আকাশ-শ্লোকার বিয়ের আগে মুম্বইয়ে ধীরুভাই আম্বানি স্কোয়ারের উদ্বোধন নীতা আম্বানির

Last Updated:
#মু্ম্বই: মুম্বইয়ের বান্দ্রা কুর্লা কম্পলেক্সে ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলের ঠিক বিপরীতেই বুধবার ধীরুভাই আম্বানি স্কোয়ারের উদ্বোধন করলেন  রিলায়েন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান নীতা আম্বানি ৷ জিও ওয়ার্ল্ড সেন্টার, যা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে দেশের সবচেয়ে বড় এবং সেরা গ্লোবাল কনভেনশন ফেসিলিটি তৈরি করার একটা প্রজেক্ট, তারই একটা অংশ হল এই ধীরুভাই আম্বানি স্কোয়ার ৷
53739920_2102676219849817_8295343648455786496_n
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি এবং ছেলে আকাশ আম্বানিও ৷ নানারঙের ফাউন্টেন শো এবং জমকালো অনুষ্ঠানে মধ্যে দিয়েই উদ্বোধন হল ধীরুভাই আম্বানি স্কোয়ারের ৷ অনুষ্ঠানে নীতা আম্বানি বলেন, ‘‘ আজকের এই সন্ধে অত্যন্ত স্পেশ্যাল এবং গুরুত্বপূর্ণ ৷ এই সন্ধে শুধুমাত্র উৎসবের ৷ মুম্বইয়ের শিশুদের জন্যই আজকের এই অনুষ্ঠান ৷ এখানে আমরা একত্রিত হয়েছি একটা সুন্দর ও স্পেশ্যাল উপহার শহরবাসীকে দেওয়ার জন্যই ৷ ’’
advertisement
advertisement
অনুষ্ঠানে নীতা আম্বানি এদিন আরও বলেন, ‘‘ ধীরুভাই আম্বানি স্কোয়ার এবং জিও ওয়ার্ল্ড সেন্টার তৈরির লক্ষ্য হল বিশ্বের দরবারে ভারতের প্রতিষ্ঠা ৷’’ প্রায় ২০০০-এর বেশি দুঃস্থ শিশু উপস্থিত ছিল এদিনের অনুষ্ঠানে ৷ তাদের জন্য বিভিন্ন অনুষ্ঠানেরও আয়োজন করা হয় ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
আকাশ-শ্লোকার বিয়ের আগে মুম্বইয়ে ধীরুভাই আম্বানি স্কোয়ারের উদ্বোধন নীতা আম্বানির
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement