Air New Zealand: বিশ্বের প্রথম ইকোনমি ক্লাস বাঙ্ক বেড! সস্তার বিমানযাত্রার অভিজ্ঞতা আমূল বদলে দিতে চলেছে এই সংস্থা

Last Updated:

World's First Economy Class Bunk Bed: ইকোনমি ক্লাসের যাত্রীদের বাজেটের কথা মাথায় রেখেই শুরু করছে ইকোনমি ক্লাস বাঙ্ক বেড। যাত্রীদের বিশ্বের প্রথম লেয়ার ফ্ল্যাট বেডের অফার দিচ্ছে এয়ার নিউজিল্যান্ড ৷

Photo Courtesy: Air New Zealand
Photo Courtesy: Air New Zealand
#ওয়েলিংটন: আমাদের মধ্যে অনেকেরই পছন্দের নির্দিষ্ট এয়ারলাইন থাকে। অনেক সময়ই স্বাচ্ছন্দ্যের কথা ভাবতে গিয়ে আমরা বাজেটের বাইরেও এয়ার টিকিট করিয়ে নিই। তবে এবার থেকে এয়ার নিউজিল্যান্ড ইকোনমি ক্লাসের যাত্রীদের বাজেটের কথা মাথায় রেখেই শুরু করছে ইকোনমি ক্লাস বাঙ্ক বেড। যাত্রীদের বিশ্বের প্রথম লেয়ার ফ্ল্যাট বেডের অফার দিচ্ছে এয়ার নিউজিল্যান্ড (Air New Zealand)।
আকাশপথে ভ্রমণ একসময় সত্যিই উপভোগ্য ছিল। কিন্তু বর্তমানে যাত্রী সংখ্যা বেড়ে যাওয়ায়, সিটের স্থান সংকোচন, জ্বালানি খরচের ধাক্কা সামলাতে খাবার থেকে শুরু করে লাগেজ চেকিং পর্যন্ত সব কিছুর জন্য চার্জ করছে এয়ারলাইন সংস্থাগুলি। অভিযোগ করলে উল্টে খরচ বৃদ্ধি বা প্রতিযোগিতার দোহাই দেয় বেশিরভাগ কোম্পানি।
advertisement
advertisement
এই পরিস্থিতিতে এয়ার নিউজিল্যান্ডের মতো এয়ারলাইন সংস্থা প্রথম যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে স্বল্প খরচে ওয়ার্ল্ড ক্লাস সার্ভিসের সুযোগ দিচ্ছে। এই বিমানসংস্থাটিতে আগামী ২০২৪ সালের মধ্যেই আটটি নতুন বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার সরবরাহ করা হবে। এই ড্রিমলাইনারগুলি বর্তমান ফ্লিটকে আপগ্রেড করে যাত্রীদের বিলাসবহুল ফ্লাইং এক্সপেরিয়েন্স দিতে বদ্ধপরিকর। এতে বিজনেস ক্লাসের সার্ভিসেও পরিবর্তন আসবে, যাত্রীদের প্রাইভেসির কথা মাথায় রেখে সিট অর্গানাইজ করা হবে, দু’প্রান্তে বসা দু’জন যাত্রী চাইলে একই ডাইনিং স্পেসও শেয়ার করতে পারবেন। শুধুমাত্র বিজনেস ক্লাস নয়, নতুন ফার্নিশিংয়ের সুবিধে পাবেন সাধারণ যাত্রীরাও।
advertisement
ইকোনমি সিট
ড্রিমলাইনার্সে সবচেয়ে সস্তা ফ্লাইং এক্সপেরিয়েন্স নিতে পারবেন সাধারণ যাত্রীরাও। আগের তুলনায় আরও বেশি স্পেস দেওয়া থেকে শুরু করে স্টোরেজ ক্যাপাসিটি বাড়ানো, সিটব্যাকের স্ক্রিনের আয়তন বাড়ানো, ব্লুটুথের মাধ্যমে ইন-ফ্লাইট এন্টারটেন সিস্টেমে ওয়্যারলেস হেডফোনের ব্যবহার সহ আরও নানা সুযোগ থাকছে যাত্রীদের জন্য।
advertisement
ইকোনমি স্কাইনেস্ট
এয়ার নিউজিল্যান্ডের ড্রিমলাইনার ফ্লিটে সবচেয়ে আপগ্রেডেড ফিচার নতুন ইকোনমি স্কাইনেস্ট অপশন। আমাদের বাড়ির সাধারণ বিছানার তুলনায় অনেকাংশেই ছোট হলেও আকাশপথে ভ্রমণের সময় যাত্রীদের বিশ্রামের জন্য এটি পর্যাপ্ত। বিশ্রামের জন্য সাধারণ বেডের পাশাপাশি যাত্রীরা বাঙ্ক বেডও নিতে পারেন। সঙ্গে থাকছে খাদ্য ও পানীয়ের সুবিধে। বিজনেস ক্লাসের মতো আলাদা বেড না থাকলেও এতে এমন ডিভাইডার ব্যবহার করা হবে যাতে পাশের শব্দ প্রতিরোধ করে যাত্রীরা নির্দ্বিধায় ঘুমোতে পারবেন। তবে আপাতত এয়ার নিউজিল্যান্ড প্রতিটি ফ্লাইটে ছ'টি ইকোনমি স্কাইনেস্ট স্লিপ পডে মাত্র একটি করে সেট অফার করছে।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Air New Zealand: বিশ্বের প্রথম ইকোনমি ক্লাস বাঙ্ক বেড! সস্তার বিমানযাত্রার অভিজ্ঞতা আমূল বদলে দিতে চলেছে এই সংস্থা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement