Lotus Farming: চায়ের কাপে ফুটেছে পদ্মফুল! এটাও সম্ভব? গৃহবধূ যা করলেন...! জানলে চমকে যাবেন
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Ranjan Chanda
Last Updated:
Lotus Farming: পুকুরে কিংবা টবে- গামলায় নয়, ভারতের জাতীয় ফুল পদ্ম ফুটিয়েছেন সামান্য চায়ের কাপে। যা বেশ নজর কেড়েছে সকলের। বাড়িতে ব্যবহার করা চায়ের কাপে পদ্ম ফুল ফুটিয়ে সফল এক গৃহবধূ।
পশ্চিম মেদিনীপুর: ঘর সাজাতে সকলেই খুব ভালোবাসে। ছোট্ট একটা ঘর থাকবে, তার সামনে সাজানো-গোছানো একটি বাগান। এমন একটি সুন্দর পরিবেশে ঘর সকলেই চায়। বর্তমানে ছাদেও কেউ কেউ শখের বাগান তৈরি করছেন। তবে এক গৃহবধূ যা করেছেন জানলে চমকে যাবেন। প্রথাকথিতভাবে পুকুরে নয়, এমনকি প্লাস্টিকের গামলায়ও নয়, ভারতের জাতীয় ফুল ফুটিয়েছেন সামান্য চায়ের কাপে। যা বেশ নজর কেড়েছে সকলের। বিভিন্ন মাইক্রো ভ্যারাইটির পদ্মের গাছ লাগিয়েছেন। তিনি চায়ের কাপে বাড়িতেই ছোট্ট ছাদ বাগানে এমনই মজাদার আবিষ্কার তার।
রান্না, ঘর-সংসার সামলে এই গৃহবধুর বরাবরের শখ বাগান তৈরির। সবকিছু সামলে তিনি বাড়ির ছাদে লাগিয়েছেন একাধিক গাছ। বিভিন্ন ফুলের গাছের পাশাপাশি ভারতের জাতীয় ফুল পদ্মেরও চাষ করেছেন তিনি। সম্পূর্ণ শখের বসেই অবসর সময়ে করে চলেন এই কাজ। প্রসঙ্গত, বর্তমান দিনে পুকুরের পাকে পদ্মের চাষ নয়, প্লাস্টিকের গামলাতে বিভিন্ন প্রজাতির পদ্মের চাষ হচ্ছে বিভিন্ন জায়গায়। তবে এই গৃহবধূ প্লাস্টিকের গামলায় নয়, পদ্মফুল চাষ করেছেন চায়ের কাপে।
advertisement
advertisement
বাড়িতে ব্যবহার করা চায়ের কাপে পদ্ম ফুল ফুটিয়ে সফল এক গৃহবধূ। নদীয়ার বাসিন্দা, তবে স্বামীর কর্মসূত্রে খড়্গপুরে থাকা এক গৃহবধূ প্রতিদিনই গাছ নিয়ে তার নতুন চিন্তাভাবনার প্রয়োগ চালিয়ে যাচ্ছেন এবং যে ক্ষেত্রে সম্পূর্ণ সফল তিনি। সুপর্ণা মল্লিক নামে এক গৃহবধূ বর্তমানে স্বামীর চাকরির সুত্রে খড়্গপুরে থাকেন। সেখানে বাড়ির ছাদে শখ করে গাছ লাগিয়েছেন। পাশাপাশি তিনি চায়ের কাপে বিভিন্ন মাইক্রো ভ্যারাইটির পদ্মফুল ফুটিয়ে সফলতা পেয়েছেন। বাড়িতে ব্যবহৃত সামান্য চা খাওয়ার কাপেই পদ্মফুল ফুটিয়েছেন তিনি এবং যা রাখা যাবে আপনার কম্পিউটার টেবিল কিংবা ডাইনিং টেবিলে।
advertisement
ছোট থেকেই তার নেশা গাছ লাগানো ও পরিচর্যা করা। ছোট্ট বাগান জুড়ে লাগিয়েছেন একাধিক গাছ। বিভিন্ন প্রজাতির জবা গাছ, কাপে পদ্মের পাশাপাশি বিভিন্ন ফুল ও ফলের গাছ রয়েছে তার বাগানে। তবে বিক্রির জন্য নয়, পরিচিত কেউ চাইলে তাকে এই ফুলের চারা তৈরি করে দেন তিনি। তবে গৃহবধুর এই কৃতিত্ব সত্যিই প্রশংসারযোগ্য। তার এই ভাবনা এবং শখকে সাধুবাদ জানিয়েছেন সকলে।
advertisement
রঞ্জন চন্দ
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 11, 2024 2:25 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/কৃষি/
Lotus Farming: চায়ের কাপে ফুটেছে পদ্মফুল! এটাও সম্ভব? গৃহবধূ যা করলেন...! জানলে চমকে যাবেন
