UPI Payment: ভুল UPI লেনদেন করলে আর চিন্তা নেই! ৪ ঘণ্টার মধ্যেই ফের সুযোগ, নতুন নিয়ম আনতে চলেছে সরকার

Last Updated:

এই বিষয়ে ইন্ডিয়ান এক্সপ্রেসকে এক সিনিয়র সরকারি কর্মকর্তা জানিয়েছেন যে, ২০০০ টাকার বেশি IMPS, RTGS এবং UPI সহ ডিজিটাল লেনদেনের ৪ ঘণ্টার সীমা জন্য আরোপ করা হতে পারে।

নয়াদিল্লি: বর্তমানে সারা দেশ জুড়েই অনলাইন পেমেন্ট খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। এখন প্রায় অনেকেই কিছু কেনাকাটা করে UPI-এর মাধ্যমে পেমেন্ট করেন। কম টাকা থেকে শুরু করে বেশি টাকার পেমেন্ট, প্রায় সব ক্ষেত্রেই UPI ব্যবহার করা হয়। UPI-এর জনপ্রিয়তা এবং ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে স্ক্যামের ঘটনাও পাল্লা দিয়ে বেড়ে চলেছে। ইতিমধ্যেই প্রচুর আর্থিক জালিয়াতির ঘটনা সামনে আসছে। এর জন্য চার ঘণ্টার মধ্যে লেনদেন রিভার্স করার জন্য ডিজিটাল অর্থপ্রদানের উপর একটি সুরক্ষা প্রবর্তনের বিশেষ পরিকল্পনা করছে সরকার।
এই বিষয়ে ইন্ডিয়ান এক্সপ্রেসকে এক সিনিয়র সরকারি কর্মকর্তা জানিয়েছেন যে, ২০০০ টাকার বেশি IMPS, RTGS এবং UPI সহ ডিজিটাল লেনদেনের ৪ ঘণ্টার সীমা জন্য আরোপ করা হতে পারে। সেই প্রতিবেদনে জানানো হয়েছে যে, “আমরা ২০০০ টাকার বেশি প্রথমবারের ডিজিটাল লেনদেনের জন্য চার ঘণ্টার সময়সীমা যোগ করতে চাইছি। মঙ্গলবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক এবং গুগল ও রেজারপে-র মতো প্রযুক্তি সংস্থাগুলি সহ সরকার ও শিল্প স্টেকহোল্ডারদের সঙ্গে একটি বৈঠকের সময় আলোচনা করা হবে।”
advertisement
আরও পড়ুন:‘জ্যোতিপ্রিয়কে কেন মন্ত্রী বলব?’ প্রশ্ন তুলে তুমুল হট্টগোল! বেরিয়ে গেল বিজেপি
সেই আধিকারিক আরও জানিয়েছেন যে, “মূলত এটি যেভাবে কাজ করবে তা হল, প্রথমবার কেউ পেমেন্ট করার ৪ ঘণ্টা পরে পেমেন্টটি রিভার্স বা পরিবর্তন করার সুযোগ পাবেন। এটি NEFT-এর (ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার) নিয়মমাফিক হবে যেখানে কয়েক ঘণ্টার মধ্যে লেনদেন হয়। প্রাথমিকভাবে, আমরা কোনও পরিমাণের সীমাবদ্ধতা রাখতে চাইনি, কিন্তু শিল্পগোষ্ঠীর সঙ্গে আনুষ্ঠানিক আলোচনার মাধ্যমে, আমরা বুঝতে পেরেছি যে এটি মুদিখানা ইত্যাদির মতো ছোট আকারের কেনাকাটাকে প্রভাবিত করতে পারে। তাই আমরা ২০০০ টাকার নিচে লেনদেনের জন্য একটি সুযোগ দেওয়ার পরিকল্পনা করছি।”
advertisement
advertisement
আরও পড়ুন: ‘জ্যোতিপ্রিয় জেলে, কেন মন্ত্রী বলব?’ প্রশ্ন তুলে তুমুল হট্টগোল! বেরিয়ে গেল বিজেপি
৪ ঘণ্টার উইন্ডোটি নতুন ব্যবহারকারীদের জন্য বর্তমান UPI পেমেন্ট সীমার মতোই হবে। যখন একজন ব্যবহারকারী একটি নতুন UPI অ্যাকাউন্ট তৈরি করেন, তখন তিনি প্রথম ২৪ ঘণ্টার মধ্যে ৫০০০ টাকা পর্যন্ত পাঠাতে পারেন। NEFT-এর ক্ষেত্রেও একই ব্যাপার, যেখানে একজন সুবিধাভোগী সক্রিয় হওয়ার পর প্রথম ২৪ ঘণ্টার মধ্যে সর্বাধিক ৫০,০০০ টাকা ট্রান্সফার করা যেতে পারে। সরকার UPI পেমেন্টের ক্ষেত্রে জালিয়াতি রুখতে নিয়ে আসতে চলেছে এই নতুন প্রক্রিয়া বলে জানা গিয়েছে।
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
UPI Payment: ভুল UPI লেনদেন করলে আর চিন্তা নেই! ৪ ঘণ্টার মধ্যেই ফের সুযোগ, নতুন নিয়ম আনতে চলেছে সরকার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement