Lockdown 2.0- ২০ এপ্রিল থেকে ফের চালু হতে চলেছে দেশের ৪৫ শতাংশ অর্থব্যবস্থা

Last Updated:

এবার ২০ এপ্রিল থেকে বিভিন্ন সেক্টরে ফের কাজ শুরু হয়ে যাবে ৷

#নয়াদিল্লি: দেশজুড়ে লকডাউের দ্বিতীয় পর্যায় শুরু হয়ে গিয়েছে ৷ চলবে ৩ মে পর্যন্ত ৷ এই বিষয়ে সরকারের তরফে নতুন গাইডলাইন জারি করা হয়েছে ৷ এবার ২০ এপ্রিল থেকে বিভিন্ন সেক্টরে ফের কাজ শুরু হয়ে যাবে ৷ মিডিয়া রিপোর্টস অনুযায়ী, সরকার যে সমস্ত সেক্টরে কাজ শুরু করার অনুমতি দিয়েছে তাতে ৬৫ শতাংশ মানুষ কাজ করে ৷ মনে করা হচ্ছে এর জেরে ৪৫ শতাংশ অর্থ ব্যবস্থায় কাজ শুরু হয়ে যাবে ৷ এর জেরে দেশের জিডিপি বিকাশ দর যে ভাবে পড়ে চলেছে তা অনেকটাই কমবে ৷
ইংরেজি সংবাদমাধ্যমের একটি রিপোর্ট অনুযায়ী, দেশের মোট জিডিপির ৩৪.৬৪ শতাংশ যোগদান এগ্রিকালচার সেক্টরের ৷ সরকারের তরফে ফুড প্রোসেসিং ইন্ডাস্ট্রি, কোল্ড স্টোরেজ, ওয়েরহাউজ পরিষেবা, মাছের খাবার, প্রোসেসিং, প্যাকেজিং, মার্কেটিং,
মৎস উৎপাদ, ফিশ সিড, চা, কফি, রবর, কাজুর প্রোসেসিং, প্যাকেজিং, দুধের কালেকশন, প্রোসেসিং ম্যানুফ্যাকচারিং ও ডিস্ট্রিবিউশনের কাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে ৷
advertisement
advertisement
বিশেষজ্ঞদের মতে চাষের সঙ্গে যুক্ত পরিষেবা শুরু করার জন্য ৫০ শতাংশ মানুষ কাজ পেয়ে যাবেন কারণ অর্ধেকের চেয়ে বেশি মানুষ এর উপর নির্ভর ৷ এর জেরে অর্থব্যবস্থা আরও উন্নত হবে ৷
এছাড়া সরকার ডেটা, কল সেন্টার ও আইটি অফিস খোলার অনুমতি দিয়ে দিয়েছে ৷ পাশাপাশি ইলেক্ট্রিশিয়ান, প্লাম্বার, মোটর মেকানিক, কারপেন্টার, ক্যুরিয়র, ডিটিএইচ ও কেবল সেবার সঙ্গে যুক্ত কর্মীরা তারা কাজ শুরু করতে পারবেন ৷
advertisement
রিয়েল এস্টেট সেক্টরের জন্য বিশেষ ছাড় ঘোষণা করেছে সরকার ৷ রিয়েল এস্টেট প্রোজেক্ট, সমস্ত ইন্ডাস্ট্রিয়াল প্রোজেক্টের কনস্ট্রাকশন শুরু করার অনুমতি দেওয়া হয়েছে ৷ দেশের জিডিপিতে রিয়েল এস্টেট সেক্টর যোগদান ৭.৭৪ শতাংশ ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Lockdown 2.0- ২০ এপ্রিল থেকে ফের চালু হতে চলেছে দেশের ৪৫ শতাংশ অর্থব্যবস্থা
Next Article
advertisement
Messi GOAT Tour Concert: মেসির সফর ঘিরে সন্দেহের ‘কালো মেঘ’- যত দ্রুত সম্ভব টিকিটের টাকা ফেরত দিতে আয়োজকদের নির্দেশ দিল কলকাতা পুলিশ
টিকিটের টাকা ফেরত দিতে নির্দেশ কলকাতা পুলিশের, মেসির অনুষ্ঠান ঘিরে সন্দেহের কালো মেঘ
  • এদিকে আরও নানা বিষয় নিয়ে উঠেছে প্রশ্ন৷ তারমধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফুটবল মাঠে কখনই জলের বোতল নিয়ে মাঠে প্রবেশের অনুমতি থাকে না। আজকে কি করে মাঠে জলের বোতল নিয়ে ঢুকলেন দর্শকরা। মাঠের ভেতরে ৩০০ টাকা করে জলের বোতল বিক্রি হয়েছে বলে খবর। প্রথমে সেই বোতলই ছোড়া শুরু হয়।

VIEW MORE
advertisement
advertisement