হোম /খবর /ব্যবসা-বাণিজ্য /
ওকালতি ছেড়ে চাষবাস! সঠিক সিদ্ধান্তে যুবক এখন কোটিপতি! উপায় জানলে আপনিও করবেন

ওকালতি ছেড়ে চাষবাস! সঠিক সিদ্ধান্তে যুবক এখন কোটিপতি! উপায় জানলে আপনিও করবেন

ওকালতি ছেড়ে চাষবাস! সঠিক সিদ্ধান্তে যুবক এখন কোটিপতি! উপায় জানলে আপনিও করবেন

ওকালতি ছেড়ে চাষবাস! সঠিক সিদ্ধান্তে যুবক এখন কোটিপতি! উপায় জানলে আপনিও করবেন

কৃষিকাজ করেও যে লাখ লাখ টাকা রোজগার করা যায় তা আবার প্রমাণ করলেন এই যুবক৷ কোটার ভগবত সিং এলএলবি নিয়ে পড়াশোনা করছেন৷ পেশায় তিনি একজন আইনজীবি ছিলেন

  • Share this:

কৃষিকাজ করেও যে লাখ লাখ টাকা রোজগার করা যায় তা আবার প্রমাণ করলেন এই যুবক৷ কোটার ভগবত সিং এলএলবি নিয়ে পড়াশোনা করছেন৷ পেশায় তিনি একজন আইনজীবি ছিলেন৷ বহুদিন ওকালতি করেওছেন৷ আইনচর্চা করতে করতেই তিনি কৃষিকাজ শুরু করেন৷

পরবর্তীকালে তিনি আইনজীবির পেশা ছেড়ে পাকাপাকি ভাবে কৃষিকাজকেই পেশা হিসেবে বেছে নেন৷ প্রথম দিকে অন্য কৃষকদের মতোই তিনিও ঐতিহ্যবাহী চাষবাস গুলিই করতেন৷ পরে তিনি হর্টিকালচার শুরু করেন৷ নতুন পদ্ধতিতে করা এই চাষের ফলেই বিপুল লাভের মুখ দেখতে শুরু করেন৷ আজ ভগবত সিংয়ের নাম কোটা জেলার প্রগতিশীল কৃষকদের মধ্যে উল্লেখ্যযোগ্য৷

কিন্তু ওকালতির মতো পেশা ছেড়ে চাষাবাদ কেন শুরু করলেন? এলএলবি পড়ার পর আরএএস অফিসার হতে চেয়েছিলেন ভাগবত৷ তবে, বর্তমানে তিনি একজন সফল কৃষক৷ আগে তিনি তার বাবার জমিতে চাষাবাদ করতেন৷ এখন আধুনিক পদ্ধতিতে চাষ করছেন৷ ঋতু অনুযায়ী আলাদা ধরণের সবজি চাষ করেন ভাগবত৷ পাশাপাশি বাগানও করেছেন তিনি৷

আরও পড়ুন: ভিনরাজ্যে ফুল রফতানি করে চমক শিলিগুড়ির ফুল ব্যবসায়ীর! আশার আলো দেখছেন কৃষকরা

চাষের সঙ্গে সঙ্গে পশুপালনও করছেন ভাগবত সিং৷ তার ২৫ একর জমিতে ড্রিপিং সিস্টেম বসিয়েছেন৷ পশুর গোবর থেকে জৈব সারও তৈরি হচ্ছে, যা ব্যবহার করা হচ্ছে কৃষিক্ষেত্রে৷ প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে আধুনিক কৃষক হিসাবে তাঁকে রাজ্য স্তরে সম্মানিতও করেছেন৷ ভগবন্ত সিং জানিয়েছেন যে, তিনি ফসল উদ্যানপালন এবং সবজি থেকে বছরে ২০ থেকে ২২ লক্ষ টাকা আয় করেন।

Published by:Ankita Tripathi
First published:

Tags: Agriculture and Farming, Farming News