১ সেপ্টেম্বর থেকে মধ্যবিত্তের জীবনে আসতে চলেছে বড় বদল, বদলাতে চলেছে ৭টি জিনিস
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
যা যা বদলাতে চলেছে তার মধ্যে LPG, Home Loan, EMI, Airlines-সহ একাধিক জিনিস রয়েছে৷ এর প্রভাব সরাসরি পড়তে চলেছে আপনার পকেটে ৷
#নয়াদিল্লি: পয়লা সেপ্টেম্বর থেকে সাধারণ মানুষের জীবনে আসতে চলেছে বড় বদল ৷ যা যা বদলাতে চলেছে তার মধ্যে LPG, Home Loan, EMI, Airlines-সহ একাধিক জিনিস রয়েছে৷ এর প্রভাব সরাসরি পড়তে চলেছে আপনার পকেটে ৷
LPG সিলিন্ডারের দাম বদল- একদিকে যেখানে করোনা সঙ্কটের জেরে দেশে সমস্ত জিনিসের দাম বেড়ে চলেছে সেখানে অন্যদিকে খুব শীঘ্রই LPG, CNG ও PNG এর দাম কমতে পারে ৷ ১ সেপ্টেম্বর থেকে গ্যাসের দাম বদলাতে পারে ৷ প্রত্যেক মাসের পয়লা তারিখে গ্যাস সিলিন্ডারের দাম বদল করা হয় ৷ সেপ্টেম্বর মাসে গ্যাসের দাম বদলাতে পারে বলে মনে করা হচ্ছে ৷
advertisement
দাম বাড়বে ফ্লাইটে যাত্রার- পয়লা সেপ্টেম্বর থেকে এবার বেশি টাকা লাগবে বিমান যাত্রায় ৷ Civil Aviation Ministry অন্তর্দেশীয় ও আন্তর্জাতিক বিমানে ASF চার্জ বৃদ্ধি করতে চলেছে ৷ অন্তর্দেশীয় বিমানে এএসএফ ১৫০ টাকার জায়গায় ১৬০ টাকা নেওয়া হবে৷ আন্তর্জাতিক বিমানে ৪.৮৫ ডলারের ক্ষেত্রে ৫.২ ডলার নেওয়া হবে ৷
advertisement
EMI- করোনা সঙ্কটের জেরে যে গ্রাহকরা লোন নিয়েছিলেন তাঁদের ইএমআই দেওয়ার সময়সীমা৩১ অগাস্ট শেষ হতে চলেছে ৷ স্টেট ব্যাঙ্ক ও পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক আগামী সপ্তাহে এই বিষয়ে ঘোষণা করতে পারে ৷ ব্যাঙ্কিং সেক্টর আর এই সময়সীমা বাড়াবে কিনা তা পরিষ্কার নয় ৷
advertisement
চালু হতে পারে দিল্লি মেট্রো - ১ সেপ্টেম্বর থেকে দিল্লিতে মেট্রো পরিষেবা চালু হতে পারে ৷ পয়লা সেপ্টেম্বর থেকে দেশজুড়ে আনলক ৪ জারি হতে চলেছে৷ সূত্রের খবর অনুযায়ী, সেপ্টেম্বর মাস থেকে দিল্লিতে মেট্রো পরিষেবা চালু করার অনুমতি দেওয়া হতে পারে ৷
শুরু হবে ইন্ডিগো এয়ারলাইন্সের বিমান- বাজেট এয়ারলাইন্স ইন্ডিগো তাদের বিমান পরিষেবা স্টেপ বাই স্টেপ চালু করার ঘোষণা করেছে ৷ ১ সেপ্টেম্বর থেকে প্রয়াগরাজ, কলকাতা ও সুরাতে বিমান পরিষেবা চালু করা হবে ৷
advertisement
খুলতে পারে স্কুল- কেন্দ্র সরকার আনলক ৪-এ একাধিক নিয়ম মেনে ১ সেপ্টেম্বর থেকে ১৪ নভেম্বরের মধ্যে স্কুল খোলার গাইডলাইস তৈরি করছে ৷স্বাস্থ্য মন্ত্রী হর্ষ বর্ধন সচিবদের সঙ্গে এই বিষয়ে পর্যালোচনা করছেন ৷
Ola-Uber চালকরা ধর্মঘট ডাকতে পারেন- দিল্লি-এনসিআর পয়লা সেপ্টেম্বর ওলা ও উবের চালকরা ধর্মঘট ডাকতে পারেন ৷ ভাড়া বাড়ানোর পাশাপাশি একাধিক দাবি নিয়ে তারা ধর্মঘটের ডাক দিয়েছে ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 28, 2020 8:26 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
১ সেপ্টেম্বর থেকে মধ্যবিত্তের জীবনে আসতে চলেছে বড় বদল, বদলাতে চলেছে ৭টি জিনিস