Jan Dhan Account: নিস্ক্রিয় হয়ে গিয়েছে ৬ কোটি অ্যাকাউন্ট! আপনার নামও সামিল রয়েছে ? চেক করে নিন

Last Updated:

এর মধ্যে মহিলাদের নিষ্ক্রিয় হওয়া অ্যাকাউন্টের সংখ্যা প্রায় ২.০২ কোটি টাকা ৷

#নয়াদিল্লি: প্রধানমন্ত্রী জনধন যোজনা (Pradhan Mantri Jan Dhan Yojana PMJDY) অনুযায়ী দেশের নাগরিকদের ব্যাঙ্কে জনধন অ্যাকাউন্ট খোলার সুবিধা দেওয়া হয়ে থাকে ৷ দেশের সমস্ত নাগরিককে ব্যাঙ্কিং পরিষেবার সঙ্গে যুক্ত করার উদ্দেশ্যে এই যোজনা চালু করা হয়েছিল ৷ কেন্দ্র সরকারের তরফে মঙ্গলবার জানানো হয়েছে  প্রধানমন্ত্রী জনধন যোজনার ৫.৮২ কোটি অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয়ে গিয়েছে ৷ এর মধ্যে মহিলাদের নিষ্ক্রিয় হওয়া অ্যাকাউন্টের সংখ্যা প্রায় ২.০২ কোটি টাকা ৷
রাজ্যসভায় একটি লিখিত জবাবে জানানো হয়েছে, ব্যাঙ্কের তরফে দেওয়া তথ্য অনুযায়ী, ২৮ অগাস্ট ২০২১ প্রধানমন্ত্রী জনধন যোজনায় নিষ্ক্রিয় হওয়া অ্যাকাউন্টের সংখ্যা প্রায় ৫.৮২ কোটি হয়ে গিয়েছে ৷ ২০২০-তে নিষ্ক্রিয় অ্যাকাউন্টের শতাংশ ১৮.০৮ ছিল যা জুলাই ২০২১ -এ কমে গিয়ে ১৪.০২ শতাংশ হয়ে গিয়েছে ৷
কখন অ্যাকাউন্ট ইনঅপারেটিভ হয়ে যায় ?
রিজার্ভ ব্যাঙ্কের নিয়ম অনুযায়ী, কোনও অ্যাকাউন্টে লাগাতার দু’বছর বা তার বেশি কোনও লেনদেন না হয়ে থাকলে অ্যাকাউন্ট ইনঅপারেটিভ হয়ে যাবে ৷ অর্থাৎ এই ৫.৮২ কোটি জনধন অ্যাকাউন্ট এরকম যেখানে কমপক্ষে ২ বছর কোনও লেনদেন করা হয়নি ৷ এটা চিন্তার বিষয় কারণ সরকারের প্রায় সমস্ত ওয়েলফেয়ার স্কিম ও গ্রামীণ রোজগার গ্যারেন্টি অনুযায়ী এই অ্যাকাউন্টেই টাকা পাঠানো হয় ৷
advertisement
advertisement
কীভাবে পুরনো সেভিংস অ্যাকাউন্ট বদলাবেন জনধন অ্যাকাউন্টে
এর জন্য ব্যাঙ্ক গিয়ে ফর্ম ফিলআপ করতে হবে এবং রুপে কার্ডের জন্য আবেদন করতে হবে ৷ ফর্ম ফিলআপ করে ব্যাঙ্কে সাবমিট করতে হবে ৷ এরপর আপনার সেভিংস অ্যাকাউন্ট বদলে যাবে জনধন অ্যাকাউন্টে ৷
আধার কার্ডের তথ্য দিয়ে অ্যাক্টিভ করুন নিষ্ক্রিয় অ্যাকাউন্ট -
আধার কার্ডের পুরো তথ্য জানিয়ে অ্যাক্টিভ করতে পারবেন জনধন অ্যাকাউন্ট ৷ জনধন অ্যাকাউন্টে কোনও লেনদেন না হলে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায় ৷ আপনার অ্যাকাউন্টে লেনদেনের মাধ্যমে সক্রিয় করতে পারবেন ৷
advertisement
কীভাবে খুলবেন অ্যাকাউন্ট ?
প্রধানমন্ত্রী জনধন যোজনা অনুযায়ী এই অ্যাকাউন্ট বেশিরভাগ সময় পাবলিক সেক্টর ব্যাঙ্কে খোলা হয়ে থাকে ৷ আপনি চাইলে প্রাইভেট ব্যাঙ্কেও এই অ্যাকাউন্ট খুলতে পারবেন ৷ দেশের যে কোনও নাগরিক যাদের ১০ বছরের বেশি বয়স তারা এই অ্যাকাউন্ট খুলতে পারবেন ৷
১.৩০ লক্ষ টাকার লাভ--
প্রধানমন্ত্রী জনধন যোজনায় অ্যাকাউন্ট হোল্ডাররা মোট ১.৩০ লক্ষ টাকার লাভ পাবেন ৷ এর মধ্যে দুর্ঘটনা বিমাও সামিল রয়েছে ৷ অ্যাকাউন্ট হোল্ডারকে ১ লক্ষ টাকার দুর্ঘটনা বিমা ও সঙ্গে ৩০,০০০ টাকার জেনারেল ইনস্যুরেন্স দেওয়া হয়ে থাকে ৷ অ্যাকাউন্ট হোল্ডারের দুর্ঘটনা হলে ৩০,০০০ টাকা দেওয়া হয়ে থাকে ৷ দুর্ঘটনায় অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যু হলে ১ লক্ষ টাকা দেওয়া হয় ৷ অর্থাৎ মোট ১.৩০ লক্ষ টাকার সুবিধা দেওয়া হয় ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Jan Dhan Account: নিস্ক্রিয় হয়ে গিয়েছে ৬ কোটি অ্যাকাউন্ট! আপনার নামও সামিল রয়েছে ? চেক করে নিন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement