Agriculture News: আমন চাষে ক্ষতি হলে মিলবে সরকারি বিমা! জেনে নিন কীভাবে পাবেন
- Published by:Dolon Chattopadhyay
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
Agriculture News: কৃষকদের পাশে থাকতে, সাহায্যের হাত বাড়িয়ে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে কৃষি দফতরের তরফে।
জলপাইগুড়ি: কৃষকদের জন্যে সুখবর! ধান চাষ করে ক্ষতি হলেই মিলবে বিমা! তবে সব প্রকার ধানে নয় বরং আমন ধান চাষ করলেই পাওয়া যাবে এই বিমা। কীভাবে আমন ধান চাষ করলে লাভের পরিমাণ বেশি হতে পারে সেই পরামর্শই দেওয়া হয়েছে জলপাইগুড়ির কৃষককুলকে।
কীভাবে মিলবে বিমা? কৃষিদফতরের তরফে কৃষকদের ইতিমধ্যেই জানানো হয়েছে যে শীঘ্রই কৃষি দফতরে এসে নিজেদের নাম অন্তর্ভুক্ত করার কথা। এছাড়াও কীকীপদ্ধতি রয়েছে আবেদনের তাও জানিয়ে দেবেন কৃষি দফতরের আধিকারিকরা। পাশাপাশি বৃষ্টির জমা জলকে ব্যবহার করে দ্রুত আমন ধান চাষের বার্তা দিল কৃষি দফতর।
advertisement
advertisement
এরপরও যদি কোনও কারণে আমন ধান চাষ নষ্ট হয় তা হলে তার জন্যে বিমা মিলবে কৃষিদফতরের তরফেই। মূলত, কৃষকদের পাশে থাকতে, সাহায্যের হাত বাড়িয়ে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে কৃষি দফতরের তরফে। এই প্রসঙ্গে জলপাইগুড়ি জেলা কৃষি দফতরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক জানান, দ্রুত বীজতলা তৈরি করে আমন ধান চাষের প্রক্রিয়া শুরু করলে জুলাই মাস থেকেই কৃষকেরা এই চারা রোপণ করতে পারবে।
advertisement
উপরন্তু, কৃষকদের এই ফসলের বীমা করার ব্যবস্থা থাকবে। যাতে কৃষকদের কোনও ক্ষতির সম্মুখীন না হয়। গত ১১ জুন থেকে জলপাইগুড়ি সহ উত্তরে হয়েছে ব্যাপক বৃষ্টিপাত। জেলার অধিকাংশ কৃষি জমিতেই রয়েছে চাষের উপযোগী জল। আর এই জলকেই ব্যবহার করে দ্রুত আমন ধানের বীজতলা তৈরির পরামর্শ দিয়েছে কৃষি দফতর।
advertisement
উল্লেখ্য, ২০২৩ সালে জলপাইগুড়ি জেলায় মোট ১ লক্ষ ১১ হেক্টর জমিতে চাষ হয়েছিল আমন ধান। এবারেও সেই পরিমাণ বা কিছুটা বেশি জমিতে আমন ধান ভাল চাষ হবে বলে আশা করছে কৃষি দফতর। কৃষি দফতরের এহেন উদ্যোগে খুশি জলপাইগুড়ির কৃষকেরাও।
সুরজিৎ দে
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 09, 2024 8:06 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Agriculture News: আমন চাষে ক্ষতি হলে মিলবে সরকারি বিমা! জেনে নিন কীভাবে পাবেন