স্থানীয় জাদুকরের ভোজবাজি, পথের ধারের চমক আর এক মসৃণ অভিজ্ঞতা, এই আমেজে ডুব দিতে মন চাইবে বার বার
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
গ্রাহকদের ক্রমবর্ধমান প্রত্যাশা পূরণের জন্য তৈরি হয়েছে একটি সতেজ সেমি প্রিমিয়াম হুইস্কি ব্লেন্ড। এর পরিশীলিত স্বাদ এবং ফিনিশের সঙ্গে SRB7 এখন এমন এক মসৃণতা প্রদান করে যা খাঁটি জাদুর চেয়ে কম কিছু নয়!
কলকাতা: বহু বছর হতে চলল সুরারসিকদের ঠোঁটে লেগে রয়েছে স্টার্লিং রিজার্ভ! একটু কড়া, এমনতর অভিযোগও কেউ কেউ যে করেন না, তা নয়! সেই অভিযোগ কাটিয়ে নতুন করে ভোক্তার মন জয় করতে এবার বাজারে এল নতুন স্টার্লিং রিজার্ভ B7।
জানতে চাইবেন অনেকেই নতুন কী থাকতে পারে, বিশেষ করে যেখানে নতুন বোতলে পুরনো মদের প্রবাদ প্রচলিত রয়েছে! তবে, সে কথা ভাবলে ঠকতে হবে। তেমনটাই অন্তত বুক ঠুকে দাবি করছে বৃহত্তম স্পিরিট কোম্পানি অ্যালাইড ব্লেন্ডার্স অ্যান্ড ডিস্টিলার্স (ABD)। গ্রাহকদের ক্রমবর্ধমান প্রত্যাশা পূরণের জন্য তৈরি হয়েছে একটি সতেজ সেমি প্রিমিয়াম হুইস্কি ব্লেন্ড। এর পরিশীলিত স্বাদ এবং ফিনিশের সঙ্গে SRB7 এখন এমন এক মসৃণতা প্রদান করে যা খাঁটি জাদুর চেয়ে কম কিছু নয়! এই সময়ের সুরারসিকের জন্যই বিশেষ ভাবে তা ডিজাইন করা হয়েছে- এক সাহসী, পূর্ণাঙ্গ অভিজ্ঞতার মিশ্রণ প্রতি বিন্দুতে।
advertisement
advertisement
রিইমাজিনড স্টার্লিং রিজার্ভ B7 ভারতের হুইস্কিপ্রেমীদের ক্রমবর্ধমান পরিশীলিততার দ্বারা অনুপ্রাণিত হয়ে একটি মসৃণ, আরও পরিশীলিত স্বাদের প্রোফাইলে এসেছে। এই নতুন ব্লেন্ড একদিকে যেমন নতুন গ্রাহকদের চাওয়া আর পাওয়ার পথ মসৃণ করে, তেমনই অন্য দিকে অভিজ্ঞ হুইস্কিপ্রেমী এবং কৌতূহলীদের জন্যও একে জুতসই করে তোলে।
advertisement

নতুন ব্লেন্ডের জাদু ছড়িয়ে দেওয়ার জন্য আয়োজন করা হয়েছে B7 ম্যাজিক বার ট্যুর। দেশের নানা শহরের রাস্তায় স্থানীয় জাদুকরের ভোজবাজি, অপ্রত্যাশিত স্থানে পপ-আপ বার আর স্বাদের চমক- তিন মিলবে এই ট্যুরে। পাশাপাশি চলছে ‘সো স্মুথ, মাস্ট বি ম্যাজিক’ থিমে একটি প্রচার, যা ডিজিটাল স্টোরিটেলিং, সোশ্যাল ইনফ্লুয়েন্সার এবং কৌতূহলীকে ভোক্তাকে এক সূত্রে গাঁথবে। বলে রাখা ভাল, ম্যাজিক বার ট্যুর শুরু হয়েছে কলকাতা থেকে, এই শহর ভারতে প্রিমিয়াম এবং সেমি-প্রিমিয়াম স্পিরিট বিভাগের জন্য একটি শক্তিশালী কেন্দ্র এবং শহুরে গ্রাহকদের মধ্যে একটি ট্রেন্ড সেটিং বাজার হিসাবে আবির্ভূত হচ্ছে।
advertisement
নতুন ব্লেন্ডের বিষয়ে ABD-এর ব্যবস্থাপনা পরিচালক অলোক গুপ্ত বলেন: “আজকের ভারতীয় গ্রাহকরা ঐতিহ্যের মধ্যে নিহিত উদ্ভাবন খোঁজেন এবং স্টার্লিং রিজার্ভ B7 সেই প্রতিশ্রুতি পূরণ করে। আরও মসৃণ, উন্নত স্বাদের সঙ্গে নতুন ব্লেন্ড এমন এক সমৃদ্ধ প্রোফাইল প্রদান করে যা ক্রমবর্ধমান ভারতীয় স্বাদের কথা বলে”। কলকাতা থেকে শুরু করে এই নতুন স্টার্লিং রিজার্ভ B7 সারা দেশ মাতাবে, এই ব্লেন্ড উন্নত মানের এবং ভোক্তাদের পছন্দ উভয়কেই উদযাপন করবে। স্টার্লিং রিজার্ভ B7 পশ্চিমবঙ্গে ৭৬০ টাকায় ৭৫০ মিলিতে পাওয়া যাবে।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 28, 2025 12:57 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
স্থানীয় জাদুকরের ভোজবাজি, পথের ধারের চমক আর এক মসৃণ অভিজ্ঞতা, এই আমেজে ডুব দিতে মন চাইবে বার বার