সবজি চাষ করেই আয় লক্ষ লক্ষ টাকা! মোটা টাকা উপার্জনের পথ দেখাচ্ছেন সুরেশ

Last Updated:

দীর্ঘ দিন ধরে তিনি সবজি চাষ করছেন। তা থেকেই তিনি যে পরিমাণ উপার্জন করেন, অনেক ভাল চাকরিরত মানুষও করতে পারেন না।

সবজি চাষ করেই আয় লক্ষ লক্ষ টাকা! মোটা টাকা উপার্জনের পথ দেখাচ্ছেন সুরেশ
সবজি চাষ করেই আয় লক্ষ লক্ষ টাকা! মোটা টাকা উপার্জনের পথ দেখাচ্ছেন সুরেশ
একটা সময় ছিল যখন কৃষিকে অলাভজনক পেশা হিসেবে বিবেচনা করা হত। কিন্তু প্রগতিশীল কৃষকরা বহুবার এই ধারণাকে ভুল প্রমাণ করেছেন।
রাজস্থানের দুঙ্গরপুরের মাদা গ্রামের বাসিন্দা সুরেশ পটেল একজন প্রগতিশীল কৃষক। দীর্ঘ দিন ধরে তিনি সবজি চাষ করছেন। তা থেকেই তিনি যে পরিমাণ উপার্জন করেন, অনেক ভাল চাকরিরত মানুষও করতে পারেন না। সুরেশের দাবি, চাষ করে বছরে ১২ থেকে ১৫ লাখ টাকা আয় করেন তিনি।
advertisement
আসলে সুরেশ কৃষক বংশের সন্তান। চাষ করাই তাঁর পূর্বপুরুষের পেশা। কিন্তু একটা সময় পর্যন্ত তাঁর পরিবারে শুধু গম, ভুট্টা ও ধানের চাষই করা হত। সেই ধারায় পরিবর্তন এনেছেন স্বয়ং সুরেশ। তিনি চাষের দায়িত্ব নেওয়ার পর থেকেই চাষের আয় দ্বিগুণ হয়েছে। সুরেশ ঐতিহ্যবাহী চাষাবাদ ছেড়ে সবজি চাষ শুরু করেন।
advertisement
এক সময় ৪ বিঘা চাষ করতেন সুরেশের, এখন ৫০ বিঘা জমি রয়েছে তাঁর। এই বিকল্প কৃষি যে শুধু সুরেশের পরিবারকে আর্থিক ভাবে শক্তিশালী করছে তাই নয়, বরং ৮ থেকে ১০ জন নারী কাজ করেন তাঁর জমিতে, তাঁদেরও কর্মসংস্থান হয়।
কৃষক সুরেশ পটেল বলেন, ‘কৃষিজীবী সম্প্রদায় যদি ঐতিহ্যবাহী চাষের পাশাপাশি সবজি চাষ করেন, তাহলে প্রচুর লাভ করতে পারেন। আমি যখন কৃষিকাজ শুরু করি, তখন মানুষ ভেবেছিল আমার আখেরে ক্ষতিই হবে। কিন্তু এখন বহু কৃষক আমার কাছে কাজ শিখতে আসেন।’
advertisement
সুরেশ দাবি করেন, আসলে সবজির চাষ এমন যে তা যে কোনও মরশুমে করা যায়, আয় করা যায়। মরশুমি সবজির চাহিদা সবসময় থাকে।
এরই পাশাপাশি অন্য পথও দেখাচ্ছেন সুরেশ। তিনি সবজি চাষ করে যে পরিমাণ লাভ পাচ্ছেন, তার পিছনে রয়েছে অন্য একটি কৌশল। সুরেশ কোনও ফড়ে বা সবজি বিক্রেতাকে সবজি সরবরাহ করেন না। বরং তিনি নিজেই নিজের পিকআপে ভ্যান ভরে সবজি নিয়ে সকালবেলা দুঙ্গারপুর মান্ডিতে যান। পাইকারি হারে বিক্রি করেন। তাই লাভ তার একার।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
সবজি চাষ করেই আয় লক্ষ লক্ষ টাকা! মোটা টাকা উপার্জনের পথ দেখাচ্ছেন সুরেশ
Next Article
advertisement
হাদি হত্যাকাণ্ডের অভিযুক্তকে দু’বার জামিন পাইয়ে দেন জামাত নেতা, দাবি বিএনপি নেত্রীর! বাংলাদেশে সঙ্কটের আবহে বিস্ফোরক অভিযোগ!  
হাদি হত্যাকাণ্ডের অভিযুক্তকে দু’বার জামিন পাইয়ে দেন জামাত নেতা, দাবি বিএনপি নেত্রীর 
  • বিএনপি নেত্রী নিলোফার চৌধুরী মনি অভিযোগ করেন, হাদি হত্যার আসামিকে জামাত নেতা শিশির মনির দু’বার জামিন দেন.

  • হাদি হত্যাকাণ্ডে অভিযুক্তের রাজনৈতিক সংযোগ ও জামিন নিয়ে গুরুতর অসঙ্গতির অভিযোগ তুলেছেন বিএনপি নেত্রী.

  • বাংলাদেশ পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ভারতে পালিয়েছে বা নয়াদিল্লির ভূমিকা রয়েছে এমন কোনও প্রমাণ মেলেনি.

VIEW MORE
advertisement
advertisement