#কলকাতা: করোনাকালেও একের পর এক রেকর্ড গড়েছে জিও ৷ বছর শেষে অক্টোবরেও কলকাতা মার্কেটে শীর্ষে রিলায়েন্স জিও ৷ অব্যাহত জয়যাত্রা ৷ এয়ারটেল ও ভোডাফোন-আইডিয়াকে পিছনে ফেলে ৪৪,২৫০ জন গ্রাহককে নিজের পরিষেবার সঙ্গে যুক্ত করে মার্কেটে নিজেদের আধিপত্য বজায় রাখল মুকেশ আম্বানির সংস্থা জিও ৷
একদিকে বাড়ছে জিও অন্যদিকে গ্রাহক হারাচ্ছে এয়ারটেল এবং ভোডাফোন-আইডিয়া ৷ TRAI-এর প্রকাশ করা ডেটা অনুযায়ী এই সময়ের মধ্যে প্রায় ৬৬ হাজার গ্রাহক হারিয়েছে এই দুই সংস্থা ৷ এই অল্প সময়ে হাজার হাজার নতুন গ্রাহক যুক্ত হওয়ায় মার্কেট শেয়ারেও শীর্ষে জিও ৷ বাকি সার্ভিস প্রোভাইডারকে পাল্লা দিয়ে মুকেশ আম্বানির সংস্থা জিও-এর দখলে কলকাতা মার্কেটের ৪১ শতাংশ ৷
মহানগরের বাসিন্দাদের কাছে জিও-এর জনপ্রিয় হয়ে ওঠার পিছনে রয়েছে এর আকর্ষণীয় অফার ৷ ব্রডব্যান্ড, জিও ফাইবারের আনলিমিটেড ডেটা অফারের সঙ্গে সঙ্গে জনপ্রিয় OTT প্ল্যাটফর্মগুলির ফ্রি সাবস্ক্রিপশনের সুবিধার কারণেই কলকাতার অধিকাংশ বাসিন্দার কাছে প্রথম পছন্দ রিলায়েন্স জিও ৷ তবে TRAI-এর ডেটা অনুযায়ী কলকাতার আশপাশের অঞ্চলেও বাড়ছে জিও-এর সার্ভিসের জনপ্রিয়তা সঙ্গে গ্রাহকও ৷ সম্প্রতি নিজের সার্ভিসের পরিধি বিস্তার করেছে জিও ৷ শ্রীরামপুর, শ্রীরামপুর স্টেশন মার্কেট, মাহেশ, চন্দননগর, মানকুণ্ডু ও কল্যাণীর বিভিন্ন অঞ্চলে মিলছে জিও-এর উন্নত পরিষেবা ৷ এছাড়া কাঁচরাপাড়া, বাঘমোড়, মোতিলাল গুপ্তা রোড বেহালা, সেনহাটি কলোনী (বেহালা), শিবপুর হাওড়া, ডুমুরজলা, সালকিয়া, মধ্যমগ্রাম, উল্টোডাঙা, কলেজ স্ট্রিট, কাঁকুড়গাছিতেও মিলছে জিও-এর উন্নত পরিষেবা ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Reliance Jio