West Midnapore News: আর চিন্তা নেই! এবার পুকুরে এই চাষ করেই মিলবে কাড়িকাড়ি টাকা আসবে মহিলাদের হাতে
- Published by:Teesta Barman
- hyperlocal
- Reported by:RANJAN CHANDA
Last Updated:
West Midnapore News: বিভিন্ন কারখানা ছাড়া এখন প্রান্তিক এলাকায় সামান্য পরিচর্যায় চাষ করা যাচ্ছে মুক্তার। তাই গ্রামীণ এলাকায় মহিলাদের স্বাবলম্বী করতে মুক্তা চাষে প্রশিক্ষণ শুরু করেছে রাজ্য সরকার।
পশ্চিম মেদিনীপুর: বর্তমানে মুক্তা চাষ বেশ লাভজনক। বিভিন্ন কারখানা ছাড়া এখন প্রান্তিক এলাকায় সামান্য পরিচর্যায় চাষ করা যাচ্ছে মুক্তার। তাই গ্রামীণ এলাকায় মহিলাদের স্বাবলম্বী করতে মুক্তা চাষে প্রশিক্ষণ শুরু করেছে রাজ্য সরকার।
স্বনির্ভর দলের সদস্যদের মুক্তা চাষের প্রশিক্ষণ দেওয়া শুরু হল পশ্চিম মেদিনীপুরের দাঁতন ২ ব্লকে। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের পর দাঁতন ২ ব্লকে ৩০ জন স্ব-সহায়ক দলের মহিলাকে এই বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ব্লক প্রশাসনের উদ্যোগে জেলা গ্রামোন্নয়ন দফতরের সহযোগিতায় তিরিশ জনকে ৩০ দিনের এই বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে।
advertisement
প্রসঙ্গত, বিজ্ঞানসম্মত উপায়ে গ্রামীন এলাকায় পুকুরেই চাষ করা হচ্ছে মুক্তার। যা বিক্রি করে লাভও জুটছে বেশ। গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে স্ব-সহায়ক দলের মহিলাদের এই বিশেষ প্রশিক্ষণ দেওয়ার চিন্তাভাবনা জেলা প্রশাসনের। জেলা প্রশাসন জানাচ্ছে জেলাতে দাসপুরের পর দাঁতন দুই ব্লকে মুক্তা চাষের প্রশিক্ষণ দেওয়া শুরু হল মহিলাদের স্বনির্ভর করতে এই উদ্যোগ। ৩০ দিনের প্রশিক্ষণের পর উৎসাহীদের প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী প্রদান করা হবে। এই ৩০ দিনে মহিলারা হাতে কলমে শিখছেন মুক্তা চাষ। লাভজনক এই চাষে বেশ আগ্রহ পাচ্ছেন তাঁরা।
advertisement
ব্লক প্রশাসনের বক্তব্য, গ্রামের মহিলারা যাতে অন্যান্য কাজের পাশাপাশি মুক্তা চাষ করে নিজেদের উন্নয়ন ঘটাতে পারে সেদিকে লক্ষ্য রেখে এই প্রশিক্ষণ। স্বনির্ভর দলের মহিলাদের এই চাষে উৎসাহ দিতে ও আর্থিক দিক থেকে উন্নয়ন ঘটাতে এই প্রশিক্ষণ শুরু হয়েছে।
advertisement
সম্প্রতি এই চাষের প্রশিক্ষণ শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা গ্রামোন্নয়ন দফতরের প্রকল্প অধিকর্তা গোবিন্দ হালদার, ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক রজনীশ যাদব, দাঁতন দুই ব্লকের স্বনির্ভর গোষ্ঠী ও সংযুক্তি দফতরেরসুপারভাইজার সুব্রত সংকর গিরি-সহ অন্যরা। প্রশিক্ষণ পেয়ে খুশি মহিলারাও।
রঞ্জন চন্দ
Location :
Kolkata,West Bengal
First Published :
January 04, 2024 12:37 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/কৃষি/
West Midnapore News: আর চিন্তা নেই! এবার পুকুরে এই চাষ করেই মিলবে কাড়িকাড়ি টাকা আসবে মহিলাদের হাতে