিয়াম ব্যাঙ্কিং পরিষেবা প্রদানের উদ্দেশ্যে ‘এলিট প্লাস সেভিংস অ্যাকাউন্ট’ চালু করল। এই নতুন সেভিংস অ্যাকাউন্টের মাধ্যমে গ্রাহকরা একটি প্রিমিয়াম ‘এলিট প্লাস ডেবিট কার্ড’-সহ একাধিক এক্সক্লুসিভ লাইফস্টাইল বেনিফিট পাবেন।
এই নতুন প্রডাক্টটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন পার্থ প্রতিম সেনগুপ্ত, এমডি ও সিইও, বন্ধন ব্যাঙ্ক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাঙ্কের ইডি ও সিবিও রাজিন্দর কুমার বাব্বর এবং ইডি ও সিওও রতন কুমার কেশ। সৌরভ গঙ্গোপাধ্যায় এই ‘এলিট প্লাস সেভিংস অ্যাকাউন্ট’-এর প্রথম গ্রাহকদের মধ্যে একজন হন।
advertisement
advertisement
এলিট প্লাস অ্যাকাউন্টের মাধ্যমে গ্রাহকরা প্রতি মাসে আনলিমিটেড ফ্রি ডিপজিটের সুযোগ পাবেন। এর পাশাপাশি RTGS, NEFT এবং IMPS ট্রান্সঅ্যাকশনও করা যাবে সম্পূর্ণ বিনামূল্যে। এই অ্যাকাউন্টে রয়েছে আকর্ষণীয় রিওয়ার্ড পয়েন্ট, প্রতি ত্রৈমাসিকে দুইবার কমপ্লিমেন্টারি লাউঞ্জ অ্যাক্সেসের সুবিধা। গ্রাহকরা প্রতি মাসে ৭৫০ টাকা মূল্যের কমপ্লিমেন্টারি সিনেমার টিকিটও পাবেন এবং দেশের কিছু নির্বাচিত অভিজাত গলফ ক্লাবে গলফ ম্যাচ দেখতে যেতে পারবেন।
advertisement
এছাড়াও, এলিট প্লাস গ্রাহকদের জন্য থাকছে বিশেষ ভাউচার, মাইলস্টোন রিওয়ার্ড, এবং উন্নত ডেবিট কার্ড ইনসুরেন্স কাভারেজ—যার মধ্যে রয়েছে ১৫ লক্ষ টাকা পর্যন্ত পার্সোনাল অ্যাক্সিডেন্ট কভার এবং ৩ লক্ষ টাকা পর্যন্ত পারচেস প্রোটেকশন সুবিধা।
advertisement
বন্ধন ব্যাঙ্কের এমডি ও সিইও পার্থ প্রতিম সেনগুপ্ত জানান, ‘‘আমাদের প্রিমিয়াম গ্রাহকদের পরিবর্তিত চাহিদার কথা মাথায় রেখেই আমরা এলিট প্লাস সেভিংস অ্যাকাউন্ট চালু করেছি। বিলাসবহুল ভ্রমণের সুবিধা থেকে শুরু করে বিশেষ ইনসুরেন্স কাভারেজ—এই অ্যাকাউন্ট গ্রাহকদের জন্য এক উন্নত ও স্বতন্ত্র ব্যাঙ্কিং অভিজ্ঞতা প্রদান করবে।’’
এই উপলক্ষে ব্যাঙ্ক তাদের আগের বন্ধন এলিট সেভিংস অ্যাকাউন্টও নতুন ফিচার-সহ পুনরায় চালু করেছে, যা HNI গ্রাহকদের আরও উন্নত সুবিধা দিতে সক্ষম হবে।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Bandhan Bank: বন্ধন ব্যাঙ্ক প্রিমিয়াম গ্রাহকদের জন্য চালু করল এলিট প্লাস সেভিংস অ্যাকাউন্ট, এতে কী কী সুবিধা মিলবে?
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement