Alipurduar News: কালো নুনিয়া ধান চাষে মজছে আলিপুরদুয়ারের কৃষকরা
- Published by:Rukmini Mazumder
- hyperlocal
- Reported by:Annanya Dey
Last Updated:
এবার আর শুধু রাজাভাতখাওয়া নয়, কালো নুনিয়া ধানের চাষ শুরু হয়েছে হ্যামিল্টনগঞ্জেও। খুশি এলাকার কৃষকরা। তবে ধানের বীজ রোপনের সময় বৃষ্টি হয়নি, ফলে ক্ষতির আশঙ্কায় কৃষকেরা
আলিপুরদুয়ার: এবার আর শুধু রাজাভাতখাওয়া নয়, কালো নুনিয়া ধানের চাষ শুরু হয়েছে হ্যামিল্টনগঞ্জেও। খুশি এলাকার কৃষকরা। তবে ধানের বীজ রোপনের সময় বৃষ্টি হয়নি, ফলে ক্ষতির আশঙ্কায় কৃষকেরা।
এতদিনের তীব্র রোদের তাপে আলিপুরদুয়ারজুড়ে কালো নুনিয়া ধানের চাষে ব্যাপক ক্ষতি হয়। বৃষ্টির অভাবে জমিতেই শুকিয়ে যায় ধানের চারা। মাথায় হাত পড়ে কৃষকদের। তবে বৃষ্টি শুরু হতেই মুখে হাসি কৃষকদের। গত কয়েক বছরে আলিপুরদুয়ারজুড়ে বেড়েছে ‘জি আই’ ট্যাগ পাওয়া এই কালো নুনিয়া ধানের চাষ। অন্যান্য ধানের তুলনায় বিঘা প্রতি উৎপাদন কম হলেও, আয় অনেকটাই বেশি।ফলে অন্যান্য ধানের তুলনায় জেলাজুড়ে বাড়ছে কালো নুনিয়া ধানের চাষ। কৃষকদের এই চাষে উৎসাহিত করতে কৃষি দফতরের তরফে কৃষিপ্রবন এলাকায় দেওয়া হয়েছে এই ধানের চারাও। তবে লাগাতার তীব্র রোদে চির ধরতে শুরু করে চাষের জমিতে, শুকিয়ে যায় জমিতে থাকা কালো নুনিয়া ধানের চারা। শীঘ্র বৃষ্টি না হলে এই ধান চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কা করেছিলেন কৃষকেরা।
advertisement
কৃষকদের কথায়, স্বাদ ও গন্ধে অতুলনীয় এই কালো নুনিয়া ধানের চাহিদা দিন দিন বাড়ছে। যেখানে অন্যান্য ধানের উৎপাদন এক বিঘায় ১০ থেকে ১২ মন, সেখানে এক বিঘায় কালো নুনিয়ার উৎপাদন ৬ মন। অন্যান্য ধান যেখানে এক মন বিক্রি হয় ৬০০ টাকা দরে, সেখানে কালো নুনিয়ার এক মনের দাম ২০০০ টাকা। ফলে অনেকটাই লাভজনক। ঘনশ্যাম ছেত্রী নামের এক কৃষক জানান, ” যে সময় বৃষ্টি হওয়ার প্রয়োজন ছিল, সে সময় বৃষ্টি হল না। ফলে ধান চাষে সমস্যা দেখা দিয়েছে।”
advertisement
advertisement
Annanya Dey
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 28, 2025 4:28 PM IST