ওকালতি ছেড়ে চাষবাস! সঠিক সিদ্ধান্তে যুবক এখন কোটিপতি! উপায় জানলে আপনিও করবেন
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
কৃষিকাজ করেও যে লাখ লাখ টাকা রোজগার করা যায় তা আবার প্রমাণ করলেন এই যুবক৷ কোটার ভগবত সিং এলএলবি নিয়ে পড়াশোনা করছেন৷ পেশায় তিনি একজন আইনজীবি ছিলেন
কৃষিকাজ করেও যে লাখ লাখ টাকা রোজগার করা যায় তা আবার প্রমাণ করলেন এই যুবক৷ কোটার ভগবত সিং এলএলবি নিয়ে পড়াশোনা করছেন৷ পেশায় তিনি একজন আইনজীবি ছিলেন৷ বহুদিন ওকালতি করেওছেন৷ আইনচর্চা করতে করতেই তিনি কৃষিকাজ শুরু করেন৷
পরবর্তীকালে তিনি আইনজীবির পেশা ছেড়ে পাকাপাকি ভাবে কৃষিকাজকেই পেশা হিসেবে বেছে নেন৷ প্রথম দিকে অন্য কৃষকদের মতোই তিনিও ঐতিহ্যবাহী চাষবাস গুলিই করতেন৷ পরে তিনি হর্টিকালচার শুরু করেন৷ নতুন পদ্ধতিতে করা এই চাষের ফলেই বিপুল লাভের মুখ দেখতে শুরু করেন৷ আজ ভগবত সিংয়ের নাম কোটা জেলার প্রগতিশীল কৃষকদের মধ্যে উল্লেখ্যযোগ্য৷
advertisement
advertisement
কিন্তু ওকালতির মতো পেশা ছেড়ে চাষাবাদ কেন শুরু করলেন? এলএলবি পড়ার পর আরএএস অফিসার হতে চেয়েছিলেন ভাগবত৷ তবে, বর্তমানে তিনি একজন সফল কৃষক৷ আগে তিনি তার বাবার জমিতে চাষাবাদ করতেন৷ এখন আধুনিক পদ্ধতিতে চাষ করছেন৷ ঋতু অনুযায়ী আলাদা ধরণের সবজি চাষ করেন ভাগবত৷ পাশাপাশি বাগানও করেছেন তিনি৷
advertisement
চাষের সঙ্গে সঙ্গে পশুপালনও করছেন ভাগবত সিং৷ তার ২৫ একর জমিতে ড্রিপিং সিস্টেম বসিয়েছেন৷ পশুর গোবর থেকে জৈব সারও তৈরি হচ্ছে, যা ব্যবহার করা হচ্ছে কৃষিক্ষেত্রে৷ প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে আধুনিক কৃষক হিসাবে তাঁকে রাজ্য স্তরে সম্মানিতও করেছেন৷ ভগবন্ত সিং জানিয়েছেন যে, তিনি ফসল উদ্যানপালন এবং সবজি থেকে বছরে ২০ থেকে ২২ লক্ষ টাকা আয় করেন।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 17, 2023 8:18 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
ওকালতি ছেড়ে চাষবাস! সঠিক সিদ্ধান্তে যুবক এখন কোটিপতি! উপায় জানলে আপনিও করবেন