Auto Expo 2023: নতুন দুটি গাড়ি প্রকাশ মারুতির, জেনে নিন কী কী চমক থাকছে
- Published by:Suvam Mukherjee
Last Updated:
Auto Expo 2023: অনেকদিন ধরেই এই গাড়ি সম্পর্কে বিভিন্ন তথ্য সামনে আসতে শুরু করেছিল।
#নয়া দিল্লি: অটো এক্সপোর দ্বিতীয় দিনে মারুতি দুটি গাড়ি প্রকাশ করেছে। এর মধ্যে রয়েছে ৫ দরজা বিশিষ্ট গাড়ি Jimny। অনেকদিন ধরেই এই গাড়ি সম্পর্কে বিভিন্ন তথ্য সামনে আসতে শুরু করেছিল। ইতিমধ্যে জিমনির বুকিংও শুরু হয়েছে। বলা হচ্ছে যে, জিমনি সরাসরি প্রতিদ্বন্দ্বিতা ফেলবে মাহিন্দ্রা থার সিরিজের গাড়িটিকে। জিমনির ৪ হুইল ড্রাইভ এবং ৫ দরজা বিশিষ্ট এই গাড়ির সংস্করণ ভারতে আনা হয়েছে।
জিমনির দৈর্ঘ্য ৩,৯৮৫ মিমি এবং একটি হুইলবেস ২,৫৯০ মিমি। জিমনি ৫-দরজার হুইলবেস ৩-দরজা মডেলের চেয়ে ৩৪০ মিমি লম্বা। এর প্রস্থ ১,৬৪৫ মিমি এবং উচ্চতা ১,৭২০ মিমি। এই অত্যাধুনিক গাড়িটি ২০২৩ সালের মাঝামাঝি সময়ে পুরোদমে চালু হতে পারে। এর দাম ১২ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে।
জিমনি ৫-দরজা বিশিষ্ট গাড়ির বেশিরভাগ ফিচারগুলি এর ৩-দরজা গাড়ির মডেলের মতোই থাকে। এর সঙ্গে রয়েছে ৯ ইঞ্চি ট্রাচস্ক্রিন। আপাতত ৭টি রংয়ের জিমনি গাড়ি রাখা হবে বাজারে।
advertisement
advertisement
অন্যদিকে, মারুতির Fronx-এর বুকিং শুরু হয়েছে। এতে একটি স্প্লিট হেডল্যাম্প সেট-আপ রয়েছে। ১৭-ইঞ্চি চাকা। এর দৈর্ঘ্য ৩,৯৯৫ মিমি, উচ্চতায় ১,৫৫০ মিমি এবং প্রস্থে ১,৭৬৫ মিমি। এই গাড়ি ঘিরেও উৎসাহ তুঙ্গে রয়েছে।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 12, 2023 12:27 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Auto Expo 2023: নতুন দুটি গাড়ি প্রকাশ মারুতির, জেনে নিন কী কী চমক থাকছে