Agriculture News: সবজি চাষ ছেড়ে ফুল চাষে ব্যস্ত গোটা গ্রাম! হঠাৎ কী এমন হল?
- Published by:Dolon Chattopadhyay
- hyperlocal
- Reported by:Sujoy Ghosh
Last Updated:
Flower Cultivation: সবজি চাষে লাভ নেই তাই গ্রামের নব্বই শতাংশ মানুষ ফসলের জমি ছেড়ে ফুল চাষে ব্যস্ত!বাগান ভর্তি রংবেরঙের ফুল থেকেই আয় হচ্ছে লক্ষ লক্ষ টাকা
শিলিগুড়ি: যতদূর চোখ যায় ততদূর শুধু রংবেরঙের ফুল। সবজি চাষ ছেড়ে ফুল চাষে ঝোঁক বাড়ছে শিলিগুড়ির প্রত্যন্ত গ্রামের চাষিদের মধ্যে।বর্তমানে শিলিগুড়ির বাজার ছেয়েছে তাদের হাতে চাষ করা রংবেরঙের ফুলে, অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠতে শুরু করেছে এই ফুলবাগান। বর্তমানে গ্রামের ১০০ এরও বেশি চাষি এই ফুল চাষ করেই নিজের জীবনযাপন করছে।
সবজি চাষে লাভ মিলছে না সেই অর্থেই গ্রামের বেশিরভাগ চাষিরা এখন ফুল চাষে ব্যস্ত। কম খরচেই দারুন লাভ। শিলিগুড়ি মহকুমা রাঙাপানি রাধাজোত গ্রামে একসময় প্রায় প্রত্যেকেই চাষাবাদ করে জীবনযাপন করত। বর্তমানে সবজি ছেড়ে রংবেরঙের ফুল চাষে ব্যস্ত গ্রামের বহু মানুষ। বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগে সবজির ফলন কম আবার কখনও ফসল ভাল হলেও তার সঠিক দাম না মেলায় মাথায় হাত পড়ে চাষিদের। তাই বর্তমানে গ্রামের প্রায় আশি শতাংশ লোকের ভরসা এই ফুল চাষ ।
advertisement
advertisement
এই প্রসঙ্গে গ্রামের এক ফুল চাষি অশোক মজুমদার বলেন সবজি চাষের থেকে কম খরচায় এই ফুল চাষ করে ব্যবসায় লাভ ভাল হচ্ছে। এছাড়া সারা বছরই বাজারে ফুলের চাহিদা থাকে। নানান পুজো বিয়ে বাড়ি-সহ বিভিন্ন অনুষ্ঠানেও বর্তমানে ফুল ব্যবহার হওয়ায় বছরজুড়েই বাজারে ফুলের চাহিদা লক্ষ্য করা যায়। গ্রামের প্রায় বেশির ভাগ জমিতেই শুরু হয়েছে ফুল চাষ। রয়েছে হলুদ, লাল, কমলা রঙের গাঁদা ফুল, এছাড়া চাষ হচ্ছে ব্লসম। ফুল চাষের পর বাগান থেকে ফুলগুলি তুলে মালা গেঁথে তা বাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় এছাড়াও সরাসরি বাগান থেকেও খুচরো ফুল বিক্রি করা হয়।
advertisement
বর্তমানে শিলিগুড়ির বুকে এই জায়গা শুধু ব্যবসার ক্ষেত্রে নয় প্রকৃতি প্রেমিকদের কাছেও আদর্শ হয়ে উঠেছে। কেউ ছুটে যাচ্ছেন ফুল কিনতে আবার কেউ রংবেরঙের ফুলের মাঝে তুলছেন রিলস বা সেলফি। সব মিলিয়ে শহরের কোলাহল ছেড়ে চারিদিকে সবুজে ঘেরা প্রকৃতির মাঝে এই রংবেরঙের ফুল মন মুগ্ধ করবে আপনার।
advertisement
সুজয় ঘোষ
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 10, 2025 7:43 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Agriculture News: সবজি চাষ ছেড়ে ফুল চাষে ব্যস্ত গোটা গ্রাম! হঠাৎ কী এমন হল?