Agriculture News: সুন্দরবনে সাদা শূকর পালনে জোর উদ্যানপালন দফতরের
- Published by:Dolon Chattopadhyay
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
Agriculture News: উন্নত প্রজাতির সাদা শূকরের শাবক তুলে দেওয়া হয়েছে প্রান্তিক পশুপালকদের যাতে তাদের আর্থিক দুরবস্থা কাটিয়ে উঠতে পারে।
উত্তর ২৪ পরগনা: সুন্দরবনে সাদা শূকর পালনে জোর উদ্যানপালন দফতরের। সুন্দরবনে প্রান্তিক মানুষদের অর্থনৈতিক হাল ফেরাতে উদ্যোগ ৷ সাদা শূকর পালনে উৎসাহিত করার জন্য এটি কিভাবে লাভজনক ব্যবসায় পরিণত করা যায় তা নিয়ে বিশেষ সচেতনতার পাশাপাশি হাতে উন্নত প্রজাতির সাদা শূকরের শাবক তুলে দেওয়া হয়।
প্রান্তিক পশুপালকদের দেওয়া হচ্ছে যাতে তাদের আর্থিক দুরবস্থা কাটিয়ে উঠতে পারে। এক্ষেত্রে ওই শূকর লালন পালন করে বড় করার জন্য সরকার সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করেছে প্রাণী সম্পদ বিকাশ দফতরের পক্ষ থেকে। বিনা পয়সায় ওই সমস্ত শূকরগুলিকে বড় করার জন্য ওষুধ পত্র বা রোগে আক্রান্ত যাতে না হয় তার জন্য সঠিক সময়ে চিকিৎসা পরিষেবা ব্যবস্থা আছে সরকারি উদ্যোগেই।
advertisement
advertisement
পাশাপাশি সাদা শূকর পালনে কেমন খাদ্যাভ্যাস কেমন পরিবেশে বড় করে তুলতে হবে তা নিয়ে আয়োজিত হয় বিশেষ কর্মসূচিও।এই বিষয়ে প্রাণী সম্পদ বিকাশের আধিকারিক ডক্টর রবীন্দ্রনাথ কুন্ডু জানান, সুন্দরবন এলাকার প্রত্যন্ত গ্রামের দুঃস্থ মানুষরা আর্থিকভাবে উন্নতি করবে সংসারে অর্থেও উপার্জন করবে এই সাদা শূকর বিক্রি করে অন্যদিকে গ্রামের মানুষের উন্নয়নের পাশাপাশি গ্রাম উন্নয়নের ক্ষেত্রেও সহযোগিতা করবে।
advertisement
পাশাপাশি হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির বনভূমির কর্মদক্ষ সুরজিৎ বর্মন জানান, পিছিয়ে পড়া এলাকার সুন্দর মনের মহিলারা যাতে আর্থিকভাবে স্বাবলম্বী হয় সেজন্য শতাধিক সাদা শূকর, খাবার প্রদান করা হল। এর ফলে অত্যন্ত সুন্দর বন এলাকার পিছিয়ে পড়া পরিবার গুলি কিছুটা আর্থিকভাবে এগিয়ে উঠবেন বলে মনে করছেন অনেকে।
জুলফিকার মোল্যা
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 13, 2025 7:47 PM IST