North Dinajpur News: বারোমাসই ফলে এই সজনে ডাঁটা! চাষ করে সাফল্যের স্বপ্ন, দ্বিগুণ হতে পারে লাভ

Last Updated:

North Dinajpur News: বাণিজ্যিকভাবে ওডিসি-৩ জাতের সজনে চাষ করে বিনিয়োগের দ্বিগুণ  লাভের আশা করছেন এই দম্পতি।

+
সজনে

সজনে চাষ বিপুল লাভ

কালিয়াগঞ্জ: আদিবাসী দম্পতি সোহেলী হেমব্রম ও তাপস হেমব্রম বারোমাসি উন্নত জাতের সজনে চাষ করে সফলতার স্বপ্ন দেখছেন। বাণিজ্যিকভাবে ওডিসি-৩ জাতের সজনে চাষ করে বিনিয়োগের দ্বিগুণ লাভের আশা করছেন এই দম্পতি।
জানা যায়, এক বছর আগে প্রায় ২বিঘা জমিতে বাণিজ্যিকভাবে সজনে চাষ করছেন। ৬ মাস আগে সজনে গাছে ফুল এসেছিল। এখন ফল আশাতেই বিনিয়োগের দ্বিগুণলাভ হবে বলে ধারণাকরছেন তিনি।সোহেলী হেমব্রম জানান কৃষির প্রতি আগ্রহ থেকেই ইউটিউবে নিয়মিত কৃষি বিষয়ক ভিডিও দেখতাম। তারপর সেখান থেকে দেখে ওডিসি-৩ জাতের সজনে চাষ করা শুরু করি। তিনি এই ওডিসি ৩ প্রজাতির সজনে ইন্ডিয়ান এগ্রিকালচার ফার্ম তামিলনাড়ু থেকে অর্ডার করেছিলেন।
advertisement
advertisement
তারপর বীজ এনে আমার জমি প্রস্তুত করে সজনের বীজ লাগিয়ে দিই। ১ বছর আগে লাগিয়েছিলেন। এক বছর আগে লাগানো গাছে প্রায় ৬ মাস আগে ফুল এসেছে। এর মধ্যে অনেক ফলন ও এসেছে এই দম্পতির জমিতে।
আরও পড়ুন: মনোনয়ন ঘিরে তুমুল উত্তপ্ত চোপড়া! গুলিবিদ্ধ ৩, মৃত্যু একজনের, ৬ দিনে পঞ্চায়েতে বলি ৩
কৃষক তাপস হেমব্রম জানান বলেন, সজনের বীজ সংগ্রহ, জমি প্রস্তুত ও অন্যান্য সব মিলিয়ে প্রায় ৪০/৫০ হাজার টাকা খরচ হয়েছে। উৎপাদিত সজনে বিক্রির পাশাপাশি বীজ তৈরী করব। এতে করে আবার বীজ কিনে আনতে হবে না। আর এই বীজ থেকে চারা তৈরী করে সারা জেলায় ছড়িয়ে দিতে পারব। সোহেলি হেমব্রম জানান সজিনা চাষের পূর্বে সজিনার জমিতে ২.৫ ফুট আকারের গর্ত করতে হবে।
advertisement
তারপর সেই গর্তগুলিতে সজিনার চারা বা কাটিং রোপন করতে হবে।সজিনা গাছের গোড়ার আগাছা সবচেয়ে পরিষ্কার করতে হবে।প্রয়োজনে সজিনা গাছে জৈব-অজৈব সার প্রয়োগ করতে হবে।সজিনা গাছের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সজনে গাছের মরা এবং অপ্রয়োজনীয় ডালপালাগুলো ছেঁটে দিয়ে পরিচর্যা করতে হবে।
পিয়া গুপ্তা
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
North Dinajpur News: বারোমাসই ফলে এই সজনে ডাঁটা! চাষ করে সাফল্যের স্বপ্ন, দ্বিগুণ হতে পারে লাভ
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement