World's Biggest Curd Plant in Kolkata: বিনিয়োগ কয়েকশো কোটি, কলকাতার কাছে তৈরি হবে বিশ্বের সবথেকে বড় দই তৈরির কারখানা! বড় ঘোষণা আমূলের
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের দ্বিতীয় তথা শেষ দিনে এই ঘোষণা করেছে আমূল কর্তৃপক্ষ৷
কলকাতা: কলকাতার কাছেই ৬০০ কোটি টাকা বিনিয়োগ করে অত্যাধুনিক ডেয়ারি প্ল্যান্ট তৈরি করছে গুজরাত কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন বা আমূল৷ এই প্ল্যান্টের ভিতরেই বিশ্বের সর্ববৃহৎ দই উৎপাদনকারী কারখানাও তৈরি করা হবে৷
বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের দ্বিতীয় তথা শেষ দিনে এই ঘোষণা করেছে আমূল কর্তৃপক্ষ৷ সংস্থার এমডি জয়েন মেহতা নিজেই সংবাদসংস্থা পিটিআই-কে এ কথা জানিয়েছেন৷
advertisement
মেহতা জানান, ‘আমরা পশ্চিমবঙ্গে একটি ইন্টেগ্রেটেড ডেয়ারি প্ল্যান্ট তৈরি করব৷ এই কারখানার মধ্যেই বিশ্বের সর্ববৃহৎ দই উৎপাদনকারী প্ল্যান্ট থাকবে৷ যেখানে দৈনিক ১০ লক্ষ কেজি দই উৎপাদন করা সম্ভব হবে৷’
advertisement
তিনি জানিয়েছেন, ‘এই কারখানা গড়তে ৬০০ কোটি টাকা খরচ হবে৷ এই কারখানায় প্রতিদিন ১৫ লক্ষ লিটার দুধ প্রক্রিয়াকরণের ব্যবস্থা থাকবে৷ আমূলের ওই কর্তা জানান, কলকাতা এবং সংলগ্ন এলাকায় দইয়ের বিপুল চাহিদার কথা মাথায় রেখেই এই কারখানা তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ জানা গিয়েছে, হাওড়ার সাঁকরাইল ফুড পার্কে এই কারখানা গড়ে তোলা হবে৷ এই মুহূর্তে পশ্চিমবঙ্গে দৈনিক ১০ লক্ষ লিটার দুধ বিক্রি করে আমূল৷ টাটকা দুধ বিক্রির ক্ষেত্রে এ রাজ্যে এক নম্বরে রয়েছে তারা৷’
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 07, 2025 6:24 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
World's Biggest Curd Plant in Kolkata: বিনিয়োগ কয়েকশো কোটি, কলকাতার কাছে তৈরি হবে বিশ্বের সবথেকে বড় দই তৈরির কারখানা! বড় ঘোষণা আমূলের