North 24 Parganas News: এরিকা পাম গাছ চাষ করে স্বনির্ভর হতে পারবেন বেকার যুবকরা
- Published by:Uddalak B
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
North 24 Parganas News: বর্তমানে এরিকা পাম গাছের চাহিদা বিপুল পরিমাণে বেড়ে যাওয়ায়, পরীক্ষামূলকভাবে এই গাছের চাষ শুরু হয়েছে বসিরহাটের হংকং উদ্যানে।
বসিরহাটঃ নিজের বাড়িতেই কিংবা অনুষ্ঠান বাড়ি, সব জায়গাতেই সবুজের পাশাপাশি সৌন্দর্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এরিকা পাম গাছ।জনপ্রিয় ও পরিচিত ইনডোর প্ল্যান্ট এরিকা পাম। এলার্জি ও বায়ু দূষণের থেকে রক্ষা করে এই ইনডোর গাছটি। দরজার দুপাশে, জানালার পাশে, ব্যালকনিতে ও ঘরের কর্নারে শোভা বৃদ্ধি করে।
উচ্চতায় ২ থেকে ৮ ফুট পর্যন্ত হতে পারে। এটি ঘরের অভ্যন্তরের বিভিন্ন বিষাক্ত গ্যাস ও দূষিত পদার্থকে অপসারণ করে, বাতাসকে করে পরিশুদ্ধ। রুমের তাপমাত্রা ১৬-২৬ ডিগ্রি সেলসিয়াসে এটি টিকে থাকতে পারে। বর্তমানে এই গাছের চাহিদা বিপুল পরিমাণে বেড়ে যাওয়ায়, পরীক্ষামূলকভাবে এই গাছের চাষ শুরু হয়েছে বসিরহাটের হংকং উদ্যানে।
advertisement
উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটের হংকং নামে একটি উদ্যানে শোভা পাচ্ছে এই গাছের। এই গাছের চাহিদা দিন দিন বেড়ে যাওয়ায়, গাছের বীজ থেকে চারাগাছ তৈরি করে বেকার যুবকরা স্বনির্ভর হতে পারবেন বলে জানালেন উদ্যানের উদ্যোক্তা।
advertisement
পাশাপাশি এই গাছ টবে লাগিয়ে অনুষ্ঠান বাড়িতে ভাড়া দিয়েও অনেক বেকার যুবকেরা কর্মসংস্থানের নতুন দিশা দেখতে পারেন। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটের হংকং পার্কের উদ্যোক্তা অমিনুর ইসলাম তার ৬০ বিঘা জমির মধ্যে কয়েক বিঘা জমিতে এই এরিকা পাম গাছের চাষ করেছেন। একই সঙ্গে তিনি যেমন এই গাছের বীজ থেকে চারা তৈরি করছেন তেমনিভাবে তিনি নতুন চারা তৈরি করে বিক্রিও করছেন।
advertisement
জুলফিকার মোল্যা
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 15, 2023 7:54 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
North 24 Parganas News: এরিকা পাম গাছ চাষ করে স্বনির্ভর হতে পারবেন বেকার যুবকরা