Agriculture News: মানুষের হয়ে মাছ চাষ বা গরু পালনের কাজ করবে ড্রোন! কীভাবে দেখুন
- Reported by:NAWAB AYATULLA MALLICK
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
এবার মাছ ও গবাদিপশুর ওষুধ'ও স্প্রে করবে এই ড্রোন। এতে মানুষের সময় বাঁচবে অনেকটাই
দক্ষিণ ২৪ পরগনা: মাছ চাষ করতে চান বা আপনি গবাদি পশু পালন করেন? তবে আর চিন্তা নেই, আপনার হয়ে সব কাজ করে দেবে ড্রোন! ফিশারিজ ও হাসবেন্ডারিতে যুগান্তকারী পরিবর্তন এসে গেছে বাংলার গ্রামে গ্রামে।
আগেই চাষের জমিতে ড্রোনের মাধ্যমে কীটনাশক, সার দেওয়ার কাজ শুরু হয়েছিল। এবার মাছ ও গবাদিপশুর ওষুধ’ও স্প্রে করবে এই ড্রোন। তারই পরীক্ষা নিরীক্ষা হল মথুরাপুর-২ ব্লকের দক্ষিণ জয়কৃষ্ণপুরে। যা দেখতে ভিড় করে এলাকার শতাধিক বাসিন্দা। মথুরাপুর-২ ব্লক কৃষি অফিস ও রাজ্য সরকারের কৃষি দফতরের উদ্যোগে এই কাজ করা হয়।
advertisement
advertisement
হঠাৎ মাছের মড়ক লাগলে অথবা একটি এলাকায় একাধিক গবাদি পশু অসুস্থ হয়ে পড়লে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অত্যন্ত কার্যকরী হতে পারে ড্রোন। সেই বিষয়টাই হাতে-কলমে এলাকায় প্রয়োগ করেন বিজ্ঞানী কৃষ্ণেন্দু রায়। এই পরীক্ষার ফলাফলে তাঁরা বেশ খুশি। উপস্থিত ছিলেন মথুরাপুর-২ ব্লকের কৃষি আধিকারিক সহ অন্যান্য সরকারি অফিসাররা।
আরও খবর পড়তে ফলো করুন
advertisement
এই পদ্ধতিতে ড্রোনের মাধ্যমে ৩ কিলোমিটার এলাকা জুড়ে ১২ মিনিটের মধ্যে ওষুধ দেওয়ার যাবতীয় কাজ হয়ে যাবে। দ্রুত এলাকায় পৌঁছে ক্ষতিগ্রস্থ জায়গা চিহ্নিত করাও সম্ভব হবে এই প্রক্রিয়ায়। ফলে লাভবান হবেন সকলেই।
নবাব মল্লিক
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 21, 2024 12:57 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/কৃষি/
Agriculture News: মানুষের হয়ে মাছ চাষ বা গরু পালনের কাজ করবে ড্রোন! কীভাবে দেখুন







