আসছে নতুন বছর, দেখুন ২০২১-এ কোন কোন দিনে বন্ধ থাকবে পোস্ট অফিস, ব্যাঙ্ক?

Last Updated:

আসছে বছর ঠিক কোন কোন দিন পোস্ট অফিস বা ব্যাঙ্ক বন্ধ থাকতে পারে তা দেখে নেওয়া যাক-

#কলকাতা: ১৬৮৮ সালে ওয়ারেন হেস্টিংসের (Warren Hastings) হাত ধরে শুরু হয় পোস্ট অফিস বা পোস্টাল সার্ভিসের যাত্রা পথ। ১৮৫৪-তে লর্ড ডালহৌসির (Lord Dalhousie) নেতৃত্বে ইন্ডিয়ান পোস্ট অফিস অ্যাক্ট পাশ হয়। বর্তমানে শুধু পোস্টের কাজই নয়, স্মল সেভিংস স্কিম, বেশ কিছু লাইফ ইনসিওরেন্স-সহ একাধিক স্কিম চালায় সরকারি এই বিভাগ। একাধিক মানুষ এর পরিষেবার সঙ্গে যুক্ত। ফলে আসছে বছর ঠিক কোন কোন দিন পোস্ট অফিস বন্ধ থাকতে পারে, কোন কোন পোস্ট অফিসের ছুটি আছে দেখে নেওয়া যাক!
• বছরের শুরুতেই প্রথম সরকারি ছুটি রয়েছে প্রজাতন্ত্র দিবসে। অর্থাৎ ২৬ জানুয়ারি অন্যান্য সংস্থার মতো ছুটি থাকবে পোস্ট অফিসেও। এ বছর ২৬ জানুয়ারি পড়েছে মঙ্গলবার।
• এর পরই রয়েছে গুড ফ্রাইডে। ২ এপ্রিল, শুক্রবার বন্ধ থাকবে পোস্ট অফিস। এপ্রিলে আরও একদিন মিলবে ছুটি। ২৫ এপ্রিল, রবিবার মহাবীর জয়ন্তী উপলক্ষ্যে ছুটি পোস্ট অফিসে। তবে, এমনিতে রবিবার বন্ধই থাকে অফিস। ফলে মহাবীর জয়ন্তীর ছুটি আলাদা করে উপভোগ করতে পারবেন না কর্মচারীরা।
advertisement
advertisement
• মে মাসে রয়েছে ইদ, ইদ-উল-ফিতর। ১৫ মে, শুক্রবার এই উপলক্ষ্যে বন্ধ থাকবে পোস্ট অফিস। ইদের ছুটির পর পরই রয়েছে বুদ্ধ পূর্ণিমা। ২৬ মে, বুধবার বন্ধ থাকবে পোস্ট অফিস।
• জুন মাসে কোনও ছুটি না থাকলেও আবার জুলাইতেই রয়েছে ছুটি। ইদ-উল-জোহা বা বকরি ইদ। ২১ জুলাই, বুধবার এই উপলক্ষ্যে পাওয়া যাবে ছুটি।
advertisement
• অগস্ট মাসে দু'দিন সরকারি ভাবে বন্ধ থাকবে পোস্ট অফিস। তার মধ্যে ১৫ অগস্ট রবিবার ও মহরম ১৯ তারিখ, বৃহস্পতিবার।
• এর পর অক্টোবর মাসে, পোস্ট অফিসের কর্মীরা তিন দিন ছুটি পাবেন। ২ অক্টোবর গান্ধী জয়ন্তী। পড়েছে শনিবার। ১৫ অক্টোবর, বিজয়া দশমী বা দশেরার ছুটি। পড়েছে শুক্রবার। ইদ-এ-মিলাদ। ১৯ অক্টোবর, মঙ্গলবার এই উপলক্ষ্যে ছুটি পাওয়া যাবে। অক্টোবরে এই তিনটি ছুটির পর নভেম্বরেও দু'দিন বন্ধ থাকবে পোস্ট অফিস। দীপাবলীর জন্য ৩ নভেম্বর, বৃহস্পতিবার ছুটি মিলবে।
advertisement
• আর গুরু নানকের জন্মদিনের জন্য ১৯ নভেম্বর, শুক্রবার ছুটি মিলবে।
• পোস্ট অফিসের জন্য ২০২১-এর সর্বশেষ ছুটি ক্রিসমাস। ২৫ ডিসেম্বর, শনিবার বন্ধ থাকবে পোস্ট অফিসের সমস্ত কাজ।
• এগুলি কেন্দ্রীয় সরকারের মনোনীত ছুটি হলেও, এই লিস্টের সঙ্গে আরও কিছু ছুটি জুড়তে পারে। এ ক্ষেত্রে আঞ্চলিক কোনও বিশেষ দিন বা রাজ্যের কোনও বিশেষ দিনেও পোস্ট অফিস বন্ধ থাকতে পারে।
advertisement
• পোস্ট অফিস কবে কবে বন্ধ থাকতে পারে, জেনে নেওয়া গেল। এ বার অন্যতম প্রয়োজন বিভাগ, ব্যাঙ্ক কবে কবে বন্ধ থাকতে পারে, দেখে নেওয়া যাক (মহারাষ্ট্রর ছুটি অনুযায়ী এই তালিকা তৈরি করা, রাজ্য বিশেষে এতেও পরিবর্তন আসতে পারে)-
• ২৬ জানুয়ারি অন্যান্য সংস্থার মতো ছুটি থাকবে ব্যাঙ্কেও। ২৬ জানুয়ারি পড়েছে মঙ্গলবার।
advertisement
• শিবাজি জয়ন্তী পড়েছে ১৯ ফেব্রুয়ারি, শুক্রবার। এ দিনও ব্যাঙ্ক বন্ধ থাকতে পারে।
• এর পরই রয়েছে শিবরাত্রি। ১১ মার্চ এই উপলক্ষ্যে ব্যাঙ্ক বন্ধ থাকতে পারে। রয়েছে হোলি বা দোল উৎসব। ২৯ মার্চ দোলের জন্য ছুটি থাকতে পারে ব্যাঙ্কে।
• ২ এপ্রিল, শুক্রবার ছুটি থাকতে পারে ব্যাঙ্ক, গুড ফ্রাইডে উপলক্ষ্যে। ১৩ এপ্রিল গুড়ি পাওয়া। ছুটি থাকবে ব্যাঙ্ক। ১৪ এপ্রিল আম্বেদকর জয়ন্তী। এই দিনও ছুটি থাকবে ব্যাঙ্ক। ২১ এপ্রিল রাম নবমী উপলক্ষ্যে ছুটি থাকবে ব্যাঙ্ক। এপ্রিলে আরও একদিন মিলবে ছুটি। ২৫ এপ্রিল, রবিবার মহাবীর জয়ন্তী উপলক্ষ্যে ছুটি থাকবে ব্যাঙ্কে।
advertisement
• ১ মে, মহারাষ্ট্র ডে উপলক্ষ্যে ছুটি থাকবে ব্যাঙ্ক। মে মাসে রয়েছে ইদ, ইদ-উল-ফিতর। ১১ মে এই উপলক্ষ্যে বন্ধ থাকবে ব্যাঙ্ক। ইদের ছুটির পর পরই রয়েছে বুদ্ধ পূর্ণিমা। ২৬ মে, বুধবার বন্ধ থাকবে ব্যাঙ্ক।
• ইদ-উল-জোহা বা বকরি ইদ উপলক্ষ্যে ২১ জুলাই, বুধবার ব্যাঙ্কে পাওয়া যাবে ছুটি।
• ১৫ অগস্ট রবিবার স্বাধীনতা দিবস উপলক্ষ্যে পাওয়া য়াবে ছুটি। ১৭ অগস্ট নভরোজ পারসি নতুন বছর। এই উপলক্ষ্যে ওইদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। মহরম ১৯ তারিখ, বৃহস্পতিবার। পাওয়া যাবে ছুটি।
• গণেশ চতুর্থী, ৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার। এই দিনও ব্যাঙ্ক বন্ধই থাকবে।
• এর পর অক্টোবর মাসে, ব্যাঙ্কের কর্মীরা তিন দিন ছুটি পাবেন। ২ অক্টোবর গান্ধী জয়ন্তী। পড়েছে শনিবার। ১৫ অক্টোবর, বিজয়া দশমী বা দশেরার ছুটি। পড়েছে শুক্রবার। ইদ-এ-মিলাদ। ১৯ অক্টোবর, মঙ্গলবার এই উপলক্ষ্যে ছুটি পাওয়া যাবে। অক্টোবরে এই তিনটি ছুটির পর নভেম্বরেও তিন দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। দীপাবলীর জন্য ৪ ও ৫ নভেম্বর ছুটি মিলবে।
• গুরুনানকের জন্মদিনের জন্য ১৯ নভেম্বর, শুক্রবার ছুটি মিলবে।
• পোস্ট অফিসের মতোই ব্যাঙ্কের জন্যও ২০২১-এর সর্বশেষ ছুটি ক্রিসমাস। ২৫ ডিসেম্বর, শনিবার ব্যাঙ্কের সমস্ত কাজ বন্ধ থাকবে।
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
আসছে নতুন বছর, দেখুন ২০২১-এ কোন কোন দিনে বন্ধ থাকবে পোস্ট অফিস, ব্যাঙ্ক?
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে
  • সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর, ২০২৫ – ৫ অক্টোবর, ২০২৫

  • এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • দেখে নিন রাশি মিলিয়ে, জানাচ্ছেন চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement