New Business Idea|| মধু চাষে জীবন হবে মধুর! মিলবে সরকারি সাহায্যও! দেখে নিন কীভাবে

Last Updated:

New Business Idea: যাঁরা মধু চাষের বিষয়ে আগ্রহী, পঞ্জাব এগ্রিকালচার ইউনিভার্সিটি তাঁদের ইতালিয়ান মৌমাছি পালনের পরামর্শ দিচ্ছে।

মৌমাছি প্রতিপালন। সংগৃহীত ছবি।
মৌমাছি প্রতিপালন। সংগৃহীত ছবি।
কলকাতাঃ কৃষিকাজে একদা সবুজ বিপ্লবের জন্ম দিয়েছে আমাদেরই এই দেশ। সেখানেই কিন্তু বিষয়টা থেমে যায়নি। বরং, যত দিন যাচ্ছে, প্রথাগত কৃষিকাজের বদলে অভিনব উপায়ে ফসল ফলানোর চেষ্টা করে চলেছেন কৃষকেরা। চলছে চাষের পদ্ধতি এবং ফসল নিয়ে নানা পরীক্ষা-নিরীক্ষা। এর মধ্যে রয়েছে এমন অনেক চাষও যা নিয়ে আগে সেভাবে তৎপরতা ছিল না মানুষের মধ্যে। মধু এই বিষয়ে নিঃসন্দেহে এক ভাল উদাহরণ। আগে বনাঞ্চল ছাড়া মধুর চাষ খুব একটা হত না। কিন্তু এখন সরকারের তরফে এই চাষ নিয়ে জোর প্রচার চলছে।
এই মর্মে সম্প্রতি মধ্যপ্রদেশ জেলা প্রশাসন, বালাঘাটের রাজা ভোজ এগ্রিকালচারাল কলেজ এবং ন্যাশনাল বি বোর্ডের তরফে এক সভার আয়োজন করা হয়েছিল রাজা ভোজ এগ্রিকালচারাল কলেজে। দেশের নানা প্রান্ত থেকে ৫০০-রও বেশি কৃষক অংশগ্রহণ করেছিলেন এই সভায়, শিখেছিলেন মধু চাষের নানা দিক। এখানেই শেষ নয়, ন্যাশনাল বি বোর্ডের পাশাপাশি ন্যাশনাল বিকিপিং অ্যান্ড হানি মিশন, সংক্ষেপে এনবিএইচএম-ও মধু চাষের প্রসারের লক্ষ্যে কাজ করে চলেছে।
advertisement
আরও পড়ুনঃ এসি বন্ধ করার পরেও চড়চড়িয়ে বিল বাড়ছে? ১ সেকেন্ডের ‘এই’ কাজ! বিল হবে অর্ধেক
মধু চাষের নতুন প্রযুক্তি সম্পর্কে প্রতিষ্ঠান ওয়াকিবহাল করে তুলছে দেশের কৃষকদের। এই প্রসঙ্গে ন্যাশনাল বি বোর্ডের তরফে লঞ্চ করা মধু ক্রান্তি পোর্টালের কথাও না বললেই নয়। এর মাধ্যমে কৃষকেরা শুধু মধুই নয়, এই চাষের মাধ্যমে প্রাপ্ত অন্য উপাদান, যেমন, মোম, পরাগ এই সবের বিষয়েও খোঁজ পাবেন- কোথায় পাওয়া যাবে, কীভাবে বিক্রি করা যাবে জানতে পারবেন পুরোটাই।
advertisement
advertisement
আরও পড়ুনঃ তাপে পুড়ে ছারখার বাংলা, আচমকা আবহাওয়ার বিরাট পরিবর্তন, ভয়ঙ্কর পরিস্থিতি
ন্যাশনাল বিকিপিং অ্যান্ড হানি মিশন মধু চাষের লক্ষ্যে সারা দেশে অন্তত ১০০টি মধুচাষিদের সংগঠনকেন্দ্র নিয়ে কাজ করছে, নানা জায়গায় ঘুরে ঘুরে ল্যাবরেটরিতে মধু নিয়ে পরীক্ষা চলছে। বিশেষ করে আদিবাসীপ্রধান এলাকায় মধু চাষের লক্ষ্যে এগিয়ে চলেছে টিআরআইএফইডি। ২০২০-২১ সালে শুধু এই সংগঠনের তরফেই ১১৫ লক্ষ টাকার মধু রফতানি করা সম্ভব হয়েছে।
advertisement
তবে যাঁরা মধু চাষের বিষয়ে আগ্রহী, পঞ্জাব এগ্রিকালচার ইউনিভার্সিটি তাঁদের ইতালিয়ান মৌমাছি পালনের পরামর্শ দিচ্ছে। এই মৌমাছি সাধারণ মৌমাছির তুলনায় অন্তত তিনগুণ বেশি মধু সংগ্রহ করে, খুব অল্প সময়েই অন্তত ৫০ হাজার পাক দিতে পারে চারদিকে। ফলে, এদের পালনে মধুচাষে লাভ বেশি হয়।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
New Business Idea|| মধু চাষে জীবন হবে মধুর! মিলবে সরকারি সাহায্যও! দেখে নিন কীভাবে
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement