Agriculture: কুমড়ো চাষ করেই ভাগ্য ফিরল, বিশাল টাকা রোজগার করছেন মহিলা, জেনে নিন কীভাবে
- Published by:Rukmini Mazumder
- local18
- Written by:Trending Desk
Last Updated:
খামার থেকে প্রায় দিন-ই ১৫০ থেকে ২০০টি কুমড়ো তোলা হয়। এই ফসলের প্রতি পিস ১০ থেকে ২৫ টাকায় বিক্রি হয়
কৃষিকাজ এখন আর শুধু মানুষের ভরণ-পোষণ নয়, লাভজনক কর্মসংস্থান হিসেবেও পরিচিতি পাচ্ছে। বিশেষ করে গত কয়েক বছর ধরে কেন্দ্র সরকার এবং বিভিন্ন রাজ্য সরকারের উৎসাহে এবং সহায়তায় কৃষকরা এখন মূল খাদ্য শস্যের পাশাপাশি নানা মরশুমি সবজি চাষে উৎসাহী হয়ে উঠেছেন। একই জমিতে বছরের পর বছর একই ফসল চাষের তুলনায় খাদ্যশস্যের পাশাপাশি অন্যান্য সবজি চাষ করলে জমি যেমন ভাল থাকে তেমনই কৃষকদের আর্থিক অবস্থাও ভাল হতে পারে।
এতে কম খরচে ও কম সময়ে অনেক বেশি লাভ করা সম্ভব। খাগড়িয়া নিবাসী এমনই এক কৃষক বাসন্তী দেবী মাত্র কয়েক বিঘে জমিতে কুমড়ো চাষ মাসে ৪০ থেকে ৪৫ হাজার আয় করেছেন।
ঐতিহ্যবাহী কৃষি পদ্ধতিতে সাধারণ কৃষকরা এক জমিতে বছরে মাত্র একটি ফসলের চাষ করেন। কিন্তু এর বদলে একই জমিতে একইসঙ্গে দুটির বেশি ফসল আবাদ করলে আর্থিক লাভ ছাড়াও জমির অবস্থাও উন্নত হয়। কৃষি বিজ্ঞানীরাও বর্তমানে এই পদ্ধতি অবলম্বনের কথা বলছেন। খাগড়িয়ার তেলাঞ্চ অঞ্চলের এক কৃষক বাসন্তী দেবী সেই পথ অবলম্বন করে অনেকটাই স্বচ্ছল হয়েছেন। মাত্র ৫টি প্লটে কুমড়োর চাষ করে দুই মাসে ৪০ থেকে ৪৫ হাজার টাকা আয় করেছেন।
advertisement
advertisement
বাসন্তী দেবী জানিয়েছেন, এই বছর জৈষ্ঠ্য মাসে তিনি সেবানি জাতের কুমড়ো রোপন করেছিলেন। প্রায় ৪০ দিন পর থেকেই গাছে ফল ধরতে শুরু করে। তিনি সাধারণত জমিতে ডিএপি, ইউরিয়া, পটাশ, জিঙ্ক, সালফার ইত্যাদি সার ব্যবহার করেছেন। এর পাশাপাশি মাসে একবার করে জমিতে চাষ করেন।
বাসন্তী দেবী জানান, প্রায় প্রতি দিনই তিনি ফসল তোলেন। এতে তার খামার থেকে প্রায় দিন ১৫০ থেকে ২০০টি কুমড়ো তোলা হয়। এই ফসলের প্রতি পিস তিনি ১০ থেকে ২৫ টাকায় বিক্রি করেন। শুধু কুমড়া থেকেই মাসে তিনি ২০ হাজার থেকে ২৫ হাজার টাকা আয় করেন।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 22, 2023 5:14 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Agriculture: কুমড়ো চাষ করেই ভাগ্য ফিরল, বিশাল টাকা রোজগার করছেন মহিলা, জেনে নিন কীভাবে