ফেসবুকেও প্রতারণার জাল! ১০ কোটির লোভে লিঙ্ক খুলতেই অ্যাকাউন্ট ফাঁকা, হাওয়া ২ কোটি টাকা!

Last Updated:

ঘটনাটি ঘটেছে তেলঙ্গানায়। একটি ক্রিপ্টো ট্রেডিং পোর্টালে বিনিয়োগ করলেই ১০ কোটি টাকা রিটার্ন পাওয়া যাবে বলে এক ব্যবসায়ীকে প্রলোভন দেখায় প্রতারকরা।

কলকাতা: ফের সাইবার জালিয়াতি। এবার কোটি টাকার প্রতারণা। মেসেজ, হোয়াটসঅ্যাপ বা ই-মেল-এর মাধ্যমে লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার খবর মাঝে মাধ্যেই পাওয়া যায়। তবে সর্বশেষ যে ঘটনাটি সামনে এসেছে তাতে ফাঁদ পাতা হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।
১০ কোটি টাকার লোভ দেখিয়ে এক ব্যবসায়ীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ২ কোটি টাকা লুটে নিয়েছে প্রতারকরা। এই ঘটনার কথা ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
advertisement
ঘটনাটি ঘটেছে তেলঙ্গানায়। একটি ক্রিপ্টো ট্রেডিং পোর্টালে বিনিয়োগ করলেই ১০ কোটি টাকা রিটার্ন পাওয়া যাবে বলে এক ব্যবসায়ীকে প্রলোভন দেখায় প্রতারকরা। তিনি সেই ফাঁদে পা দেন। একেবারে ২ কোটি টাকা বিনিয়োগ করেন। কিন্তু ১ পয়সাও রিটার্ন পাননি। কিছুদিন পর ব্যবসায়ী বুঝতে পারেন, তাঁর সঙ্গে প্রতারণা করা হয়েছে। এরপরই থানায় অভিযোগ জানান তিনি।
advertisement
রাচাকোন্ডা পুলিশের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ৬ মার্চ থেকে ১৭ মে পর্যন্ত এক ব্যবসায়ী দফায় দফায় ক্রিপ্টো কারেন্সিতে ২ কোটি টাকা বিনিয়োগ করেন। ফেসবুকে বিটকয়েন ব্যবসার বিজ্ঞাপন দেখেই তিনি বিনিয়োগের সিদ্ধান্ত নেন।
পুলিশ জানিয়েছে, ব্যবসায়ীর ফেসবুক পেজে বিটকয়েন ওয়েবসাইটের একটি লিঙ্ক আসে। বিজ্ঞাপনে প্রত্যাশার বেশি রিটার্ন দেওয়ার দাবি করা হয়। ব্যবসায়ী ওই লিঙ্কে ক্লিক করলে ওয়েবসাইট থেকে রেজিস্ট্রেশনের লিঙ্ক পাঠানো হয়। রেজিস্ট্রেশনের পর কোম্পানির অ্যাপ ডাউনলোড করেন তিনি।
advertisement
রেজিস্ট্রেশনের পরে, হোয়াটসঅ্যাপ চ্যাটে ব্যবসায়ীর কাছে বিনিয়োগের টিপস আসতে শুরু করে। সেই অনুযায়ী ৬ মার্চ থেকে ১৭ মে পর্যন্ত তিনি ২০৬ মিলিয়ন ইউএসডিটি কেনেন। কিন্তু এক পয়সাও রিটার্ন আসেনি।
ব্যবসায়ী পুলিশকে জানিয়েছেন, তিনি বিনিয়োগের জন্যে ব্যাঙ্ক থেকে ঋণ নিয়েছিলেন। আশা করেছিলেন, আড়াই কোটি টাকা বিনিয়োগ করে ১০ কোটি টাকা লাভ করবেন। ওই ওয়েবসাইটেও একই দাবি করা হয়েছিল। ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে পুলিশের সাইবার ক্রাইম শাখা একটি মামলা করেছে। পুলিশ বলছে, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
ফেসবুকেও প্রতারণার জাল! ১০ কোটির লোভে লিঙ্ক খুলতেই অ্যাকাউন্ট ফাঁকা, হাওয়া ২ কোটি টাকা!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement