Lockdown 2.0- ২০ এপ্রিল থেকে ফের চালু হতে চলেছে দেশের ৪৫ শতাংশ অর্থব্যবস্থা

Last Updated:

এবার ২০ এপ্রিল থেকে বিভিন্ন সেক্টরে ফের কাজ শুরু হয়ে যাবে ৷

#নয়াদিল্লি: দেশজুড়ে লকডাউের দ্বিতীয় পর্যায় শুরু হয়ে গিয়েছে ৷ চলবে ৩ মে পর্যন্ত ৷ এই বিষয়ে সরকারের তরফে নতুন গাইডলাইন জারি করা হয়েছে ৷ এবার ২০ এপ্রিল থেকে বিভিন্ন সেক্টরে ফের কাজ শুরু হয়ে যাবে ৷ মিডিয়া রিপোর্টস অনুযায়ী, সরকার যে সমস্ত সেক্টরে কাজ শুরু করার অনুমতি দিয়েছে তাতে ৬৫ শতাংশ মানুষ কাজ করে ৷ মনে করা হচ্ছে এর জেরে ৪৫ শতাংশ অর্থ ব্যবস্থায় কাজ শুরু হয়ে যাবে ৷ এর জেরে দেশের জিডিপি বিকাশ দর যে ভাবে পড়ে চলেছে তা অনেকটাই কমবে ৷
ইংরেজি সংবাদমাধ্যমের একটি রিপোর্ট অনুযায়ী, দেশের মোট জিডিপির ৩৪.৬৪ শতাংশ যোগদান এগ্রিকালচার সেক্টরের ৷ সরকারের তরফে ফুড প্রোসেসিং ইন্ডাস্ট্রি, কোল্ড স্টোরেজ, ওয়েরহাউজ পরিষেবা, মাছের খাবার, প্রোসেসিং, প্যাকেজিং, মার্কেটিং,
মৎস উৎপাদ, ফিশ সিড, চা, কফি, রবর, কাজুর প্রোসেসিং, প্যাকেজিং, দুধের কালেকশন, প্রোসেসিং ম্যানুফ্যাকচারিং ও ডিস্ট্রিবিউশনের কাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে ৷
advertisement
advertisement
বিশেষজ্ঞদের মতে চাষের সঙ্গে যুক্ত পরিষেবা শুরু করার জন্য ৫০ শতাংশ মানুষ কাজ পেয়ে যাবেন কারণ অর্ধেকের চেয়ে বেশি মানুষ এর উপর নির্ভর ৷ এর জেরে অর্থব্যবস্থা আরও উন্নত হবে ৷
এছাড়া সরকার ডেটা, কল সেন্টার ও আইটি অফিস খোলার অনুমতি দিয়ে দিয়েছে ৷ পাশাপাশি ইলেক্ট্রিশিয়ান, প্লাম্বার, মোটর মেকানিক, কারপেন্টার, ক্যুরিয়র, ডিটিএইচ ও কেবল সেবার সঙ্গে যুক্ত কর্মীরা তারা কাজ শুরু করতে পারবেন ৷
advertisement
রিয়েল এস্টেট সেক্টরের জন্য বিশেষ ছাড় ঘোষণা করেছে সরকার ৷ রিয়েল এস্টেট প্রোজেক্ট, সমস্ত ইন্ডাস্ট্রিয়াল প্রোজেক্টের কনস্ট্রাকশন শুরু করার অনুমতি দেওয়া হয়েছে ৷ দেশের জিডিপিতে রিয়েল এস্টেট সেক্টর যোগদান ৭.৭৪ শতাংশ ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Lockdown 2.0- ২০ এপ্রিল থেকে ফের চালু হতে চলেছে দেশের ৪৫ শতাংশ অর্থব্যবস্থা
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement