Agriculture News: ছোট্ট জায়গার মধ্যে বাড়িতেই বসাতে পারেন বিদেশি আমের চারা, হবে প্রচুর ফলন 

Last Updated:

Agriculture News: ছোট্ট জায়গার মধ্যে বাড়িতেই বসাতে পারেন বিদেশি আমের চারা, হবে প্রচুর ফলন 

+
আমের

আমের চারা 

পূর্ব বর্ধমান: বাজার থেকে আম কিনে খাওয়ার প্রয়োজন নেই। এখন নিজেই বাড়ির মধ্যে লাগাতে পারেন আম গাছ, তাও আবার খুব সহজেই। অল্প জায়গায় এই গাছ রোপণ করা সম্ভব, তাই জায়গার অভাব কোনও সমস্যাই নয়। পূর্ব বর্ধমান জেলার একটি উপবন নামের একটি নার্সারিতে পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের দেশি ও বিদেশি আম গাছের চারা, যা উচ্চতা ও আকারে খুব বেশি বড় হয় না। অর্থাৎ কম জায়গায় সহজেই এই গাছ বড় হতে পারে এবং একটিমাত্র গাছ থেকেই প্রচুর পরিমাণে ফলন পাওয়া সম্ভব।
শুধু খাদ্য চাহিদা পূরণ নয়, শখের বসেও বাড়ির মধ্যে বিদেশি আমের চারা লাগানো যেতে পারে। এই গাছ এতটাই ফলপ্রসূ যে ফলনের পরিমাণ দেখে যে কেউ অবাক হতে বাধ্য হবেন। পরিচর্যার ক্ষেত্রেও বিশেষ ঝামেলা নেই, সামান্য যত্ন নিলেই সুস্বাদু ও পুষ্টিকর আম পাওয়া সম্ভব। এই বিষয়ে নার্সারির কর্ণধার গোলাম মুরতাজা জানিয়েছেন, ছোট থেকে বড় সব ধরনের আম গাছ আমাদের কাছে রয়েছে। এখন বসালে এই মরশুমেই ফলন পাওয়া যাবে।
advertisement
advertisement
এখন ২০০ টাকা থেকে শুরু করে ২০০০ টাকা পর্যন্ত বিভিন্ন দামের আম গাছের চারা পাওয়া যাচ্ছে। বিশেষ আকর্ষণ হিসেবে বর্তমানে মুকুল ও আম ধরেছে এমন চারা গাছও বিক্রির জন্য রাখা হয়েছে, অর্থাৎ এই সময় গাছ কিনলে এই মরশুমেই আমের স্বাদ উপভোগ করা সম্ভব। ইতিমধ্যেই দূরদূরান্ত থেকে বহু মানুষ দেশি ও বিদেশি প্রজাতির আম গাছের চারা কিনতে ভিড় জমাচ্ছেন।
advertisement
নার্সারিতে মিয়াজাকী, কাটিমন, ফোর কিলো, নিয়াম ডক মাই সহ আরও বিভিন্ন প্রজাতির উচ্চ ফলনশীল বিদেশি আম গাছের চারা পাওয়া যাচ্ছে, যা দীর্ঘদিন ধরে ফলন দিতে সক্ষম। তাই আম খাওয়ার শখ মেটাতে ও স্বাস্থ্যের কথা চিন্তা করে এখনই নিজের বাড়িতে একটি আম গাছ রোপণ করতে পারেন।
বনোয়ারীলাল চৌধুরী
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Agriculture News: ছোট্ট জায়গার মধ্যে বাড়িতেই বসাতে পারেন বিদেশি আমের চারা, হবে প্রচুর ফলন 
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement