Lunar Eclipse 2023: মাত্র ১৫ দিনের ব্যবধানে ঘটতে চলেছে বছরের প্রথম সূর্য এবং চন্দ্র গ্রহণ! আর চন্দ্র গ্রহণের প্রভাবে ভাগ্য খুলতে চলেছে এই সব রাশির
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Surya and Chandra Grahan 2023 Date: ২০২৩ সালের প্রথম সূর্য গ্রহণটি হতে চলেছে এপ্রিল মাসেই। আর মে মাসে ঘটবে বছরের প্রথম চন্দ্র গ্রহণটি। মাত্র ১৫ দিনের ব্যবধানে এই দু’টি গ্রহণ হবে।
advertisement
advertisement
চন্দ্র গ্রহণের দিনক্ষণ: আগামী ৫ মে, ২০২৩ তারিখে হবে চন্দ্র গ্রহণ। ওই দিন রাত ৮টা ৪৫ মিনিট থেকে রাত ১টা পর্যন্ত থাকবে এই গ্রহণ। অর্থাৎ প্রায় ৪ ঘণ্টা ১৫ মিনিট ধরে এই চন্দ্রগ্রহণ চলবে। যেহেতু এই চন্দ্র গ্রহণ ভারত থেকে দৃশ্যমান হবে না, তাই এর সূতক কালও বৈধ হবে না। তবে এই চন্দ্র গ্রহণ কয়েকটি রাশির জাতক-জাতিকার উপর খুবই শুভ প্রভাব ফেলতে চলেছে। দেখে নেওয়া যাক, সেই বিষয়টাই। কোন কোন রাশির জন্য শুভ ফলদায়ী হতে চলেছে?
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
ধনু রাশি: চন্দ্রগ্রহণের ফলে ধনু রাশির জাতক-জাতিকারা কিছু সুখবর পেতে পারেন। এমনকী বড়সড় উপলব্ধি লাভও হতে পারে। এই সময় সম্পর্কের বাঁধন মজবুত হবে। এছাড়া পরিবারের সঙ্গে সুখে আর আনন্দে সময়টা কাটবে। (প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)