ITR File: আইটিআর ফাইলের শেষ দিন পড়েছে রবিবার! ব্যাঙ্ক তো বন্ধ থাকবেই, ভুগতে হতে পারে আরও সমস্যায়; সচেতন হন এখনই!

Last Updated:

ITR File: শেষ দিনের অপেক্ষা না করে সবথেকে ভালো হল আগেই ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দেওয়া।

#কলকাতা: আয়কর বিভাগ আর্থিক বর্ষ ২০২১-২২-এর আয়কর রিটার্ন জমা দেওয়ার জন্য এক নাগাড়ে আবেদন করে চলেছে। বিত্ত সচিবও এইবার আয়কর রিটার্ন জমা দেওয়ার তারিখ না বাড়ানোর সংকেত দিয়েছেন। তিনি জানিয়েছেন যে শেষ দিন অর্থাৎ ৩১ জুলাই প্রায় এক কোটি করদাতা নিজেদের ইনকাম ট্যাক্স রিটার্ন দাখিল করতে পারেন।
ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করার শেষ তারিখ ৩১ শে জুলাই। কিন্তু এবার সেটি পড়ছে রবিবার অর্থাৎ সেই দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। এর জন্য লাখ লাখ করদাতা বিপদের মধ্যে পড়তে পারেন। অনেকেই ভাবেন রবিবার ছুটির দিন হওয়ায় ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দেওয়া সম্ভব কি না। কিন্তু এখন আয়কর বিভাগ আয়কর রিটার্ন জমা দেওয়ার সুবিধা ২৪×7৭×৩৬৫ দিন দিয়ে থাকে। কিন্তু শেষ দিনের অপেক্ষা না করে সবথেকে ভালো হল আগেই ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দেওয়া।
advertisement
advertisement
আগে বিভিন্ন সমস্যা দেখা দিত -
আয়কর বিশেষজ্ঞরা জানিয়েছেন যে এখন আয়কর রিটার্ন দাখিল করার পুরো প্রক্রিয়া অনলাইনে হয়। এর জন্য ছুটির দিনে ব্যাঙ্ক বন্ধ থাকলেও আয়কর রিটার্ন জমা করার ক্ষেত্রে এর কোনও প্রভাব পড়বে না। আগে ব্যাঙ্ক বন্ধ থাকলে তার প্রভাব ইনকাম ট্যাক্স রিটার্ন জমার ওপর পড়ত। কারণ আগে ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করার প্রক্রিয়া ম্যানুয়ালি পূরণ করা হত। এখন সবথেকে ভালো হলো আয়কর দাতাদের আয়কর রিটার্ন জমা করার জন্য শেষ সময় অপেক্ষা না করে আগে থেকেই ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করে দেওয়া। কারণ শেষ দিনে বিপুল সংখ্যায় জনগণ আয়কর রিটার্নের পোর্টালে ভিজিট করবে। এর ফলে সেটি স্লো হয়ে যেতে পারে।
advertisement
ব্যাঙ্ক বন্ধের প্রভাব -
অন্য একজন ট্যাক্স এক্সপার্ট জানিয়েছেন যে, ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করার ওপরে ছুটির কোনও প্রভাব সরাসরি পড়ে না। কিন্তু ব্যাঙ্ক বন্ধ থাকলে নেটব্যাঙ্কিং ততটা তেজ গতিতে চলে না, যতটা ব্যাঙ্ক খোলা থাকলে চলে। একই ভাবে আয়কর বিভাগের পোর্টাল খুব স্লো থাকতে পারে সেই দিন। এই কারণে সবথেকে ভালো হলো শেষ দিন পর্যন্ত আয়কর রিটার্ন জমা করার অপেক্ষা না করা। কারণ ৩১ জুলাইয়ের মধ্যে আয়কর রিটার্ন জমা না করলে প্রতিমাসে ১ শতাংশ হারে জরিমানা দিতে হবে।
advertisement
ব্যাঙ্কের ব্রাঞ্চে যেতে হবে -
যদি অনলাইন ব্যাঙ্কিংয়ের সুবিধা না থাকে তাহলে ট্যাক্সের টাকা জমা দেওয়ার জন্য ব্যাঙ্ক চালান জমা করতে হবে ব্যাঙ্কে গিয়ে। এছাড়াও ফর্ম ১৬-এর জন্য ব্যাঙ্কের শাখায় যেতে হবে। ফলে এই কাজ শেষ দিনে করতে চাইলে সমস্যায় পড়তে হবে। কারণ এবার জমা দেওয়ার শেষ দিন ব্যাঙ্ক বন্ধ। এর জন্য শেষ দিন পর্যন্ত অপেক্ষা না করে তাই এখনই ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দেওয়া উচিত।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
ITR File: আইটিআর ফাইলের শেষ দিন পড়েছে রবিবার! ব্যাঙ্ক তো বন্ধ থাকবেই, ভুগতে হতে পারে আরও সমস্যায়; সচেতন হন এখনই!
Next Article
advertisement
Lionel Messi Team India Jersey: ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
  • ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি

  • এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের

  • দুর্দান্ত অনুষ্ঠান

VIEW MORE
advertisement
advertisement