১ সেপ্টেম্বর থেকে মধ্যবিত্তের জীবনে আসতে চলেছে বড় বদল, বদলাতে চলেছে ৭টি জিনিস

Last Updated:

যা যা বদলাতে চলেছে তার মধ্যে LPG, Home Loan, EMI, Airlines-সহ একাধিক জিনিস রয়েছে৷ এর প্রভাব সরাসরি পড়তে চলেছে আপনার পকেটে ৷

#নয়াদিল্লি: পয়লা সেপ্টেম্বর থেকে সাধারণ মানুষের জীবনে আসতে চলেছে বড় বদল ৷ যা যা বদলাতে চলেছে তার মধ্যে LPG, Home Loan, EMI, Airlines-সহ একাধিক জিনিস রয়েছে৷ এর প্রভাব সরাসরি পড়তে চলেছে আপনার পকেটে ৷
LPG সিলিন্ডারের দাম বদল- একদিকে যেখানে করোনা সঙ্কটের জেরে দেশে সমস্ত জিনিসের দাম বেড়ে চলেছে সেখানে অন্যদিকে খুব শীঘ্রই LPG, CNG ও PNG এর দাম কমতে পারে ৷ ১ সেপ্টেম্বর থেকে গ্যাসের দাম বদলাতে পারে ৷ প্রত্যেক মাসের পয়লা তারিখে গ্যাস সিলিন্ডারের দাম বদল করা হয় ৷ সেপ্টেম্বর মাসে গ্যাসের দাম বদলাতে পারে বলে মনে করা হচ্ছে ৷
advertisement
দাম বাড়বে ফ্লাইটে যাত্রার- পয়লা সেপ্টেম্বর থেকে এবার বেশি টাকা লাগবে বিমান যাত্রায় ৷ Civil Aviation Ministry অন্তর্দেশীয় ও আন্তর্জাতিক বিমানে ASF চার্জ বৃদ্ধি করতে চলেছে ৷ অন্তর্দেশীয় বিমানে এএসএফ ১৫০ টাকার জায়গায় ১৬০ টাকা নেওয়া হবে৷ আন্তর্জাতিক বিমানে ৪.৮৫ ডলারের ক্ষেত্রে ৫.২ ডলার নেওয়া হবে ৷
advertisement
EMI- করোনা সঙ্কটের জেরে যে গ্রাহকরা লোন নিয়েছিলেন তাঁদের ইএমআই দেওয়ার সময়সীমা৩১ অগাস্ট শেষ হতে চলেছে ৷ স্টেট ব্যাঙ্ক ও পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক আগামী সপ্তাহে এই বিষয়ে ঘোষণা করতে পারে ৷ ব্যাঙ্কিং সেক্টর আর এই সময়সীমা বাড়াবে কিনা তা পরিষ্কার নয় ৷
advertisement
চালু হতে পারে দিল্লি মেট্রো - ১ সেপ্টেম্বর থেকে দিল্লিতে মেট্রো পরিষেবা চালু হতে পারে ৷ পয়লা সেপ্টেম্বর থেকে দেশজুড়ে আনলক ৪ জারি হতে চলেছে৷ সূত্রের খবর অনুযায়ী, সেপ্টেম্বর মাস থেকে দিল্লিতে মেট্রো পরিষেবা চালু করার অনুমতি দেওয়া হতে পারে ৷
শুরু হবে ইন্ডিগো এয়ারলাইন্সের বিমান- বাজেট এয়ারলাইন্স ইন্ডিগো তাদের বিমান পরিষেবা স্টেপ বাই স্টেপ চালু করার ঘোষণা করেছে ৷ ১ সেপ্টেম্বর থেকে প্রয়াগরাজ, কলকাতা ও সুরাতে বিমান পরিষেবা চালু করা হবে ৷
advertisement
খুলতে পারে স্কুল- কেন্দ্র সরকার আনলক ৪-এ একাধিক নিয়ম মেনে ১ সেপ্টেম্বর থেকে ১৪ নভেম্বরের মধ্যে স্কুল খোলার গাইডলাইস তৈরি করছে ৷স্বাস্থ্য মন্ত্রী হর্ষ বর্ধন সচিবদের সঙ্গে এই বিষয়ে পর্যালোচনা করছেন ৷
Ola-Uber চালকরা ধর্মঘট ডাকতে পারেন- দিল্লি-এনসিআর পয়লা সেপ্টেম্বর ওলা ও উবের চালকরা ধর্মঘট ডাকতে পারেন ৷ ভাড়া বাড়ানোর পাশাপাশি একাধিক দাবি নিয়ে তারা ধর্মঘটের ডাক দিয়েছে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
১ সেপ্টেম্বর থেকে মধ্যবিত্তের জীবনে আসতে চলেছে বড় বদল, বদলাতে চলেছে ৭টি জিনিস
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement