Agriculture News: লাভের আশায় ধানের বদলে বিকল্প চাষে কৃষকরা! কী ফসল ফলাচ্ছেন? জানলে অবাক হবেন
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:RANJAN CHANDA
Last Updated:
Agriculture News: বড় মরশুমে ধান চাষের পরিবর্তে বাড়তি লাভের আশায় ব্লক কৃষি দফতরের সহায়তায় ধান চাষের জমিতে চিনা বাদাম চাষ করেছেন এক কৃষক।
বেলদা: বর্তমান সময়ে ধান চাষ করে মিলছে না লাভ। বাধ্য হয়ে অন্য চাষে ঝুঁকছেন চাষিরা। বড় মরশুমে ধান চাষের পরিবর্তে বাড়তি লাভের আশায় ব্লক কৃষি দফতরের সহায়তায় ধান চাষের জমিতে চিনা বাদাম চাষ করেছেন এক কৃষক। ধান চাষের তুলনায় চিনা বাদাম চাষ করে বাড়তি মুনাফা ও পাচ্ছেন তিনি।
নারায়ণগড় ব্লক কৃষি দফতর সহযোগিতায় কৃষি তথ্য উপদেষ্টা কেন্দ্র বা আতমার সহায়তায় ধান চাষের জমিতে চিনাবাদাম চাষ করেছেন। বেলদা ২ গ্রাম পঞ্চায়েতের জলহরি শঙ্করকড়া এলাকার চাষি অনিমেষ দাস। বেশ কয়েক ডেসিমেল জায়গা তে চাষ করেছেন চিনা বাদামের। ধান চাষের তুলনায় লাভজনক এই চাষ। কৃষি দফতরের সহযোগিতায় এই ফলন ফলিয়েছেন তিনি। বর্তমান বাজার দর হিসেবে বিক্রি করে ধান চাষের তুলনায় বেশি লাভ পাবেন তিনি বলে আশা তাঁর।
advertisement
advertisement
চাষির বক্তব্য, ধান চাষ করে লাভ হয়না তেমন। ধান চাষের বদলে বাদাম চাষ করলে লাভ মিলেছে বেশ। পাশাপাশি এই চাষে রাসায়নিক সার কিংবা ওষুধের খরচ ও কম। স্বাভাবিকভাবে বোরো মরশুমে এই চাষে লাভ হয়। ইতিমধ্যে সেই বাদাম তুলে ঝারাই এর প্রক্রিয়া শুরু হয়েছে। কৃষি দফতরের সূত্রে খবর, বাদাম চাষ করলে, মাটির উর্বরতা শক্তি বাড়ে। স্বভাবতই ধানের বদলে বাদাম চাষ করে, বাড়তি আয়ের দিশা দেখাচ্ছেন গ্রামীণ এলাকার এই চাষি।
advertisement
Ranjan Chanda
Location :
Kolkata,West Bengal
First Published :
May 31, 2023 7:54 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Agriculture News: লাভের আশায় ধানের বদলে বিকল্প চাষে কৃষকরা! কী ফসল ফলাচ্ছেন? জানলে অবাক হবেন