Money Making Tips: নদীর চরে শুধুই তরমুজ নয়! এই চাষ করেই প্রচুর লাভ পাবেন কৃষকেরা

Last Updated:

Money Making Tips: তরমুজের পাশাপশি মিষ্টি কুমড়োর চাষ করা হচ্ছে নদীর চরে। এতে লাভের মাত্রা বৃদ্ধি পায় অনেকটাই।

+
কুমড়ো

কুমড়ো চাষ

কোচবিহার: জেলা কোচবিহারের তোর্সা, ধরলা, মানসাই নদীর চরে শীতের শেষ থেকেই তরমুজ চাষ শুরু হয়। তবে নদীর চরের মধ্যে শুধুই যে তরমুজ চাষ করা সম্ভব তা নয়। বর্তমান সময়ে জেলার বহু তরমুজ চাষি তরমুজের সঙ্গে মিষ্টি কুমড়োর চাষ করছেন। এই চাষ করতে খুব একটা আলাদা জায়গায় প্রয়োজন হয় না। তাই সহজেই তরমুজের সঙ্গে এই সবজি চাষ করা সম্ভব। এছাড়া এই তরমুজ চাষে ব্যবহৃত সার ও কীটনাশক মিষ্টি কুমড়োর চাষে ব্যবহার করা সম্ভব। এছাড়া জলসেচ দেওয়া সম্ভব খুব সহজেই।
তরমুজ চাষি বিক্রম বর্মন জানান, “দীর্ঘ সময় ধরে তাঁরা তরমুজ চাষ করেন। প্রতিবছর এই মরসুমে এই চাষ করেই লাভবান হন তাঁরা। তবে আরেকটি বিষয় হল। তরমুজের পাশাপশি তাঁরা প্রচুর মিষ্টি কুমড়োর চাষও করে থাকেন। এতে লাভের মাত্রা বৃদ্ধি পায় অনেকটাই। একমাসে এক একটি গাছের মিষ্টি কুমড়ো তৈরি হয়ে যায়। এছাড়া এক একটি গাছে আনুমানিক পাঁচ থেকে ছয়টি কুমড়ো সহজেই হয়। তাই লাভ পাওয়া যায় অনেকটাই। খুচরো বিক্রি কিংবা পাইকারি বিক্রি করেও লাভের পরিমাণ থাকে অনেকটাই বেশি এই বিশেষ চাষের ক্ষেত্রে।”
advertisement
advertisement
তিনি আরোও জানান, “এই চাষ করতে আলাদা করে বিশেষ কিছু সার বা কীটনাশক ব্যবহার করতে হয় না। গাছ লাগানোর সময় গোবর সার দিতে হয়। আর পরে কীটনাশক হিসেবে নিম তেল ব্যবহার করতে হয়। এক একটি কুমড়ো পাইকারি প্রায় ১৫ থেকে ২০ টাকা কেজি দরে বিক্রি হয়।” কৃষি অভিজ্ঞ ব্যক্তি অমল রায় জানান, “মিষ্টি কুমড়ো চাষের জন্য গোবর সার, ইউরিয়া, টিএসপি, এমওপি, জিপসাম, বোরাক্স এবং জিংক অক্সাইড সার হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। তবে অবশ্যই নিয়ম মেনে প্রয়োগ করতে হবে।”
advertisement
বর্তমান সময়ে জেলার বহু কৃষক এভাবেই তরমুজ চাষের পাশাপাশি মিষ্টি কুমড়া চাষ করছেন। আর এতেই প্রচুর পরিমাণ লাভের মাত্রা গুনতে পারছেন কৃষকেরা। বছরের পর বছর ধরে এই নিয়মে লাভের পরিমাণ বাড়িয়ে আসছেন এই সমস্ত কৃষকেরা। অন্যান্য কৃষকেরাও চাইলেই এই পদ্ধতি ব্যবহার করে সহজেই নিজেদের লাভের পরিমাণ বাড়াতে পারবেন। তবে কৃষককে চাষের নিয়ম গুলি সম্পর্কে অবশ্যই সঠিক ধারণা রাখতে হবে।
advertisement
Sarthak Pandit
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Money Making Tips: নদীর চরে শুধুই তরমুজ নয়! এই চাষ করেই প্রচুর লাভ পাবেন কৃষকেরা
Next Article
advertisement
Parineeti Chopra's Baby Name: ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের, ছেলের কী নাম রাখলেন দেখে নিন
ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের, ছেলের কী নাম রাখলেন দেখে নিন
  • ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের

  • ছেলের কী নাম রাখলেন দেখে নিন

  • নামের অর্থ জানুন

VIEW MORE
advertisement
advertisement