হোম /খবর /ব্যবসা-বাণিজ্য /
অব্যাহত জয়যাত্রা, কলকাতায় ফের শীর্ষে জিও,জুড়ল ৪৪ হাজার নতুন গ্রাহক

অব্যাহত জয়যাত্রা, কলকাতার বাজারে ফের শীর্ষে জিও, অক্টোবরে জুড়ল ৪৪ হাজার নতুন গ্রাহক

৭৪৯ টাকার রিচার্জ করলে গ্রাকরা পেয়ে যাবেন দৈনিক ২জিবি করে হাই-স্পিড ডেটা। ২জিবি-র হাই-স্পিড ডেটা শেষ হওয়ার পরে, এর স্পিড কমে ৬৪-কেবিপিএস হয়ে যাবে। সেই সঙ্গে রয়েছে ১ বছরের জন্য আনলিমিটেড ফ্রি কলিং। আপনার যদি এই প্লানটি দিয়ে নিজের জিও ফোন রিচার্জ করতে চান, তাহলে আপনি রিলায়েন্স রিটেল স্টোর আর জিও রিটেল স্টোরে গিয়ে এই অফারটির সুবিধা নিতে পারেন।

৭৪৯ টাকার রিচার্জ করলে গ্রাকরা পেয়ে যাবেন দৈনিক ২জিবি করে হাই-স্পিড ডেটা। ২জিবি-র হাই-স্পিড ডেটা শেষ হওয়ার পরে, এর স্পিড কমে ৬৪-কেবিপিএস হয়ে যাবে। সেই সঙ্গে রয়েছে ১ বছরের জন্য আনলিমিটেড ফ্রি কলিং। আপনার যদি এই প্লানটি দিয়ে নিজের জিও ফোন রিচার্জ করতে চান, তাহলে আপনি রিলায়েন্স রিটেল স্টোর আর জিও রিটেল স্টোরে গিয়ে এই অফারটির সুবিধা নিতে পারেন।

একদিকে বাড়ছে জিও অন্যদিকে গ্রাহক হারাচ্ছে এয়ারটেল এবং ভোডাফোন-আইডিয়া ৷

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: করোনাকালেও একের পর এক রেকর্ড গড়েছে জিও ৷ বছর শেষে অক্টোবরেও কলকাতা মার্কেটে শীর্ষে রিলায়েন্স জিও ৷ অব্যাহত জয়যাত্রা ৷ এয়ারটেল ও ভোডাফোন-আইডিয়াকে পিছনে ফেলে ৪৪,২৫০ জন গ্রাহককে নিজের পরিষেবার সঙ্গে যুক্ত করে মার্কেটে নিজেদের আধিপত্য বজায় রাখল মুকেশ আম্বানির সংস্থা জিও ৷

একদিকে বাড়ছে জিও অন্যদিকে গ্রাহক হারাচ্ছে এয়ারটেল এবং ভোডাফোন-আইডিয়া ৷  TRAI-এর প্রকাশ করা ডেটা অনুযায়ী এই সময়ের মধ্যে প্রায় ৬৬ হাজার গ্রাহক হারিয়েছে এই দুই সংস্থা ৷ এই অল্প সময়ে হাজার হাজার নতুন গ্রাহক যুক্ত হওয়ায় মার্কেট শেয়ারেও শীর্ষে জিও ৷ বাকি সার্ভিস প্রোভাইডারকে পাল্লা দিয়ে মুকেশ আম্বানির সংস্থা জিও-এর দখলে কলকাতা মার্কেটের ৪১ শতাংশ ৷

মহানগরের বাসিন্দাদের কাছে জিও-এর জনপ্রিয় হয়ে ওঠার পিছনে রয়েছে এর আকর্ষণীয় অফার ৷ ব্রডব্যান্ড, জিও ফাইবারের আনলিমিটেড ডেটা অফারের সঙ্গে সঙ্গে জনপ্রিয় OTT প্ল্যাটফর্মগুলির ফ্রি সাবস্ক্রিপশনের সুবিধার কারণেই কলকাতার অধিকাংশ বাসিন্দার কাছে প্রথম পছন্দ রিলায়েন্স জিও ৷ তবে TRAI-এর ডেটা অনুযায়ী কলকাতার আশপাশের অঞ্চলেও বাড়ছে জিও-এর সার্ভিসের জনপ্রিয়তা সঙ্গে গ্রাহকও ৷ সম্প্রতি নিজের সার্ভিসের পরিধি বিস্তার করেছে জিও ৷ শ্রীরামপুর, শ্রীরামপুর স্টেশন মার্কেট, মাহেশ, চন্দননগর, মানকুণ্ডু ও কল্যাণীর বিভিন্ন অঞ্চলে মিলছে জিও-এর উন্নত পরিষেবা ৷ এছাড়া কাঁচরাপাড়া, বাঘমোড়, মোতিলাল গুপ্তা রোড বেহালা, সেনহাটি কলোনী (বেহালা), শিবপুর হাওড়া, ডুমুরজলা, সালকিয়া, মধ্যমগ্রাম, উল্টোডাঙা, কলেজ স্ট্রিট, কাঁকুড়গাছিতেও মিলছে জিও-এর উন্নত পরিষেবা ৷

Published by:Elina Datta
First published:

Tags: Reliance Jio