১ জুলাই থেকে বদলাতে চলেছে এই সরকারি স্কিমের নিয়ম, প্রভাবিত হবেন কোটি কোটি গ্রাহক

Last Updated:

ই-মেলের মাধ্যমে স্কিমের সাবস্ক্রাইবারদের PFRDA এর তরফে জানানো হয়েছিল যে জুলাই থেকে অটো ডেবিট ফের শুরু করে দেওয়া হবে ৷

#নয়াদিল্লি: কেন্দ্র সরকারের পেনশন স্কিম অটল পেনশন যোজনায় অটো ডেবিটের উপর দেওয়া ছাড়ের মেয়াদ শেষ হতে চলেছে ৩০ জুন ৷ এরপর ১ জুলাই থেকে এই যোজনায় ফের একবার অ্যাকাউন্ট থেকে অটো ডেবিট চালু করে দেওয়া হবে ৷ এর জন্য ১১ এপ্রিল পেনশন ফান্ড রেগুলেটারি অ্যান্ড ডেভেলপমন্ট অথোরিটি (PFRDA) ব্যাঙ্কগুলিকে নির্দেশ দিয়েছিল APY এর জন্য অটো ডেবিট ৩০ জুন পর্যন্ত আটকে রাখতে। ই-মেলের মাধ্যমে স্কিমের সাবস্ক্রাইবারদের PFRDA এর তরফে জানানো হয়েছিল, জুলাই থেকে অটো ডেবিট ফের শুরু করে দেওয়া হবে ৷
PFRDA এর তরফে জানানো হয়েছে, এই স্কিমে বেশির ভাগ সাবস্ক্রাইবাররা সমাজের আর্থিক ভাবে পিছিয়ে পড়া মানুষ। লকডাউনে তাঁদের আর্থিক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। PFRDA এর তরফে সাবস্ক্রাইবারদের এও জানানো হয়, ৩০ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত যদি কারও পেনশন স্কিম অ্যাকাউন্ট রেগুলারাইজড না হয়ে থাকে তাহলেও তাঁদের থেকে কোনও পেনাল্টি নেওয়া হবে না ৷
advertisement
সাধারণত কেউ এই স্কিমে দেরি করে টাকা জমা দিলে তাঁদের থেকে পেনাল্টি নেওয়া হয়ে থাকে ৷ অটল পেনশন যোজনার ওয়েবসাইট অনুযায়ী, যে হিসেবে পেনাল্টি নেওয়া হয় তা হল--
advertisement
১০০ টাকা প্রতি মাসের যোগদানে ১ টাকা পেনাল্টি
১০১ টাকা থেকে ৫০০ টাকা প্রতি মাসের ক্ষেত্রে ২ টাকা পেনাল্টি
৫০১ থেকে ১০০০ টাকা প্রতি মাসের যোগদানে ৫ টাকার পেনাল্টি
advertisement
১০০১ টাকার বেশি যোগদানে প্রতি মাসে পেনাল্টি ১০ টাকা
অটল পেনশন যোজনা একটি সোশ্যাল সিকিওরিটি স্কিম ৷ এই যোজনায় অসংগঠিত সেক্টরে যাঁরা কাজ করেন তারা ১ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত পেনশন পাবেন প্রতি মাসে ৷ ১৮ থেকে ৪০ বছরের যে কোনও ব্যক্তি অটল পেনশন অ্যাকাউন্ট খুলতে পারবেন ৷
advertisement
অসংগঠিত সেক্টরে কাজ করেন ২৫ বছরের ব্যক্তিকে এই যোজনায় প্রতি মাসে ৩৭৬ টাকা ইনভেস্ট করতে হবে ৷ ২৫ বছর থেকে ইনভেস্ট করা শুরু করলে ৬০ বছর বয়সে গিয়ে ৫০০০ টাকা পেনশন পাবেন ৷ ইনকাম ট্যাক্স অ্যাক্টের সেকশন 80C অনুযায়ী ট্যাক্স ছাড়ও মিলবে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
১ জুলাই থেকে বদলাতে চলেছে এই সরকারি স্কিমের নিয়ম, প্রভাবিত হবেন কোটি কোটি গ্রাহক
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement