Birbhum News: ১ কেজি আমের দাম ৩ লক্ষ টাকা! বাংলার ‘এই রাজ্যে’ ফলেছে বিশ্বের সবচেয়ে দামী আম

Last Updated:

কেজি প্রতি আমের দাম প্রায় তিন লক্ষ টাকা। গত কয়েকদিন ধরে মিয়াজাকি আম দেখতে মানুষ ভিড় জমাচ্ছেন বীরভূমের দুবরাজপুরের মসজিদে

+
১

১ কেজি আমের দাম ৩ লক্ষ টাকা! বাংলার ‘এই রাজ্যে’ ফলেছে বিশ্বের সবচেয়ে দামি আম

বীরভূম: কেজি প্রতি আমের দাম প্রায় তিন লক্ষ টাকা। তা দেখতে ভিড় জমাচ্ছেন মানুষজন৷ গত কয়েকদিন ধরে এই বিশেষ আম দেখতে মানুষ ভিড় জমাচ্ছেন বীরভূমের দুবরাজপুরের মসজিদে। মসজিদ ও এলাকা সূত্রে জানা গিয়েছে, এই আমের নাম মিয়াজাকি। পৃথিবীব্যাপী এই আমের প্রসিদ্ধতা রয়েছে। দুবরাজপুরের ১১ নম্বর ওয়ার্ডের একটি মসজিদে সেই আমের ফলন হয়েছে।মে
মসজিদ কমিটির সদস্যরা জানান, বছর দুই আগে স্থানীয় এক যুবক সৈয়দ নিজামুদ্দিন ওরফে সোনা এই গাছের চারা এনে মসজিদে লাগিয়েছিলেন৷ কিছু কাল পরেই তিনি প্রয়াত হন৷ তাঁর লাগানো গাছে এবছর ফলন হয়৷ আর পাঁচটি আমের থেকে ভিন্ন দেখতে। তাই সকলের নজরে আসে৷ ১০ থেকে ১২ টি আম ধরেছে সাড়ে সাত থেকে ৮ ফুট উচ্চতার গাছটিতে৷ মসজিদের লোকজন জানতে পারেন এই আমের মূল্য, গুণগত মান, দুষ্প্রাপ্যতার কথা৷
advertisement
advertisement
আর এই খবর ছড়িয়ে পড়তেই বিশ্বের দামি আম দেখতে মসজিদে ভিড় জমাতে থাকেন মানুষজন। মোবাইলের লেন্স বন্দি করেছেন আমগুলি৷
জানা গিয়েছে, জাপানের মিয়াজাকি শহরকে ফলের রাজা বলা হয়৷ এই শহরে একটি বিশেষ আমের ফলন হয়৷ অনেকটা আপেলের মত দেখতে এই এক একটি আম ৩০০ থেকে ৩৫০ গ্রাম ওজনের হয়৷ শহরের নামানুসারে এই আমের নাম ‘মিয়াজাকি’।
advertisement
মসৃণ ত্বক ও লাল রঙের সৌন্দর্য্যের জন্য সূর্যদয়ের দেশে এই আমের অপর একটি নাম ‘সূর্যের ডিম’। আমের আঁটি ছোট হয়, শ্বাস বেশি হয়। সব জলবায়ুতে এই আমের ফলন হয় না৷ দুষ্প্রাপ্য বলে প্রতি কেজি আমের দাম ভারতীয় মুদ্রায় আড়াই থেকে ৩ লক্ষ টাকা৷ জাপান ছাড়াও বর্তমানে বাংলাদেশ, থাইল্যান্ড, ফিলিপাইনের কিছু জায়গায় গুটি কতক এই আমের গাছ দেখা যায়৷ বিশ্বে দামি আম গুলির মধ্যে অন্যতম মিয়াজাকি আম৷
advertisement
Subhadip Pal
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Birbhum News: ১ কেজি আমের দাম ৩ লক্ষ টাকা! বাংলার ‘এই রাজ্যে’ ফলেছে বিশ্বের সবচেয়ে দামী আম
Next Article
advertisement
‘কোনও অপরাধী যেন ছাড় না পায়!’ দিল্লি বিস্ফোরণ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে নির্দেশ অমিত শাহের
‘কোনও অপরাধী যেন ছাড় না পায়!’ দিল্লি বিস্ফোরণ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে নির্দেশ অমিত শাহের
  • অমিত শাহ দিল্লি বিস্ফোরণ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে নির্দেশ দিয়েছেন, অপরাধীদের কঠোর শাস্তি দিতে হবে.

  • জম্মু-কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা উমর মহম্মদ, পেশায় চিকিৎসক, বিস্ফোরক গাড়িটি চালাচ্ছিলেন.

  • দিল্লি, গুরগাঁও, নোয়ডা এবং গাজিয়াবাদে নিরাপত্তা জোরদার করা হয়েছে, চলছে কড়া তল্লাশি.

VIEW MORE
advertisement
advertisement