Nadia News: পেঁয়াজের ফলন ভাল হলেও লাভের মুখ দেখছেন না কৃষকেরা
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
এক এক বিঘা পেঁয়াজ চাষ করতে খরচ হয় প্রায় ২৭ থেকে ৩০ হাজার টাকা। আর সেই পেঁয়াজ ফলন হওয়ার পর খরচের হাফ দামও পাচ্ছেন না বলে জানালেন তারা
নদিয়া: পেঁয়াজ কম বেশি আমরা অনেকেই খেয়ে থাকি। সবজি হিসেবে অথবা স্যালাড হিসেবে পেঁয়াজের গুরুত্ব অপরিসীম। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কমবেশি পেঁয়াজ চাষ করা হয়। এ বছর বৃষ্টিপাত কম হওয়ার কারণে পেঁয়াজের ফলন তুলনামূলকভাবে ভালই হয়েছে বলে জানা যায় কৃষকদের কাছ থেকে। তবে এই ভাল হওয়ার জেরেই চাষিদের হয়েছে আরেক বিপত্তি। অত্যাধিক ফলন হওয়ার পরে বেশিরভাগ চাষিরাই পেঁয়াজের সঠিক দাম পাচ্ছেন না বলে অভিযোগ করেন তারা।
নদীয়া জেলার কৃষ্ণগঞ্জ ব্লকের শাকদা গ্রামের এক পেঁয়াজ চাষি অম্লান সরকার আমাদেরকে জানান হিসেব অনুযায়ী এক এক বিঘা জমিতে ৫০ থেকে ৫২ বস্তা পেঁয়াজের ফলন হয়। প্রায় ৭০ থেকে ৭৫ মন পেঁয়াজের ফলন হয়। পেঁয়াজের ফলন ভাল হলেও দাম পাওয়া যাচ্ছে না সঠিক হারে। পাঁচ থেকে ছয় টাকা কিলো দরে পেঁয়াজ বিক্রি করলে সর্বমোট ৭০ মন পেঁয়াজ হলে ১৫ হাজার টাকার মতো মূল্য পাওয়া যাচ্ছে পেঁয়াজের। এক এক বিঘা পেঁয়াজ চাষ করতে খরচ হয় প্রায় ২৭ থেকে ৩০ হাজার টাকা। আর সেই পেঁয়াজ ফলন হওয়ার পর খরচের হাফ দামও পাচ্ছেন না বলে জানালেন তারা। এখনও পর্যন্ত পেঁয়াজের যেই দাম রয়েছে সেই হিসেবে প্রায় প্রতিটি চাষিরই ক্ষতির সম্ভাবনা রয়েছে।
advertisement
advertisement
যদি পেঁয়াজের দাম সরকার থেকে একটি নির্দিষ্ট হারে বেঁধে দেওয়া হয়। এবং সেই পেঁয়াজ যদি আন্তর্জাতিক বাজারে রফতানি করা সম্ভব হয় তবে কিছুটা সুরাহা মিলবে বলে জানালেন তারা। তবে তার আগে পর্যন্ত বর্তমানে পেঁয়াজের ফলন ভাল হলেও মহাবিপত্তিতে পড়েছেন জেলার সমস্ত পেঁয়াজ চাষিরা।
advertisement
Mainak Debnath
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 11, 2023 2:08 PM IST