SBI Scheme: বড়লোক হতে চাইলে বিনিয়োগ করুন SBI-এর এই নিরাপদ স্কিমে, পেয়ে যেতে পারেন ২৪ লক্ষ টাকা ! কিন্তু কীভাবে?
- Published by:Dolon Chattopadhyay
- Written by:Trending Desk
Last Updated:
SBI Schemes: এটি এমন একটি বিনিয়োগের স্কিম, যা দীর্ঘমেয়াদি বিনিয়োগে সহায়ক।
নিজেদের ভবিষ্যৎ সুরক্ষিত রাখার জন্য সকলেরই নিয়মিত বিনিয়োগ করা আবশ্যক - সে বেতনভোগীই হোন কিংবা ব্যবসায়ীই হোন। অনেকেই বিনিয়োগের নিরাপদ মাধ্যমে হিসেবে ব্যাঙ্ক এফডি-কে বেছে নেন। কেউ কেউ আবার শেয়ার বাজার কিংবা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে থাকেন। তবে এক্ষেত্রে ঝুঁকি থাকে একটু বেশি। তবে রিটার্নও আসে বেশি।
advertisement
তবে ভারতের বিনিয়োগকারীদের মধ্যে সবথেকে ভরসাযোগ্য এবং নিরাপদ স্কিমগুলির মধ্যে অন্যতম হল পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা পিপিএফ। এটি এমন একটি বিনিয়োগের স্কিম, যা দীর্ঘমেয়াদি বিনিয়োগে সহায়ক। এমনকী পিপিএফ স্কিমে রিটার্নও বেশি পরিমাণে পাওয়া যায়। ফলে যাঁরা নিরাপদ বিকল্প খোঁজেন, তাঁদের জন্য পিপিএফ বিশেষ ভাবে জনপ্রিয়তা লাভ করেছে। দেশের বৃহত্তম সরকারি ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা এসবিআই-এ পিপিএফ অ্যাকাউন্ট খোলা যেতে পারে। দীর্ঘমেয়াদে বিনিয়োগ করার মাধ্যমে বিনিয়োগকারীরা নিজেদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে পারেন।
advertisement
advertisement
হিসাব অনুযায়ী, বিনিয়োগকারীকে এক বছরে ৯০ হাজার টাকা বিনিয়োগ করতে হবে। আর এটা ১৫ বছর পর্যন্ত চালিয়ে যেতে হবে। তাহলে মেয়াদপূর্তি পর্যন্ত বিনিয়োগকারীকে মোট জমা করতে হবে ১৩ লক্ষ ৫০ হাজার টাকা। কম্পাউন্ডিং বা চক্রবৃদ্ধির কারণে মেয়াদপূর্তিতে পাওয়া যাবে ২৪ লক্ষ ৪০ হাজার ৯২৬ টাকা। ফলে এটা স্পষ্ট যে, এর থেকে বিনিয়োগকারী লাভ হিসেবে পেয়ে যাবেন ১০ লক্ষ ৯০ হাজার ৯২৬ টাকা।