Air India Premium Economy: এবার লম্বা সফর হবে আরামের! যাত্রী-স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে এই রুটের উড়ানে প্রিমিয়াম ইকোনমি ক্লাস চালু করছে এয়ার ইন্ডিয়া

Last Updated:

Air India to introduce Premium Economy Class: সম্প্রতি এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে, আপাতত আমেরিকাগামী বাছাই করা কিছু উড়ানে আগামী ১৫ মে থেকে প্রিমিয়াম ইকনমি ক্লাস চালু করা হচ্ছে।

প্রিমিয়াম ইকনমি ক্লাস কেবিন চালু করছে এয়ার ইন্ডিয়া (File Photo)
প্রিমিয়াম ইকনমি ক্লাস কেবিন চালু করছে এয়ার ইন্ডিয়া (File Photo)
কলকাতা: যাঁরা ইউরোপ কিংবা মার্কিন মুলুকে যাতায়াত করেন, তাঁদের জন্য এবার বড়সড় সুখবর! দীর্ঘ সময়ব্যাপী এই সফরে আসলে যাত্রীরা আরামে বসে এতটা পথ পাড়ি দেওয়ার কথা ভেবে থাকেন। কিন্তু পকেটে টান পড়ার কথা ভেবে ইকোনমি ক্লাসেই ভ্রমণ করতে বাধ্য হন। তাই যাত্রীরা যাতে আরামে বসে লম্বা সফর করতে পারেন, সেই কথা ভেবেই মূলত এক দারুণ সিদ্ধান্ত নিয়েছে এয়ার ইন্ডিয়া। সম্প্রতি ওই বিমান সংস্থার পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে, আপাতত আমেরিকাগামী বাছাই করা কিছু উড়ানে আগামী ১৫ মে থেকে প্রিমিয়াম ইকনমি ক্লাস চালু করা হচ্ছে।
বলাই বাহুল্য যে, নতুন চালু হতে চলা এই পরিষেবার মাধ্যমে বহু যাত্রীরই সুবিধা হতে চলেছে। সেই সঙ্গে নতুন যাত্রীরাও এই আকর্ষণীয় পরিষেবার কারণে এয়ার ইন্ডিয়াকেই বেছে নেবেন বলে আশাবাদী সংস্থা। যদিও এই প্রিমিয়াম ইকোনমি ক্লাসের ভাড়া কত ? কিংবা কেমন হতে পারে, সেই বিষয়ে এখনও কিছু জানানো হয়নি এয়ার ইন্ডিয়ার তরফে।
advertisement
advertisement
তাহলে কোন কোন উড়ানে প্রিমিয়াম ইকোনমি ক্লাস থাকতে চলেছে? বিমান সংস্থা সূত্রে খবর, প্রাথমিক ভাবে বেঙ্গালুরু-সান ফ্রান্সিস্কো, মুম্বই-সান ফ্রান্সিস্কো এবং মুম্বই-নিউ ইয়র্ক রুটের বোয়িং ৭৭৭-২০০এলআর এয়ারক্র্যাফ্টে এই প্রিমিয়াম ইকোনমি ক্লাস চালু করা হবে। একটি বিবৃতি জারি করে এয়ার ইন্ডিয়া জানিয়েছে যে, এটাই প্রথম এবং একমাত্র ভারতীয় উড়ান, যেখানে চারটি কেবিন ক্লাস থাকতে চলেছে - ফার্স্ট, বিজনেস, প্রিমিয়াম ইকোনমি এবং ইকোনমি। অন্যান্য রুটেও ধীরে ধীরে প্রিমিয়াম ইকোনমি ক্লাস সিট চালু করা হবে বলেও আশ্বাস দিয়েছে তারা।
advertisement
Representative Image Representative Image
কিন্তু এখানে কী কী সুবিধা পাবেন যাত্রীরা? প্রিমিয়াম ইকোনমি ক্লাসের যাত্রীরা পেয়ে যাবেন নয়েস ক্যানসেলিং হেডফোন। এছাড়া যাত্রীদের প্রথমেই ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া হবে। এর পাশাপাশি যাত্রীরা মেন কোর্স থেকে তিন ধরনের খাবারও বেছে নিতে পারবেন। আর এই মেন কোর্সের সঙ্গে থাকবে একটা অ্যাপেটাইজার, মিষ্টি বা ডেজার্ট, অ্যালকোহলিক এবং নন-অ্যালকোহলিক পানীয়ও।
advertisement
এয়ার ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ একজিকিউটিভ ক্যাম্পবেল উইলসন বলেন, “এখনকার জন্য আমরা যাত্রীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে বাছাই করা কিছু উড়ানে প্রিমিয়াম ইকোনমি ক্লাস শুরু করতে চলেছি। খুব শীঘ্রই অন্য আরও রুটে এটা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।” তিনি আরও বলেন যে, “গোটা বিশ্বেই যাত্রীদের মধ্যে প্রিমিয়াম ইকোনমির জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে। কারণ আজকাল আকাশপথে ভ্রমণের ক্ষেত্রে উন্নত মানের সুযোগ-সুবিধা, আরাম-সহ সাশ্রয়ী বিকল্প বেছে নেওয়ার চাহিদা বাড়ছে যাত্রীদের মধ্যে।”
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Air India Premium Economy: এবার লম্বা সফর হবে আরামের! যাত্রী-স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে এই রুটের উড়ানে প্রিমিয়াম ইকোনমি ক্লাস চালু করছে এয়ার ইন্ডিয়া
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement