Jan Dhan Account: নিস্ক্রিয় হয়ে গিয়েছে ৬ কোটি অ্যাকাউন্ট! আপনার নামও সামিল রয়েছে ? চেক করে নিন
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
এর মধ্যে মহিলাদের নিষ্ক্রিয় হওয়া অ্যাকাউন্টের সংখ্যা প্রায় ২.০২ কোটি টাকা ৷
#নয়াদিল্লি: প্রধানমন্ত্রী জনধন যোজনা (Pradhan Mantri Jan Dhan Yojana PMJDY) অনুযায়ী দেশের নাগরিকদের ব্যাঙ্কে জনধন অ্যাকাউন্ট খোলার সুবিধা দেওয়া হয়ে থাকে ৷ দেশের সমস্ত নাগরিককে ব্যাঙ্কিং পরিষেবার সঙ্গে যুক্ত করার উদ্দেশ্যে এই যোজনা চালু করা হয়েছিল ৷ কেন্দ্র সরকারের তরফে মঙ্গলবার জানানো হয়েছে প্রধানমন্ত্রী জনধন যোজনার ৫.৮২ কোটি অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয়ে গিয়েছে ৷ এর মধ্যে মহিলাদের নিষ্ক্রিয় হওয়া অ্যাকাউন্টের সংখ্যা প্রায় ২.০২ কোটি টাকা ৷
রাজ্যসভায় একটি লিখিত জবাবে জানানো হয়েছে, ব্যাঙ্কের তরফে দেওয়া তথ্য অনুযায়ী, ২৮ অগাস্ট ২০২১ প্রধানমন্ত্রী জনধন যোজনায় নিষ্ক্রিয় হওয়া অ্যাকাউন্টের সংখ্যা প্রায় ৫.৮২ কোটি হয়ে গিয়েছে ৷ ২০২০-তে নিষ্ক্রিয় অ্যাকাউন্টের শতাংশ ১৮.০৮ ছিল যা জুলাই ২০২১ -এ কমে গিয়ে ১৪.০২ শতাংশ হয়ে গিয়েছে ৷
কখন অ্যাকাউন্ট ইনঅপারেটিভ হয়ে যায় ?
রিজার্ভ ব্যাঙ্কের নিয়ম অনুযায়ী, কোনও অ্যাকাউন্টে লাগাতার দু’বছর বা তার বেশি কোনও লেনদেন না হয়ে থাকলে অ্যাকাউন্ট ইনঅপারেটিভ হয়ে যাবে ৷ অর্থাৎ এই ৫.৮২ কোটি জনধন অ্যাকাউন্ট এরকম যেখানে কমপক্ষে ২ বছর কোনও লেনদেন করা হয়নি ৷ এটা চিন্তার বিষয় কারণ সরকারের প্রায় সমস্ত ওয়েলফেয়ার স্কিম ও গ্রামীণ রোজগার গ্যারেন্টি অনুযায়ী এই অ্যাকাউন্টেই টাকা পাঠানো হয় ৷
advertisement
advertisement
কীভাবে পুরনো সেভিংস অ্যাকাউন্ট বদলাবেন জনধন অ্যাকাউন্টে
এর জন্য ব্যাঙ্ক গিয়ে ফর্ম ফিলআপ করতে হবে এবং রুপে কার্ডের জন্য আবেদন করতে হবে ৷ ফর্ম ফিলআপ করে ব্যাঙ্কে সাবমিট করতে হবে ৷ এরপর আপনার সেভিংস অ্যাকাউন্ট বদলে যাবে জনধন অ্যাকাউন্টে ৷
আধার কার্ডের তথ্য দিয়ে অ্যাক্টিভ করুন নিষ্ক্রিয় অ্যাকাউন্ট -
আধার কার্ডের পুরো তথ্য জানিয়ে অ্যাক্টিভ করতে পারবেন জনধন অ্যাকাউন্ট ৷ জনধন অ্যাকাউন্টে কোনও লেনদেন না হলে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায় ৷ আপনার অ্যাকাউন্টে লেনদেনের মাধ্যমে সক্রিয় করতে পারবেন ৷
advertisement
কীভাবে খুলবেন অ্যাকাউন্ট ?
প্রধানমন্ত্রী জনধন যোজনা অনুযায়ী এই অ্যাকাউন্ট বেশিরভাগ সময় পাবলিক সেক্টর ব্যাঙ্কে খোলা হয়ে থাকে ৷ আপনি চাইলে প্রাইভেট ব্যাঙ্কেও এই অ্যাকাউন্ট খুলতে পারবেন ৷ দেশের যে কোনও নাগরিক যাদের ১০ বছরের বেশি বয়স তারা এই অ্যাকাউন্ট খুলতে পারবেন ৷
১.৩০ লক্ষ টাকার লাভ--
প্রধানমন্ত্রী জনধন যোজনায় অ্যাকাউন্ট হোল্ডাররা মোট ১.৩০ লক্ষ টাকার লাভ পাবেন ৷ এর মধ্যে দুর্ঘটনা বিমাও সামিল রয়েছে ৷ অ্যাকাউন্ট হোল্ডারকে ১ লক্ষ টাকার দুর্ঘটনা বিমা ও সঙ্গে ৩০,০০০ টাকার জেনারেল ইনস্যুরেন্স দেওয়া হয়ে থাকে ৷ অ্যাকাউন্ট হোল্ডারের দুর্ঘটনা হলে ৩০,০০০ টাকা দেওয়া হয়ে থাকে ৷ দুর্ঘটনায় অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যু হলে ১ লক্ষ টাকা দেওয়া হয় ৷ অর্থাৎ মোট ১.৩০ লক্ষ টাকার সুবিধা দেওয়া হয় ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 12, 2021 2:49 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Jan Dhan Account: নিস্ক্রিয় হয়ে গিয়েছে ৬ কোটি অ্যাকাউন্ট! আপনার নামও সামিল রয়েছে ? চেক করে নিন